ইসলামিক পোস্ট

কোরবানির দোয়া জেনে নিন

ছাগল জবাই করার দোয়া, কোরবানির দোয়া আরবি, গরু জবাই করার দোয়া, মুরগী জবাই করার দোয়া, কোরবানির দোয়া অর্থ আকিকার পশু কোরবানির দোয়া pdf।

আমরা মুসলিমরা কোরবানির ঈদে কোরবানি দিয়ে থাকি, কিন্তু অনেকেই আছি যারা কোরবানি দেয়ার দোয়া জানিনা। যদিও কোরবানি দেয়ার সময় শুধু ‘বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার’ পড়ে পশু জবাই করলেও কোরবানি সহিহ হয়ে যায়। (আবু দাউদ, হাদিস : ২৮১০)

তবে আমাদের কাছে সুযোগ যেহেতু আছে, তাহলে কেন দোয়া না পড়েই কোরবানি করবো?

আমি এই আর্টিকেলে কোরবানির দোয়া আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ সহ উল্লেখ করেছি। কোরবানির দোয়া ছাড়াও অন্য কেউ কোরবানি করলে বা আপনি অন্য কারো পশু জবাই করার সময় কোন দোয়া পড়বেন সেটিও উল্লেখ করেছি।

আরও পড়ুনঃ  কুরবানির পশু জবাই করার নিয়ম, পদ্ধতি ও দোয়া

কোরবানির দোয়া আরবিতে

 وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

কোরবানির দোয়ার বাংলা উচ্চারণ

উচ্চারণ: ‘ইন্নি ওয়াজ জাহতু ওয়াজ হিয়া লিল্লাযি ফাতারাছ ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহ ইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাবিবল আলামিন। লা শারিকা লাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, বিসমিল্লাহি আল্লাহু আকবার।

কোরবানির দোয়ার বাংলা অর্থ

অর্থ : ‘নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে সেই মহান সত্তার অভিমুখী হলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্গত নই। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সবই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর জন্য নিবেদিত। তাঁর কোনো শরিক নেই। আমি এ কাজের জন্য আদিষ্ট হয়েছি। আর আমি আত্মসমর্পণকারীদের একজন। হে আল্লাহ! তোমার পক্ষ থেকে, তোমার জন্য। আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে মহান। সুত্র : আবু দাউদ, হাদিস : ২৭৯৫; ইবনে মাজাহ, হাদিস : ৩১২১

আরও পড়ুনঃ  সেহরির দোয়া ও নিয়ত বাংলা ও আরবি উচ্চারণ সহ

উল্লেখ্য, শুধু ‘বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার’ পড়ে পশু জবাই করলেও কোরবানি সহিহ হয়ে যায়। (আবু দাউদ, হাদিস : ২৮১০)

যদি কেউ উপরের দোয়াটি না পারে তাবে এই ছোট্ট অংশটুকু পরলে হবে-

بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।

নিজের পশু নিজে কোরবানি করলে পশু জবাই করার পর এই দোয়া পড়বেন-

اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِّى كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم

আরও পড়ুনঃ  কোরবানির বিধিবিধান ও কুরবানির পশু বাছাইয়ের নিয়ম

বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইব্রাহিম।

অন্য কেউ কোরবানি করলে বা আপনি অন্য কারো পশু জবাই করার সময় এই দোয়া পড়বেন-

اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِكَ-مِنْكُمْ كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم

বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা তাকাব্বালহু মিনকা-মিনকুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইব্রাহিম।

উল্লেখ্য, যদি কেউ একাকি কোরবানি দেয় বা নিজে জবাই করে তাহলে বলবেন মিন্নি; আর যদি অন্য কারো পশু জবাই করে তাহলে বলবেন “মিনকা-মিনকুম” বলে যারা কোরবানি আদায় করেছে তাদের নাম বলবেন।

আল্লাহ তায়ালা সকল মুসলিম উম্মাহকে উল্লেখিত নিয়মে কোরবানি পশু জবাই করার তাওফিক দান করুন এবং সবার কোরবানি কবুল করুন। আমিন।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।