টেক জ্ঞান

আউটপুট ডিভাইস কাকে বলে? কত প্রকার ও কি কি? (What is Output Device in Bengali)

আউটপুট ডিভাইস গুলো কি কি, আউটপুট কাকে বলে, আউটপুট ডিভাইস কাকে বলে? ইনপুট ও আউটপুট ডিভাইস কাকে বলে? আউটপুট ডিভাইস এর কাজ কি?

আউটপুট ডিভাইস কাকে বলে? আউটপুট ডিভাইস কি?

যখন কোন ব্যবহারকারী কম্পিউটারকে কোন কিছু ইনপুট দেয় এবং তার উপর কোন কাজ করতে বলে, তখন কম্পিউটার ফলাফল হিসেবে একটি আউটপুট ব্যবহারকারীকে প্রদান করে। এই আউটপুট টি যে ডিভাইস এর মাধ্যমে ব্যবহারকারীর কাছে পৌঁছায় সেটিকে আউটপুট ডিভাইস বলে।

একটি ইনপুট ডিভাইস যেমন প্রক্রিয়াকরণের জন্য একটি কম্পিউটার সিস্টেমের মধ্যে তথ্য প্ররণ করে ঠিক তেমনি একটি আউটপুট ডিভাইস সেই প্রক্রিয়াটির ফলাফলকে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়।

একটি আউটপুট ডিভাইস কম্পিউটার থেকে ডেটা আউটপুট এর আকারে ব্যবহারকারীর কাছে পৌঁছানোর কাজ করে।

আরও পড়ুনঃ  ইনপুট ডিভাইস কি? কাকে বলে? কত প্রকার ও কি কি?

একটু সহজ ভাষায় বলতে গেলে আউটপুট ডিভাইস কম্পিউটারের এমন একটি অংশ যার মাধ্যমে কম্পিউটার থেকে কোন information ব্যবহারকারীর কাছে পৌঁছায়।

আউটপুট ডিভাইস এর সংজ্ঞা

কম্পিউটারের যে অংশ থেকে কম্পিউটার দ্বারা প্ররিত তথ্য কে ব্যবহারকারীর বোধগম্য করার মত তথ্য হিসেবে প্রকাশ করে তাকে আউটপুট ডিভাইস বলে।

আউটপুট ডিভাইস এর মূল কাজ কি?

সিপিইউ এর থেকে আসা সমস্ত binary information কে আউটপুট ডিভাইস এমনভাবে রুপান্তর করে যেনো সেটি সাধারণ কম্পিউটার ব্যবহারকারীর কাছে বোধগম্য হয়।আউটপুট ডিভাইস কম্পিউটার ব্যবহারকারীর ও অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করে।

১০টি আউটপুট ডিভাইস এর নাম নিচে দেওয়া হলোঃ

১: মনিটর
২: প্রিন্টার
৩: অডিও স্পিকার
৪: হেডফোন
৫: প্রজেক্টর
৬: জিপিএস
৭: সাউন্ড কার্ড
৮: ভিডিও কার্ড
৯: ব্রেইল রিডার
১০: প্লটার

আউটপুট ডিভাইস কত প্রকার ও কি কি?

আউটপুট ডিভাইসের প্রকারভেদ (Categories of Output Device)

সাধারণত আউটপুট ডিভাইস গুলোকে চার প্রকারে বিভক্ত করা যায়।

১: ভিজুয়াল আউটপুট ডিভাইস
২: ডাটা আউটপুট ডিভাইস
৩: প্রন্টার আউটপুট ডিভাইস
৪: সাউন্ড আউটপুট ডিভাইস

১: ভিজুয়াল আউটপুট ডিভাইস

Monitor

মনিটর হলো কম্পিইটারের Dispaly Unite বা স্ক্রিন। মনিটর কে মূলত কম্পিউটারের মূল আউটপুট ডিভাইস হিসেবে গণ্য করা হয়। Monitor মূলত কম্পিউটার থেকে আসা ইনফরমেশন কে Text, Images, Audio ও Video রুপে প্রকাশ করে থাকে।

আরও পড়ুনঃ  স্টোরেজ ডিভাইস কি? কাকে বলে? কত প্রকার, কি কি ও উদাহরণ

বিভিন্ন ধরনের Monitor

1: Cathode Ray Tube Monitors (CRT)
2: Liquid Crystal Display Monitors (LCD)
3: TFT Monitors
4: Light Emitting Diodes Monitors (LED)
5: DLP Monitors
6: Touchscreen Monitors
7: Plasma Screen Monitors
8: Organic Light Emitting Diode Monitors (OLED)

Projctor

প্রজে্ক্টরের মাধ্যমে সাধারণত কম্পিউটার থেকে আসা আউটপুট (Images ও Video) কে কোনো পর্দা বা দেয়ালে প্রজেক্ট করা হয়।

বিভিন্ন ধরনের Projectors

1: Digital Light Processing (DLP)
2: Liquid Crystal display (LCD)
3: Cathode Ray Tube (CRT)

Video Card

Video Card কে একটি মাদারবোর্ডের অংশ হিসেবে ধরা হয়। এটি Movies বা Photos দেখা এবং কম্পিউটারে Games খেলার Experiences কে Enhances করে।

২: ডাটা আউটপুট ডিভাইস

GPS (Global Positioning System)

GPS এর full form Global Positioning System। GPS মূলত কোন device এর location calaulate করার কাজে ব্যবহার করা হয়ে থাকে।

৩: প্রিন্টার আউটপুট ডিভাইস

Printer

প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস। যা কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য কাগজে প্রিন্ট করে। কাগজে আউটপুটের এই কপিটিকে হার্ড কপি বলা হয়।

আরও পড়ুনঃ  কম্পিউটার হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার কত প্রকার ও কি কি?

বিভিন্ন ধরনের Printrs

1: Laser Printers
2: Solid Ink printers
3: LED printers
4: Business Inkjet Printers
5: Home Inkjet Printers
6: Multifunction Printers
7: Dot Matrix printers
8: 3D Printers

Plotter

প্লটার একটি আউটপুট ডিভাইস যা চার্ট গ্রাফ ইত্যাদি প্রিন্ট করা যায় ও 3D প্রিন্টিং করা যায়। এর মাঝে ব্যানার, পোস্টার ইত্যাদি প্রিন্ট করা যায়।

বিভিন্ন ধরনের Plotter

1: Drum pen Plotter
2: Flat bed Plotter

Braille Reader

Braille Reader কে অনেক সময় Braille Display বলা হয়। Braille Reader একটি ইলেকট্রনিক ডিভাইস যা একজন অন্ধ ব্যাক্তিকে তার কম্পিউটারের মনিটরে প্রদর্শিত লেখা গুলো পড়তে সাহায্য করে। কম্পিউটার একটি বিশেষ সফটওয়্যার থেকে আউটপুট ডিভাইসে text পাঠায়, যেখানে এটি braille হিসেবে রুপান্তরিত হয়।

৪: সাউন্ড আউটপুট ডিভাইস

Headphones

বিভিন্ন ধরনের Headphones
1: Closed-Back Hradphones
2: Open-Back Headphones
3: On-Ear Headphones
4: Ovea-Ear Headphones
5: In-Ear Headphones
6: Earbuds Headphones
7: Bluetooth Headphones
8: Noise-Cancelling Headphones

Computer Speakers

বিভিন্ন ধরনের Speakers

1: Horn
2: Planar-Magnetic
3: subwoofer
4: Electrostatic
5: Dynamic

Sound Card

সাউন্ড কার্ড হলো একটি সম্প্রসারণ বোর্ড যা আউটপুট এবং সাউন্ড এডিট করতে সাহায্য করে। সাউন্ড কার্ড অডিও গান, ভিডিও গান, সিনেমা বা কম্পিউটারে গেইম খেলার জন্য ব্যবহার করা প্রয়োজন।

সাউন্ড কার্ডের সাহায্যে, স্পিকার সাউন্ড উৎপন্ন করে। প্রায় সব সাউন্ড কার্ডেই Musical Instrument Digital Interface (MIDI) Support করে।

বিভিন্ন ধরনের Sound Card

1: On-Board Sound Card
2: USB Sound Card
3: PCMCIA \PC Cardbus

শেষ কথাঃ আশা করছি আর্টিকেলটি পড়ার পর আউটপুট ডিভাইস কাকে বলে? কত প্রকার ও কি কি? তা জানতে পেরেছেন। যদি বুঝতে কোন প্রকার অসুবিধে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।