ব্লগিং

ব্লগে থিম আপলোড করবেন যেভাবে

ব্লগারের ডিফল্ট থিমগুলোতে অনেক ফিচার থাকেনা যার জন্য আমরা যার ব্লগিং করি সবাই কম বেশী কাস্টম থিম ব্যবহার করি। কাস্টম থিমে অনেক ফিচার থাকে এবং দেখতে বেশ সুন্দর ও গোছালো হয়। যারা জানেন না কিভাবে ব্লগে কাস্টম থিম আপলোড করতে হয় তাদের জন্যই মুলত এই পোস্ট।যাদের ব্লগ নেই তারা নিচের লিংকে গিয়ে ফ্রিতে ব্লগ তৈরি করতে পারবেন এবং নতুন ব্লগে পোস্ট শেয়ার করতে পারবেন।

ব্লগে কাস্টম থিম সেট আপ করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন

  • প্রথমে Blogger.com এ প্রবেশ করুন।
  • Blogger.com এ প্রবেশের পর সেখানে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
ব্লগে থিম আপলোড - ১
  • এরপর উপরের ছবিতে চিহ্নিত করা “Theme” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
ব্লগে থিম আপলোড - ২
  • এবার “CUSTOMIZE” বাটনের ডান দিকের অ্যারোতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মতো কিছু অপশন আসবে।
ব্লগে থিম আপলোড - ৩
  • তারপর “Restore” লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মতো অপশন আসবে।
ব্লগে থিম আপলোড - ৪
  • তারপর আপলোড বাটনে ক্লিক করে আপনার থিমটি আপলোড করে দিন। (নিচের ছবি)
ব্লগে থিম আপলোড - ৫
  • থিম আপলোড হয়ে গেলে নিচের ছবির মতো নোটিফিকেশন পাবেন। আপনি যদি সফলভাবে থিম আপলোড করতে পারেন তাহলে সেখানে “Restored theme” লেখা শো করবে।
ব্লগে থিম আপলোড - ৬
  • এবার সিম্পলি নিচের ছবির মতো “View blog” এ ক্লিক করে চেক করে নিন।
ব্লগে থিম আপলোড - ৭

উপরের স্টেপগুলো নির্ভুলভাবে ফলো করতে পারলে আপনি থিম আপলোড করতে পারবেন।
কোন প্রকার সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাকে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করবো।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।