আসর নামাজ কয় রাকাত? আসরের নামাজের নিয়ত ও নিয়ম
জানুনঃ আসর নামাজ কয় রাকাত ও কি কি? আসরের নামাজের নিয়ম, আসর নামাজের নিয়ত, আসরের নামাজ পড়ার নিয়ম, আসরের নামাজ কিভাবে পড়ে?
আসর নামাজ কয় রাকাত ও কি কি
আসরের নামাজ মোট আট রাকাত। চার রাকাত সুন্নত এবং চার রাকাত ফরজ।
ধারাবাহিকতার সাথে প্রত্যেক সালাত আদায় করতে হয়। আসরের নামাজের ও ধারাবাহিকতা আছে। প্রথম চার রাকাত হলো সুন্নত পরের চার রাকাত ফরজ।
আসরের নামাজ মোট আট রাকাত আদায় করতে হয়। চার রাকাত সুন্নত, চার রাকাত ফরজ একই ভাবে পড়তে হয়।
আসরের চার রাকাত সুন্নত নামাজের আরবি নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعَصْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
আসরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত বাংলা উচ্চারণ
নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর
আসরের চার রাকাত সুন্নত নামাজের বাংলা নিয়ত
আছরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।
আসরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম
প্রথমে সালাত আদায় করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজের দোয়া এবং চার রাকাত নামাজের নিয়ত পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সানা পড়তে হবে।
তারপর সূরা ফাতিহা পাঠ করবেন এবং সাথে অন্য সূরা মিলিয়ে পাঠ করবেন। সূরা শেষ করে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি যেকোনো বিজোড় সংখ্যা পাঠ করতে পারবেন।
তারপর সামি আল্লাহু লেমান হামিদাহ রাব্বানা লাকাল হামদ বলে সিজদাহ করবেন। সিজদায় গিয়ে সুভানা রাব্বিয়াল আলা ৩/৫ বার পাঠ করবেন। পুনরায় আবার আল্লাহু আকবার বলে সিজদাহ করবেন।
এভাবেই দ্বিতীয় রাকাত সালাত আদায় করবেন। সিজদাহ করার পর তাশাহহুদ পাঠ করবেন। দ্বিতীয় রাকাত শেষ হওয়ার পর তৃতীয় রাকাত নামাজ শেষ করবেন সূরা ফাতিহা সূরার সাথে অন্য যে কোনো সূরা মিলিয়ে।
চতুর্থ রাকাত অন্য রাকাতের মতোই আদায় করার পরে সিজদাহ করবেন তারপর তাশাহহুদ, দরূদ শরীফ, দোয়ায়ে মাছুরা পাঠ করে সালাম ফেরাবেন। সালাম ফেরানোর আগে প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে তাকাবেন।
আসরের চার রাকাত ফরজ নামাজের আরবি নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعَصْرِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ
নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল আসরি ফারদুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর। (ঈমামের পিছনে পড়লে ফারদীল্লা-হি তাআ’লা বলার পরে ইকতাদাইতু বিহা-যাল ইমাম বলবে)।
আসরের চার রাকাত ফরজ নামাজের বাংলা নিয়ত
আছরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।
আসরের চার রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম
প্রথমে সালাত আদায় করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজের দোয়া এবং চার রাকাত নামাজের নিয়ত পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সানা পড়তে হবে।
তারপর সূরা ফাতিহা পাঠ করবেন এবং সাথে অন্য সূরা মিলিয়ে পাঠ করবেন। সূরা শেষ করে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি যেকোনো বিজোড় সংখ্যা পাঠ করতে পারবেন।
তারপর সামি আল্লাহু লেমান হামিদাহ রাব্বানা লাকাল হামদ বলে সিজদাহ করবেন। সিজদায় গিয়ে সুভানা রাব্বিয়াল আলা ৩/৫ বার পাঠ করবেন। পুনরায় আবার আল্লাহু আকবার বলে সিজদাহ করবেন।
এভাবেই দ্বিতীয় রাকাত সালাত আদায় করবেন। সিজদাহ করার পর তাশাহহুদ পাঠ করবেন। দ্বিতীয় রাকাত শেষ হওয়ার পর তৃতীয় রাকাত নামাজ শেষ করবেন সূরা ফাতিহা সূরার সাথে অন্য যে কোনো সূরা মিলিয়ে।
চতুর্থ রাকাত অন্য রাকাতের মতোই আদায় করার পরে সিজদাহ করবেন তারপর তাশাহহুদ, দরূদ শরীফ, দোয়ায়ে মাছুরা পাঠ করে সালাম ফেরাবেন। তারপর মোনাজাত ধরতে হবে।
আসরের নামাজ নিয়ে শেষ কথা
এই আর্টিকেলে আমরা আসরের নামাজ পড়ার নিয়ম, নিয়ত ও কয় রাকাত তা উল্লেখ করেছি। কিভাবে নামাজ পরবেন কোন সূরা দিয়ে পড়বেন তাও উল্লেখ করেছি।
আশা করি আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের আসরের নামাজ আদায় করার মাঝে সহয়তা করবে। আল্লাহ তায়ালা সবাইকে সঠিক নিয়মে নামজ আদায় করার তওফিক দান করুন। আমিন।