ইসলামিক পোস্ট

বিতর নামাজ পড়ার নিয়ম, কত রাকাত ও কিভাবে পড়তে হয়?

জানুনঃ বিতর নামাজ পড়ার নিয়ম, কত রাকাত ও কিভাবে পড়তে হয়? বিতর নামাজের নিয়ত, বিতর নামাজের দোয়া, বিতর নামাজের সুরা।

বিতর কি? বিতর শব্দের অর্থ কি?

বিতর শব্দটি আরবি, বিতর শব্দের অর্থ হচ্ছে বিজোড়।

বিতরের নামাজ কয় রাকাত?

বিতর নামাজ মোট তিন রাকাত। কেউ আবার বিতর নামাজ এক রাকাত ও পরে থাকে। ইশার নামাজ আদায় করার পর বিতর নামাজ পড়া ওয়াজিব।

রমজান মাসে তারাবির নামাজ আদায় করার পর বিতর নামাজ জামাতে ইমামের সাথে পড়া যায়। বিতর নামাজ পড়ার ব্যাপারে নবী করিম (সা.) বিশেষ তাগিদ দিয়ে বলেছেন,

বিতর নামাজ পড়া আবশ্যক। যে ব্যক্তি বিতর নামাজ আদায় করবে না, আমাদের জামাতের সাথে তার কোনো সম্পর্ক নেই। (আবু দাউদ)

বিতর নামাজ পড়ার নিয়ম, কত রাকাত ও কিভাবে পড়তে হয়
বিতর নামাজ পড়ার নিয়ম, কত রাকাত ও কিভাবে পড়তে হয়?

বিতর নামাজ পড়ার নিয়ম

ফরজ নামাজের ন্যায় দুই রাকাত নামাজ পড়ে প্রথম বৈঠকে বসে তাশাহহুদ পাঠ করবেন। তারপর তৃতীয় রাকাতে সূরা ফাতিহা সাথে অন্য যে কোনো সূরা বা আয়াত মিলিয়ে শেষ করার পড় তাকবির বলে দুই হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবির তাহরিমার মতো হাত বাঁধবেন।

হাত বাঁধার পড় নিঃশব্দে দোয়া কুনুত পাঠ করবেন। তারপর পূর্বের মতো রুকু, সিজদার করবেন, তারপর তাশাহহুদ, দরূদ শরীফ, দোয়া মাছুরা পাঠ করে সালাম ফিরানোর মাধ্যমে বিতর নামাজ শেষ করবেন।

আরও পড়ুনঃ  আসর নামাজ কয় রাকাত? আসরের নামাজের নিয়ত ও নিয়ম

বিতর নামাজে দোয়া কুনুত নিয়ে সতর্কতা

আপনি যদি তৃতীয় রাকাতে দোয়া কুনুত না পড়ে সিজদায় চলে যান তাহলে নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে সাহু সিজদা করেলেই হবে।

আবার যদি আপনি ভুল করে প্রথম বা দ্বিতীয় রাকাতে দোয়া কুনুত পড়ে ফেললেও সাহু সিজদা করতে হবে। প্রত্যেকটা মুসলমান ভাই-বোনের জন্য বিতর নামাজ অনেক গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  আসর নামাজ কয় রাকাত? আসরের নামাজের নিয়ত ও নিয়ম

শেষ কথাঃ আশা করি আমাদের আর্টিকেলটি আপনাদের সঠিক ভাবে বিতর নামাজ আদায় করার জন্য সাহায্য করবে। আল্লাহ তায়ালা সকল উম্মাত মুসলিমকে নিয়মিত বিতরের নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

কাউসার আহমাদ

ধর্মীয় জ্ঞান সবার সম্মূখে নিয়ে আসার ক্ষুদ্র প্রচেস্টা :-)

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।