আজকের এই পোস্ট মুলত তাদের জন্য যারা ব্লগারে ব্লগিং করেন। এই পোস্টে দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার ব্লগে সঠিকভাবে পোস্ট করতে পারেন। যাদের ব্লগ বা ওয়েবসাইট নেই তারা ফ্রিতে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে নিচের পোস্টটি ফলো করতে পারেন।
ব্লগে সঠিক নিয়মে পোস্ট করতে নিচের স্টেপগুলো ফলো করুন
- প্রথমে আপনার ব্রাউজার ওপেন করুন এবং আপনার জিমেইল বা গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
- তারপর Blogger.com এ প্রবেশ করুন।
- Blogger.com এ প্রবেশের পর নিচের ছবির মতো “NEW POST” লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
- “NEW POST” লেখায় ক্লিক করার পর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে। নিচের ছবি ফলো করে সেখানে আপনি আপনার ব্লগ পোস্টের টাইটেল, পোস্ট থাম্বনেইল, পোস্ট কন্টেন্ট, পোস্ট লেবেল, পোস্ট কাস্টম লিংক, সার্চ ডেস্ক্রিপশন, ও অপশন সঠিকভাবে দিন।
- উপরের ছবি ফলো করে আপনি সহজেই ব্লগে পোস্ট পাবলিশ করতে পারবেন। উপরের ছবি অনুযায়ী নিচে বিস্তারিত দেওয়া হয়েছে। এগুলো ফলো করে পোস্ট এর যাবতীয় তথ্য সঠিকভাবে দিন।
- ১ নম্বরে আপনার পোস্টের টাইটেল দিন। যেমনঃ এই পোস্টের টাইটেল দেওয়া হয়েছে “ব্লগে পোস্ট করবেন যেভাবে”।
- ২ নম্বর বক্সে ছবিসহ পোস্ট কন্টেন্ট লিখুন। ছবি পোস্ট রিলেটেড দিবেন যাতে ভিজিটর ছবি দেখেই বুঝতে পারে পোস্ট কোন বিষয়ের উপর লিখা হয়েছে।
- ৩ নম্বরে পোস্টের লেবেল, ক্যাটাগরি বা বিষয় দিন। বিষয় পোস্টের সাথে মিল রেখে দিবেন। যেমনঃ এই পোস্ট ব্লগার নিয়ে তাই লেবেলে “ব্লগার” ব্যবহার করা হয়েছে।
- ৪ নম্বরে হলো লিংক অপশন। আপনি যদি ইংলিশে পোস্ট টাইটেল লিখেন তাহলে অটুমেটিক লিংক তৈরি হয়ে যাবে কিন্তু বাংলায় পোস্ট টাইটেল লিখলে আপনাকে লিংক তৈরি করে নিতে হবে। লিংক অবশ্যই ইংলিশে তৈরি করবেন।
- ৫ নম্বরে অপশনটি হলো সার্চ ডেস্ক্রিপশন বা মেটা ডেস্ক্রিপশন। এখানে আপনার পোস্ট সম্পৃক্ত কিছু সার্চ কিওয়ার্ড ব্যবহার করবেন। এতে আপনার পোস্ট সার্চ ইঞ্জিনে শো করবে।
- ৬ নম্বরে কমেন্ট অপশন পাবেন। সেখানে আপনার ইচ্ছা অনুযায়ী পোস্টে কমেন্ট অপশন হাইড ও শো করাতে পারবেন।
- সবকিছু সঠিকভাবে বসানোর পর নিচের ছবির মতো উপরের ডান দিকে “Publish” বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে পোস্ট ব্লগে শেয়ার করে দিন।
- “Publish” বাটনে ক্লিক করার পর আপনার সাইটে প্রবেশ করে চেক করে নিন পোস্ট প্রকাশ হয়েছে কিনা।
আপনি যদি উপরের সকল স্টেপ সঠিকভাবে ফলো করেন তাহলে আপনি সফলভাবে আপনার ব্লগে পোস্ট শেয়ার করতে পারবেন।
কোন প্রকার সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাকে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করবো।