অ্যান্ড্রয়েড সফটওয়্যারসফটওয়্যার
অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফ্রি বাংলা টাইপিং কিবোর্ড
সহজে মোবাইলে বাংলা লিখার অ্যাপ
অ্যান্ড্রয়েড ফোনে বাংলা লেখার জন্য সেরা কিবোর্ডের একটি হলো রিদ্মিক কিবোর্ড (Ridmik keyboard)। গুগল প্লেস্টোরে ৪.৪ র্যাটিং পাওয়া রিডমিক কিবোর্ড অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ১০ মিলিয়নের বেশী।
তাই আমি সাজেস্ট করবো রিদ্মিক কিবোর্ড ব্যবহার করার জন্য। রিদ্মিক কিবোর্ড এ রয়েছে অভ্র, জাতীয়, ও প্রভাত লেআউট সাথে নতুন আরবি ও চাকমা লেআউট যুক্ত করা হয়েছে যা ব্যবহার করার মাধ্যমে আপনি সহজেই বাংলা টাইপিং সহ আরবি, চাকমা ও ইংরেজী টাইপ করতে পারবেন।
তাছাড়া এই অ্যাপে রয়েছে সাজেশন করা শব্দ, আপনি যা লিখতে চান তা এই অ্যাপের সাজেশন বক্সে অটুমেটিক চলে আসবে তাই কষ্ট করে আপনাকে সম্পূর্ণ শব্দ লিখতে হবেনা। এছাড়াও শুদ্ধ বানানের সাজেশন, ইমোজি সাজেশন, থিম ও ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে রিদ্মিক কিবোর্ডটিতে।
একনজরে সকল ফিচারঃ
- অভ্র কিবোর্ড লেআউট
- জাতীয় ও প্রভাত লেআউট
- আরবি ও চাকমা লেআউট
- থিম ও কাস্টমাইজেশন থিম
- সম্পূর্ণ ইমোজি সেট
- ভয়েস ইনপুট
- ওয়ার্ড সাজেশন
- ইমোজি সাজেশন ইত্যাদি।