অ্যান্ড্রয়েড সফটওয়্যারটিপস এন্ড ট্রিকস

ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনার উপায়

স্মার্টফোনের এই যোগে প্রতিদিনই আমাদের ফোনে যোগ হয় নতুন নতুন ভিডিও এবং ছবি। মনে করুন আপনি একটা দর্শনীয় স্থানে ঘুরতে গেলেন। সেখানে প্রিয় মানুষগুলোর সাথে ক্যামেরা বন্ধি হলেন।

প্রয়োজনে দু-চারটা ভিডিও করলেন। কিন্তু হঠাৎ অযাচিত কারণে বা ভুলবশত ডিলিট করে ফেললেন সেই পছন্দের ছবি ও ভিডিওগুলো। এরকম মুহুর্তে মাথায় হাত দেয়া ছাড়া কি উপায় আছে?

হ্যাঁ, উপায় আছে। আপনি চাইলেই ফিরিয়ে আনতে পারেন ডিলিট হয়ে যাওয়া সেই ছবি ও ভিডিওগুলো। তার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না।

শুধুমাত্র গুগল প্লে-স্টোর থেকে ফটো রিকোবার, ভিডিও রিকোভার নামে সার্চ করে আপনার পছন্দমতো একটা সফটওয়্যার ইনস্টল করে নিন। নিচে আমরা একটি সফটওয়্যার এর লিংক দিয়েছি। সেটি আপনার ফোনে ইনস্টল করে নিন। তারপর পরবর্তী ধাপগুলি অনুসরণ করে ফিরিয়ে আনুন আপনার প্রিয় সেই ছবি ও ভিডিওগুলো।

[su_button url=”https://play.google.com/store/apps/details?id=com.defianttech.diskdigger&hl=en&gl=US” target=”blank” style=”default” size=”7″ wide=”yes” center=”yes” radius=”2″ icon=”icon: recycle”]রিকোভার অ্যাপ ডাউনলোড[/su_button]

ডিলিট হওয়া ছবি, ভিডিও ফিরিয়ে আনার জন্য

  • আপনি প্রথমে অ্যাপটি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিন।
  • এবার অ্যাপটি ওপেন করে নিন।
  • ওপেন করার পর অ্যাপে স্ক্যান করার অপশন দেখাবে, সেখানে ক্লিক করে দিন।
  • স্ক্যানিং শুরু হলে অপেক্ষা করুন।
  • স্ক্যান করা শেষ হোয়ে গেলে আপনার প্রয়োজনীয় ছবি অথবা ভিডিও রিকোভার করে নিন।

প্রিয় পাঠক, এই ছিলো ছোট্ট একটি আর্টিকেল ছবি ও ভিডিও রিকোভার নিয়ে। আপনি যদি এ বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে মতামত দিন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আর্টিকেল লিখবো, ধন্যবাদ।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।