?m=1 ?m=0 এই দুইটা অতিরিক্ত URL প্রায় সব ব্লগার সাইটেই থাকে। যদিও এটা রিমোভ করা যায়, আপনি যদি রিমোভ নাও করেন তাহলেও কোন সমস্যা নেই। যারা এই অতিরিক্ত URL রিমোভ করতে চান তারা আমার এই পোস্ট ফলো করুন।
?m=1 ?m=0 রিমোভ করতে নিচের স্টেপগুলো ফলো করুন।
- প্রথমে Blogger.com এ লগ ইন করুন এবং আপনার ব্লগ সিলেক্ট করুন।
- তারপর ব্লগার ডেশবোর্ড থেকে “Theme” অপশনে যান।
- “Theme” অপশন থেকে “Customize” এ ক্লিক করে “Edit Html” এ যান।
- “Edit Html” এ আসার পর একদম নিচের দিকে <script/> কোড খুজে বের করুন।
- বের করার পর <script/> এর নিচে কোডটি বসিয়ে সেভ করে দিন।
- এবার চেক করে দেখে নিন অতিরিক্ত URL রিমোভ হয়েছে কিনা।
<script type='text/javascript'>//<![CDATA[var uri = window.location.toString();if (uri.indexOf("%3D","%3D") > 0) {var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D"));window.history.replaceState({}, document.title, clean_uri);}var uri = window.location.toString();if (uri.indexOf("%3D%3D","%3D%3D") > 0) {var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D%3D"));window.history.replaceState({}, document.title, clean_uri);}var uri = window.location.toString();if (uri.indexOf("&m=1","&m=1") > 0) {var clean_uri = uri.substring(0, uri.indexOf("&m=1"));window.history.replaceState({}, document.title, clean_uri);}var uri = window.location.toString();if (uri.indexOf("?m=1","?m=1") > 0) {var clean_uri = uri.substring(0, uri.indexOf("?m=1"));window.history.replaceState({}, document.title, clean_uri);}//]]></script>