টেলিকম

রবি নাম্বার কিভাবে দেখে | রবি নম্বর চেক কোড

Robi sim number check code

রবি সিম আমাদের দেশের জনপ্রিয় সিমগুলোর একটি। আমাদের দেশের অনেকেই এই সিম ব্যবহার করে। আপনিও হয়তো রবি সিম কখনো না কখনো ব্যবহার করেছেন অথবা এখন ব্যবহার করছেন। যদি না করে থাকেন, তাহলে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আছে যে রবি সিম ব্যবহার করছে।

রবি সিম বর্তমানে সারাদেশ ব্যাপী ৪.৫জি সেবা দিয়ে যাচ্ছে। অন্যান্য সিম যেখানে ৪জি সেবা চালু করতে সক্ষম হয়েছে রবি তাদের টেক্কা দিয়ে ৪.৫জি নেটওয়ার্ক সরবরাহ করে চলেছে, যা বেশ চ্যালেঞ্জিং একটি কাজ।

আরও পড়ুনঃ  সকল সিমের নাম্বার দেখার কোড - সব সিমের নাম্বার চেক কোড

রবি সিমের নাম্বার চেক করার উপায়!

আমাদের দেশের অন্যসব সিমের মতো রবি সিমের নাম্বার বের করাও খুবই সহজ। অন্যান্য সিমের নাম্বার চেক করার যেমন নির্দিষ্ট কোড আছে, ঠিক তেমনি রবি সিমের নাম্বার দেখার নির্দিষ্ট কোড রয়েছে। আজকে এই আর্টিকেল ফলো করলে আপনি সহজেই আপনার রবি সিমের নাম্বার বের করতে পারবেন।

রবি সিমের নাম্বার কিভাবে দেখে?

বর্তমানে রবি সিমের নাম্বার দেখার বেশ কয়েকটি উপায় আছে। তবে তার মধ্যে সবচাইতে সহজ উপায় হলো কোড ডায়াল করে রবি নাম্বার চেক করা। আগেই বলেছি রবি সিমের নাম্বার চেক করার জন্য নির্দিষ্ট একটি কোড আছে, যা ডায়াল করে আপনি খুব সহজেই রবি নাম্বার চেক করতে পারবেন।

কোডের সাহায্যে রবি সিমের নাম্বার বের করার ক্ষেত্রে আপনি দুটি কোড ব্যবহার করতে পারবেন। আমি নিচে দুইটি কোড দিয়েই রবি নাম্বার চেক করার উপায় জানিয়েছি। নিচের ধাপগুলো ফলো করে আপনার সিমের নাম্বার বের করে নিন।

আরও পড়ুনঃ  এয়ারটেল মিনিট চেক কোড ২০২৩ - Airtel Minute Check Code 2023

কিভাবে রবি নাম্বার দেখে?

সহজে কোড দিয়ে রবি নাম্বার চেক

  • কোডের সাহায্যে রবি নাম্বার দেখার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ডায়ালারে যেতে হবে।
  • তারপর সেখানে *2# এই কোডটি লিখতে বা উঠাতে হবে।
  • এবার আপনার রবি সিমের সাহায্যে কল করতে হবে।
  • সব ঠিকঠাক হলে আপনার সামনে একটি নতুন ডিসপ্লে পপআপ আসবে। আপনি সেখানে আপনার রবি সিমের নাম্বারটি দেখতে পাবেন।

উপরে আমরা যে কোড ব্যহার করেছি সেটি নতুন কোড, আপনি চাইলে পুরাতন কোড ডায়াল করেও নাম্বার দেখতে পারেন।

পুরাতন কোড দিয়ে রবি নাম্বার চেক

  • পুরাতন কোডের সাহায্যে রবি নাম্বার দেখার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ডায়ালারে যেতে হবে।
  • তারপর সেখানে *140*2*4# এই কোডটি লিখতে বা উঠাতে হবে।
  • এবার আপনার রবি সিমের সাহায্যে কল করতে হবে।
  • সব ঠিকঠাক হলে আপনার সামনে একটি নতুন ডিসপ্লে পপআপ আসবে। আপনি সেখানে আপনার রবি সিমের নাম্বারটি দেখতে পাবেন।
আরও পড়ুনঃ  রবি মিনিট চেক কোড ২০২৩ - Robi Minute Check Code 2023

রবি নাম্বার কিভাবে দেখে FAQS

রবি নাম্বার কিভাবে দেখে?

রবি সিমের নাম্বার দেখার জন্যে বেশ কিছু উপায় আছে। তবে সবচাইতে সহজ উপায় হলো কোড দিয়ে নাম্বার চেক করা। আপনার ফোনের ডায়াল অপশনে যাওয়ার পর *2# ডায়াল করার সাথে সাথে আপনার সামনে রবি সিমের নাম্বার চলে আসবে।

রবি নাম্বার চেক করার সহজ পদ্ধতি

রবি সিমের নাম্বার চেক করার সহজ উপায় হচ্ছে মোবাইল থেকে কোড ডায়াল করে নাম্বার চেক করা। আপনি চাইলে রবি অ্যাপের সাহায্যেও আপনার সিমের নাম্বারটি দেখতে পারবেন।

রবি সিমের নাম্বার দেখার কোড কত?

অন্যান্য সিমের মতো রবি সিমের নাম্বার চেক করার কোড আছে। আপনি সেগুলো দিয়ে সহজেই আপনার নাম্বার চেক করতে পারবেন। *২# এবং *১৪০*২*৪# এই কোড দুটি দিয়ে সহজেই রবির নাম্বার চেক করা যায়।

রবি সিমের নাম্বার দেখার নিয়ম কি?

রবি সিমের নাম্বার দেখার নিয়ম হলো কোড দিয়ে নাম্বার চেক করা। যদিও আরও নিয়ম আছে তবে কোড দিয়ে একদম সহজে নাম্বার চেক করা যায়। তাই অবশ্যই এই নিয়ম ফলো করে নাম্বার চেক করলে সহজেই নাম্বার চেক করা যাবে।

মোঃ আশিক মিয়া

মাতৃভাষায় প্রযুক্তি জ্ঞান ছড়ানোর ক্ষুদ্র প্রয়াস। ভালো লাগে প্রযুক্তির জ্ঞান বাংলা ভাষাভাষীদের সাথে ভাগ করে নিতে।

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।