ঈদুল আজহার ছুটি ২০২৩ – ঈদের ছুটি কয়দিন
জানুনঃ ২০২৩ সালের ঈদুল আজহা বা কোরবানি ঈদের সরকারি ছুটি কতদিন থাকবে, ঈদুল আযহা কবে হবে? কত তারিখ থেকে কত তারিখ ছুটি থাকবে।
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক ২০২৩ সালের ঈদুল আজহা বা কোরবানির ঈদ প্রায় আমাদের দুয়ারে কড়া নাড়ছে।
আজকের আর্টিকেলে আমি আলোচনা করেছি ঈদুল আজহার ছুটি ২০২৩ নিয়ে এবং জানাবো ঈদের ছুটি ২০২৩ কয়দিন থাকবে।
আশা করি যারা ঈদুল আজহার ছুটি ২০২৩ বা ঈদের ছুটি ২০২৩ কয়দিন দিবে তা জানতে চান, তাদের জন্যে এই আর্টিকেলটি উপকারে আসবে।
তাহলে চলুন জেনে নিই ২০২৩ সালের কোরবানির ঈদে কতদিন ছুটি দিবে।
ঈদুল আজহার ছুটি ২০২৩
২০২৩ সালের ক্যালেন্ডারে ঈদুল আজহার তারিখ ২৯শে জুন তারিখে দেখানো হয়েছে (ঈদ সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভরশীল)। সাধারণত ঈদ উপলক্ষে সরকারি বন্ধ ৩ দিন দিয়ে থাকে।
এর মানে ঈদুল আজহার ছুটি ২০২৩ শুরু হবে ২৮শে জুন থেকে এবং ২৯শে জুন ঈদুল আজহা হবে। তার সাথে ৩০শে জুন তারিখেও ঈদুল আজহা ২০২৩ এর বন্ধ থাকবে।
[box type=”success” align=”” class=”” width=””]মূলকথা, ২৮শে জুন, ২৯শে জুন ও ৩০শে জুন এই তিনদিন সরকারি ছুটি থাকবে। যদি ঈদের চাঁদ উল্লেখিত সময়ে উঠে তবে উপরের তারিখেই ঈদুল আজহার ২০২৩ সালের সরকারি ছুটি থাকবে।[/box]
ঈদুল আজহার ছুটি নিয়ে শেষ কথা
ঈদের সরকারি ছুটি ঈদের চাঁদের উপর নির্ভর করে দেয়া হয়। যদি ঈদের চাঁদ উপরে উল্লেখিত সময় না উঠে, তাহলে ঈদের ছুটির তারিখ পরিবর্তিত হবে।
আশা করি ঈদুল আজহার ছুটি ২০২৩ কবে ও ঈদের ছুটি ২০২৩ কয়দিন থাকবে তা জানতে পেরেছেন। ২০২৩ সালের ঈদুল আজহা কবে হবে তা জানতে এখানে ক্লিক করুন।
ঈদুল আজহার ছুটি নিয়ে যেকোন মতামত কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।