ইসলামিক পোস্ট

ঈদের চাঁদ ও নতুন চাঁদ দেখার দোয়া বাংলা ও আরবিতে

জানুনঃ চাঁদ রাতের দোয়া, চাঁদ দেখার দোয়া বাংলা, রমজানের চাঁদ দেখার দোয়া, ঈদের চাঁদের দোয়া, নতুন চাঁদ উঠলে দোয়া আরবি, ঈদের রাতের দোয়া।

আসসালামু আলাইকুম, আজকের আর্টিকেলে আমরা ঈদের চাঁদ ও নতুন চাঁদ দেখার দোয়া বাংলা ও আরবিতে জানবো। আসলে ঈদের চাঁদ দেখার দোয়া ও নতুন চাঁদ দেখার দোয়া একটিই।

বিশ্বনবী ও রাসুল সাঃ নতুন চাঁদ উঠলেই দোয়া করতেন। রোজার চাঁদ, ঈদের চাঁদ ও প্রতি মাসে চাঁদ উঠলে রাসুল সাঃ একই দোয়া পড়তেন।

ঈদের চাঁদ ও নতুন চাঁদ দেখার দোয়া বাংলা ও আরবিতে
ঈদের চাঁদ ও নতুন চাঁদ দেখার দোয়া বাংলা ও আরবিতে

ঈদের চাঁদ ও নতুন চাঁদ দেখার দোয়া আরবিতে

হাদিস থেকে জানা যায়- হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রা) থেকে বর্ণিত, রাসুল সাঃ যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন।

আরও পড়ুনঃ  জানুন জান্নাতে যাওয়ার সহজ ৫টি আমল

اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ

ঈদের চাঁদ ও নতুন চাঁদ দেখার দোয়ার বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ঈমানি, ওয়াসসালামাতি ওয়াল ইসলামি- রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

ঈদের চাঁদ ও নতুন চাঁদ দেখার দোয়ার বাংলা অর্থ

হে আল্লাহ! আপনি আমাদের জন্য এই চাঁদকে সৌভাগ্য ও ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন।
আল্লাহই আমার ও তোমার রব। (জামে তিরমিজি, হাদিস : ৩৪৫১)

আরও পড়ুনঃ  বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয় ২০২৪

উপরের এই চাঁদ দেখার দোয়াটি ছোট্ট হলেও, এতে রাসুল সাঃ নিজেদের সৌভাগ্য ও ঈমান দৃঢ় করার জন্য দোয়া করেছেন। সেই সাথে সবার জীবনে যেন শান্তি আসে সেজন্যেও দোয়া করেছেন।

রাসুল সাঃ শুধুমাত্র রমজানের ও ঈদের চাঁদ দেখেই এই দোয়া পড়তেন না, বরং তিনি প্রতি মাসের নতুন চাঁদ দেখলেই এই দোয়াটি পড়তেন।

আরও পড়ুনঃ  কোরবানির দোয়া জেনে নিন

আমাদের সকলেরই উচিৎ নতুন চাঁদ দেখা এবং সেই চাঁদ দেখে এই দোয়া পাঠ করে নিজেদের জন্য দোয়া করা। আল্লাহ সকলকে ভালো কাজে ও সৎ পথে থাকার তৌফিক দান করুন, আমিন।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।