টেক জ্ঞানসেরা ৫

১০০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ – ১০ হাজারে সেরা ৫টি স্মার্টফোন

যারা ২০২৩ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ও ভালো মোবাইল কিনতে চাচ্ছেন, তাদের জন্যেই এই আর্টিকেল। এই আর্টিকেল পড়ার পর আপনি দশ হাজার টাকা বাজেটে সেরা মোবাইল চয়েজ করতে পারবেন।

সূচিপত্র দেখুন

আমাদের দেশে সকল মানুষের কাছে ১০ হাজার টাকার মধ্যে স্মার্টফোনের চাহিদা ব্যাপক। কম টাকায় ভালোমানের ফোন হলে তো কথায় নাই। আর এইসব বিবেচনা করে আজ আমরা নিয়ে এসেছি, ১০ হাজারের মধ্যে সেরা কিছু স্মার্টফোনর

যাদের মধ্যে রয়েছে- শাওমি, রিয়েলমি, সামসং , ওয়ালটন এর বেশ জনপ্রিয় কিছু স্মার্টফোন। তো চলুন দেখে নেওয়া যাক ১০ হাজারের মধ্যে সেরা স্মার্টফোন এর সমন্ধে।


১। আইটেল ভিশন ৫ – itel Vision 5

আইটেল কোম্পানির ফোনগুলো কম বাজেটে অনেক ফিচারিং থাকায় এই ফোনগুলো মানুষের আকৃষ্ট করেছে। এটি তার ব্যতিক্রম নয়। ফোনটিতে পারফর্মেন্সের জন্য একটি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফলে এই ফোন দিয়ে সহজেই টুকিটাকি কাজ করে নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি এবং ফোনটিকে চার্জ করার জন্য এতে দেওয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।

আরও পড়ুনঃ  ৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ - ৫০০০ হাজার টাকায় সেরা স্মার্টফোন বাংলাদেশে

আইটেল ভিশন ৫ ফোনটির বডি দেখতে পাতলা ও বেশ স্টাইলিশ। সামনে আছে ৬.৬ ইঞ্চির ওয়াটারড্রপ ডিসপ্লে। এছাড়া ফোনটিতে পেয়ে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ।

এছাড়া আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বাড়াতে পারবেন। সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ফোনে দেওয়া হয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্টের সুবিধা।

ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ পেয়ে যাবেন। যাতে প্রাইমারি ক্যামেরা হিসেবে এতে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। তাই ১০ হাজার টাকা বাজেটে ফোনটি বেশ ভালো ফিচার নিয়েই বাজারে প্রতিযোগিতায় নেমেছে।

আইটেল ভিশন ৫ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টা-কোর
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার

আইটেল ভিশন ৫ এর বাংলাদেশ দামঃ ৯,৬৯০ টাকা


২। ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি – Infinix Smart 6 HD

১০ হাজার টাকা বাজেটে বেশ ভালো মানের এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে নিয়ে বাজারে এসেছে ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোন। ৬.৬ ইঞ্চির বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করায় কন্টেন্ট দেখে মজা পাবেন।

এছাড়া পারফর্মেন্সের জন্য এতে ইউনিসকের একটি অক্টাকোর চিপ ব্যবহার করা হয়েছে। হালকা কাজগুলো বেশ সুন্দরভাবে করে ফেলতে পারবেন। এছাড়া ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি স্মার্টফোন এ আছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ।

এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি এবং ফোনটি চার্জ করার জন্য এতে আছে ফাস্ট চার্জিং ব্যবস্থা। এই ফোনটিতে র‍্যাম হিসেবে আছে ২ জিবি আর স্টোরেজ হিসেবে ৩২ জিবি।

আরও পড়ুনঃ  পোকোর নতুন ফোন ১৪ হাজারে ৪জিবি র‍্যাম

ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক এসসি ৯৮৬৩ এ
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি এর বাংলাদেশ দামঃ ৯,৪৯৯ টাকা


৩। ইনফিনিক্স হট ১০ প্লে – Infinix Hot 10 play

কম বাজেটের মধ্যে আরেকটি সেরা স্মার্টফোন এর নাম হচ্ছে- ইনফিনিক্স হট ১০ প্লে। এই ফোনেও আপনি পেয়ে যাবেন ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

তাছাড়া এই ফোনে প্রসেসর হিসেবে এতে ব্যবহৃত হয়েছে হেলিও জি ২৫ চিপ। যার দিয়ে আপনি ভালোভাবেই টুকটাক কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। এছাড়া ৬.৮২ ইঞ্চির বেশ বড় স্ক্রিন আছে এই ফোনে।

স্ক্রিনের কোয়ালিটি বেশ ভালো হওয়ায় কন্টেন্ট দেখেও আরাম পাওয়া যাবে। পিছনে আছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা।

ফোনটির আরেকটি আকর্ষণীয় দিক এর ৬০০০ মিলিএম্প ব্যাটারি। এই দামে এত বড় ব্যাটারি আর কেউ দিচ্ছে না। সারাদিন খুব ভালোভাবেই চালাতে পারবেন এই ফোনটি। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে। সব মিলিয়ে ১০ হাজার টাকা বাজেটে বেশ ভালো একটি প্যাকেজ এটি।

ইনফিনিক্স হট ১০ প্লে এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
  • মেইন ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প

ইনফিনিক্স হট ১০ প্লে এর বাংলাদেশ দামঃ ৯,৯৯০ টাকা


৪। স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর – Samsung Galaxy A03 Core

যারা চাচ্ছেন যে, কম দামে ব্র‍্যান্ডের স্মার্টফোন নিতে তারা এই ফোনটি কিনতে পারেন। স্যামসাং কোম্পানি এতো কম দাম এ বেশ ভালো মানের ফিচার দিয়েছে এই ফোনটিতে।

ডিসপ্লে হিসেবে এতে আছে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। পারফর্মেন্সের জন্য আছে ইউনিসকের অক্টাকোর চিপ। সেই সাথে গো এডিশনের অপারেটিং সিস্টেম থাকায় ফোনটি বেশ স্মুথভাবে কাজ করে।

পিছনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরাও রয়েছে। স্যামসাং এর ফোন হওয়ায় ফোনটির ইউআই বেশ ভালো। এছাড়া ফোনটিতে থাকছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি। ফোনটি ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজে পাবেন। এছাড়া মাইক্রোইউএসবি ব্যবহার করতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক এসসি ৯৮৬৩এ
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর বাংলাদেশ দামঃ ৯,৯৯৯ টাকা


৫। রেডমি এ১ – Redmi A1

১০ হাজার টাকা বাজেটের মধ্যে সবথেকে সুন্দর ও স্টাইলিশ দেখতে এই ফোন। ফোনটির ডিজাইন দেখলে প্রিমিয়াম ফোন মনে হবে, পিছনে চামড়ার মতো টেক্সচার ব্যবহার করায় ধরে বেশ আরাম লাগবে।

পারফর্মেন্সের ক্ষেত্রেও পিছিয়ে নেই। আছে মিডিয়াটেকের হেলিও এ২২ চিপ। সাথে ক্লিন অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন পাবেন। ফলে ইউআই বেশ স্মুথ কাজ করবে। ডিসপ্লেটিও বেশ উজ্জ্বল ও ভালো কোয়ালিটির।

পিছনে ডুয়াল ক্যামেরা দেয়া হয়েছে যার মেইন লেন্স ৮ মেগাপিক্সেলের চলনসই ছবি তুলতে পারে। তাছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারিও আছে। সব মিলিয়ে ফোনটি খুব ভালো স্পেক ও ডিজাইন দিচ্ছে এই কম বাজেটেই। ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ অপশনে পাবেন ফোনটি।

রেডমি এ১ এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
র‍্যামঃ ২ জিবি
স্টোরেজঃ ৩২ জিবি
ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রেডমি এ১ এর বাংলাদেশ দামঃ ৯,৯৯৯ টাকা


শেষ কথাঃ ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি মোবাইলের মধ্যেভআপনাদের কাছে কোন ফোনটি বেশি আকর্ষণীয় লেগেছে? তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের আর্টিকেল চান সেটিও আমাদের জানাতে পারেন। প্রযুক্তির সকল প্রকার আপডেট পেতে বাংলা টেকস্পট এর সাথেই থাকুন। ধন্যবাদ।

এস এম সাজিজুল

বাংলায় জানো, বাংলায় জানাও। প্রযুক্তির জ্ঞান বাড়াও!

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।