মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন,
তোমরা তারতিলের সঙ্গে কুরআন তিলাওয়াত কর।
মহান আল্লাহ
সুনানে আবু দাউদের একটি আলোচিত হাদিস রয়েছে যেটি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন,
রাসুলুল্লাহ সাঃ বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যাক্তি সর্বোত্তম, যে কোরআন শিখে এবং অন্যদের কোরআন শিক্ষা দেয়।
উসমান রাদিয়াল্লাহু আনহু
উপরের হাদিসটি পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন কোরআন শিক্ষা কতোটা গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ।
কোরআন শিক্ষা জরুরি এবং সেই শিক্ষা হতে হবে বিশুদ্ধ। কোরআন ও হাদিসের ঘোষণা অনুযায়ী কুরআন তিলাওয়াত করতে হবে একদম সহীহ শুদ্ধভাবে।
কোরআন শিক্ষার বেশ কিছু পদ্ধতি আছে। তার মধ্যে একটি পদ্ধতি হলো ক্বারিয়ানা। ক্বারিয়ানা শিক্ষার মাধ্যমে যে কেউ খুব সহজেই ছন্দে ছন্দে কোরআন শিখতে পারে।
আপনি যদি কোরআন পড়তে না জানেন বা তিলাওয়াত না জানেন। আপনার নিকট আমার নিবেদন, অতি শীঘ্রই এই পদ্ধতি অনুযায়ী কোরআন শিখে নিন।
Kariana Quran Sharif । Quran Sharif Free Fdf Download
আমি নিচে ফ্রিতে কারিয়ানা পদ্ধতিতে কোরআন তিলাওয়াত করার একটি ফ্রি কোর্স দিয়েছি। আপনি এটি অনুসরন করে সহজেই কারিয়ানা পদ্ধতিতে কোরআন তিলাওয়াত শিখতে পারবেন।
নিচ থেকে ক্বারিয়ানা পদ্ধতিতে কোরআন তিলাওয়াত কোর্সটি ফ্রিতে করতে পারবেন।
কারিয়ানা পদ্ধতিতে কুরআন তিলাওয়াত শিখার জন্য ক্বারিয়ানা প্রকাশনি বেশ কিছু বই বাজারে এনেছে। আপনি চাইলে সেগুলো বইয়ের দোকান থেকে কিনে নিতে পারেন। নিচে কারিয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষার কিছু বই সাজেশন হিসেবে দেয়া আছে।
১. কারিয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা (কুরআন শিক্ষা বই)
২. কারিয়ানা কুরআন শরীফ (বাংলা অর্থসহ)
৩. কারিয়ানা কুরআন শরীফ (অর্থ ছাড়া)
৪. কারিয়ানা নামাজ শিক্ষা
কারিয়ানা কুরান শরিফ ০১৯০৬৬৫৫৭৭৭৯ নাম্বারে বিকাশে টাকা দিয়ে অর্ডার করেছিলাম। টাকা মেরে দিয়েছে। কেউ যেন আর প্রতারিত না হয় আপনারা বলে দিয়েন।
হ্যাঁ, এমন প্রতারকের অভাব নেই। সাবধান থাকবেন সবাই।