আপনি যদি ফ্রিতে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে আগ্রহী হোন তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারণ এই পোস্টে দেখানো হয়েছে কিভাবে ব্লগার এর সাহায্যে ফ্রিতে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হয়।
ফ্রিতে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে যা লাগবে
ব্লগার এর সাহায্যে ফ্রিতে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হলে আপনার একটি গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট ছাড়া ফ্রিতে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা যাবেনা। তাই আপনার যদি গুগল অ্যাকাউন্ট না থাকে অবশ্যই একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করে নিন।
ফ্রিতে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে নিচের স্টেপগুলো ফলো করুন
- প্রথমে আপনার ব্রাউজারে প্রবেশ করুন এবং আপনার জিমেইল বা গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন।
- তারপর Blogger.com এ প্রবেশ করুন।
- এবার “CREATE YOUR BLOG” লেখায় ক্লিক করুন।
- তারপর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে। এখানে আপনার ব্লগের টাইটেল বা ব্লগের নাম দিতে হবে।
- “Title” এর জায়গায় আপনার ব্লগ বা ওয়েবসাইটের নাম দিন তারপর “NEXT” এ ক্লিক করুন।
- “NEXT” এ ক্লিক করার পর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে, যেখানে “Address” লেখা থাকবে।
- এবার এই “Address” এর জায়গায় আপনার ব্লগের ঠিকানা দিন। এই “Address” এর মাধ্যমেই ভিজিটর আপনার ব্লগে প্রবেশ করবে।
- ব্লগের ঠিকানা দেয়ার পর নিচের দিকে “SAVE” লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
- SAVE হয়ে গেলে আপনি সেখানে “There are no posts” লেখাটি দেখতে পাবেন। এই লেখা শো করলে বুঝতে পারবেন আপনি ফ্রিতে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হয়েছেন।
- এবার আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটে বাম দিকের মেনুতে থাকা “NEW POST” এ ক্লিক করে পোস্ট করা শুরু করতে পারেন।
উপরের স্টেপগুলো সঠিকভাবে ফলো করতে পারলে আপনি সহজেই ফ্রিতে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হবেন।
কোথাও কোন সমস্যা হলে কমেন্ট করে জানান। আমরা আপনাকে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করবো।