টেলিকম

সকল সিমে আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালুর নিয়ম

বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, রবি ও টেলিটকের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ।

সকল সিমের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ অফার

বর্তমানে দেশের সকল সিম অপারেটর আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করেছে। গ্রামীনফোন, বাংলালিংক, রবি এয়ারটেল সহ টেলিটকও আনলিমিটেড ইন্টারনেট প্যাক নিয়ে এসেছে।

আমরা সকল সিমের আনলিমিটেড ইন্টারনেট প্যাক নিয়ে আর্টিকেল প্রকাশ করবো, যাতে সব সিমের ব্যবহারকারীরা তাদের ব্যবহার করা সকল সিমের আনলিমিটেড ইন্টারনেট প্যাক সমন্ধে জানতে পারে।

এই আর্টিকেলে সকল সিমের আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। উল্লেখ্য যে, এই আনলিমিটেড প্যাকগুলোর নাম আনলিমিটেড হলেও এগুলোর ডাটা ও মেয়াদের সীমা আছে।

এখম অনেকে বলতে পারেন, তাহলে কিভাবে আনলিমিটেড হলো? এখন এই প্রশ্নের উত্তর বিটিআরসি ও সকল সিম অপারেটর দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন।

গ্রামীনফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ অফার

গ্রামীনফোন আনলিমিটেড ইন্টারনেট ও আনলিমিটেড পরিমাণের বা ভলিউম এর দুইটি প্যাক নিয়ে এসেছে।

প্রথমে চলুন জানি গ্রামীণফোনের আনলিমিটেড ইন্টারনেট প্যাক সম্পর্কে।

৩৮৪৪ দিন মেয়াদের দুইটি আনলিমিটেড ইন্টারনেট প্যাক এনেছে গ্রামীণফোন, এর মধ্যে একটি হলো ১৫জিবি মেয়াদের অন্যটি হলো ৪০জিবি মেয়াদের।

আরও পড়ুনঃ  এয়ারটেল মিনিট চেক কোড ২০২৪ - Airtel Minute Check Code 2024

১৫ জিবি ইন্টারনেট এর বর্তমান দাম রাখা হয়েছে ৫৪৯ টাকা এবং ৪০জিবি ইন্টারনেট এর দাম রাখা হয়েছে ১১৯৯ টাকা।

গ্রামীনফোন এর এই দুইটি প্যাক কোড ডায়াল করে এবং মাইজিপি অ্যাপ থেকেও ক্রয় করা যাবে। আবার চাইলে রিচার্জ করেও আনলিমিটেড এই প্যাকগুলো চালু করতে পারবেন।

গ্রামীনফোনের আনলিমিটেড ইন্টারনেট প্যাকঃ

ডাটা ভলিউমদামকেনার কোড
১৫ জিবি৫৪৯ টাকা*121*3088#
৪০ জিবি১১৯৯ টাকা*121*3018#

উপরে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক নিয়ে আলোচনা করেছি, এবার চলুন জানি আনলিমিটেড ভলিউম বা পরিমাণের ইন্টারনেট প্যাক নিয়ে।

গ্রামীণফোনের আনলিমিটেড ভলিউম এর দুইটি ইন্টারনেট প্যাক রয়েছে। ২ ঘন্টা ও ৩ ঘন্টার মেয়াদী এই প্যাক দুটি কিনলে আনলিমিটেড পরিমাণে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এই প্যাকগুলোও আপনি মাই জিপি অ্যাপ থেকে কিনতে পারবেন, আবার কোড ডায়াল করে এবং রিচার্জ করেও কিনে নেয়া যাবে।

২ ঘন্টার আনলিমিটেড ইন্টারনেট প্যাকের দাম হলো ২৩ টাকা ও ৩ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট প্যাকের দাম দাম রাখা হয়েছে ৩৪টাকা।

মেয়াদদামসর্বোচ্চ ব্যবহারকেনার কোড
২ ঘন্টা২৩ টাকা৮ জিবি*121*3309#
৩ ঘন্টা৩৪ টাকা১২ জিবি*121*3312#

বাংলালিংক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ অফার

বাংলালিংক সিমের ব্যবহারকারীরা আনলিমিটেড মেয়াদের দুইটি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।

বাংলালিংকের এই দুইটি আনলিমিটেড ইন্টারনেট প্যাকের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর।

আরও পড়ুনঃ  বাংলালিংক ফ্রি নেট - বাংলালিংক স্পেশাল অফার ২০২৩

বাংলালিংকের আনলিমিটেড ইন্টারনেট প্যাকে থাকছে ১৫জিবি ও ৪০জিবির দুইটি প্যাক।

১৫জিবি আনলিমিটেড ইন্টারনেট প্যাকের দাম ৫৪৭ টাকা ও ৪০জিবি ইন্টারনেট প্যাকের দাম ১১৯৯ টাকা।

১৫জিবি ও ৪০ জিবির দুইটি আনলিমিটেড অফারের বিস্তারিত নিচেঃ

ডাটা ভলিউমদামকেনার কোড
১৫ জিবি৫৪৭ টাকা*121*547#
৪০ জিবি১১৯৯ টাকা*121*1199

উপরের দুটি প্যাক ছাড়াও বাংলালিংকের আরও দুটি প্যাক রয়েছে।

দুটি প্যাকের মধ্যে একটির মেয়াদ ২ ঘন্টা এবং অপরটির মেয়াদ হলো ৩ ঘন্টা।

২ ঘন্টা মেয়াদের ৪জিবি ইন্টারনেট প্যাকটির বর্তমান মূল্য হলো ২২ টাকা এবং ৩ ঘন্টা মেয়াদের ৬জিবি ইন্টারনেট প্যাকের দাম হলো ৩৩টাকা।

২ ঘন্টা ও ৩ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট প্যাক কেনার কোড নিম্নেঃ

মেয়াদদামকেনার কোড
২ ঘন্টা২২ টাকা*121*22#
৩ ঘন্টা৩৩ টাকা*121*33#

টেলিটক সিমের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ অফার

বাংলাদেশে প্রথম আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট চালু করেছিল টেলিটক সিম। টেলিটক আনলিমিটেড ইন্টারনেট এর দুইটি প্যাক অফার করছে।

১২৭ টাকায় ৬জিবি ও ৩০৯ টাকায় ২৬জিবির দুটি প্যাক কিনে ব্যবহার করতে পারবেন টেলিটক ব্যবহারকারীরা।

টেলিটকে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট কেনা খুবই সহজ। নিম্নে উল্লেখিত পরিমাণ টাকা রিচার্জ করলে টেলিটকে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক কেনা হয়ে যাবে।

আরও পড়ুনঃ  রবিতে মিনিট চেক করার কোড ২০২৪ - Robi Minute Check Code 2024
ডাটা ভলিউমদাম
৬ জিবি১২৭ টাকা
২৬ জিবি৩০৯ টাকা

রবি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ অফার

অন্য সকল সিমের মতো রবি সিমেও আনলিমিটেড ইন্টারনেট প্যাক আছে। রবিতে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকের সাথে আনলিমিটেড ভলিউমের ইন্টারনেট প্যাক আছে।

রবি সিমে আনলিমিটেড ইন্টারনেটের তিনটি প্যাক আছে। প্যাকগুলোর মধ্যে ১০জিবি, ২০জিবি ও ৫০জিবি আনলিমিটেড  মেয়াদের তিনটি প্যাক রয়েছে।

রবির এইসব ইন্টারনেট প্যাক সর্বোচ্চ ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত মেয়াদ থাকবে।

৪৪৪ টাকায় মেয়াদহীন ১০ জিবি প্যাক কেনা যাবে। রবির ১০জিবি আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট প্যাকটি কিনতে হলে *123*0444# ডায়াল করতে হবে।

রবির ২০জিবি আনলিমিটেড ইন্টারনেট প্যাকের দাম হলো ৭৭৭ টাকা। এই ২০ জিবির ইন্টারনেট প্যাকটি কিনতে হলে *123*0777# ডায়াল করতে হবে।

রবি সিমের ৫০জিবি আনলিমিটেড  মেয়াদ ইন্টারনেট এর বর্তমান মূল্য হলো ১৪৪৪ টাকা। ৫০জিবির এই প্যাকটি ১৪৪০ টাকায় কিনতে হলে *123*1444# কোড ডায়াল করতে হবে।

রবি সিমের আনলিমিটেড এমবি অফার নিম্নেঃ

ডাটা ভলিউমদামকেনার কোড
১০ জিবি৪৪৪ টাকা*123*0444#
২০ জিবি৭৭৭ টাকা*123*0777#
৫০ জিবি১৪৪৪ টাকা*123*1444# 

রবির উল্লেখিত আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক ছাড়াও আরো বেশ কিছু আনলিমিটেড ইন্টারনেট প্যাক আছে। বর্তমানে ২ ঘন্টা ও ৩ ঘন্টা মেয়াদের আনলিমিটেড প্যাক অফার করছে রবি।

২ ঘন্টা মেয়াদের প্যাকটির বর্তমান মূল্য ২৩ টাকা। এই প্যাকটি কেনার জন্যে *123*23# কোড ডায়াল করতে হবে।

অন্যদিকে ৩ ঘন্টা মেয়াদী রবির আনলিমিটেড ইন্টারনেট প্যাক কেনা যাবে ৩৪ টাকা দিয়ে, এই প্যাকটি কেনার জন্যে *123*34# ডায়াল করতে হবে।

রবির আনলিমিটেড ইন্টারনেট প্যাক নিম্নেঃ

মেয়াদদামকেনার কোড
২ ঘন্টা২৩ টাকা*121*23#
৩ ঘন্টা৩৪ টাকা*121*34#

এয়ারটেল আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ অফার

এয়ারটেলে ঘন্টাভিত্তিক আনলিমিটেড ইন্টারনেট প্যাক রয়েছে। আপনি সহজেই এই অফারগুলো মাই এয়ারটেল অ্যাপ থেকে কিনতে পারবেন।

এয়ারটেলে ১ ঘন্টার আনলিমিটেড ইন্টারনেট প্যাকের দাম ১৫ টাকা, এবং ৩ ঘন্টার আনলিমিটেড ইন্টারনেট প্যাকের দাম ২৭ টাকা।

এয়ারটেল আনলিমিটেড ইন্টারনেট অফারঃ

মেয়াদদামকেনার মাধ্যম
১ ঘন্টা১৫ টাকামাই এয়ারটেল অ্যাপ
৩ ঘন্টা২৭ টাকামাই এয়ারটেল অ্যাপ

শেষ কথাঃ এই আর্টিকেলে আমি চেষ্টা করেছি সংক্ষেপে সকল সিম এর আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করার নিয়ম নিয়ে।

প্রত্যাকটি সিমের আনলিমিটেড ইন্টারনেট প্যাক সম্পর্কে বিস্তারিত জানতে টেলিকম ক্যাটাগরির পোস্টগুলো দেখতে পারেন। আর্টিকেল নিয়ে যেকোন মতামত জানাতে কমেন্ট করুন, ধন্যবাদ।

সম্পর্কিত আর্টিকেল

১৪টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।