এয়ারটেল সিমের সকল কোড নাম্বার, এমবি, টাকা, মিনিট দেখার কোড
এয়ারটেল সিমের সকল কোড-নাম্বার, এমবি, টাকা, মিনিট দেখার কোড, এয়ারটেলের সকল প্রয়োজনীয় কোড জানতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন।
প্রথমে এয়ার্টেল সিম সম্পর্কে সকল বিস্তারিত জানুন।
২০০৫ সালের ডিসেম্বরে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল এলএলসি ৫ কোটি ডলার এর বিনিময়ে বিটিআরসি থেকে বাংলাদেশের ৬ষ্ঠ জিএসএম মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা হিসাবে অনুমতিপত্র পায়।
১০ মে, ২০০৭ সালে ৬১টি জেলায় মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানের মাধ্যমে এবং ৭০% জনসমষ্টিকে ঘিরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১০ সালের জানুয়ারিতে ওয়ারিদ ১ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে ভারতের ভারতী এয়ারটেল নিকট কোম্পানির ৭০% অংশীদারিত্ব বিক্রি করে।
পরবর্তীতে যা এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নাম ধারণ করে। ভারতী প্রস্তাবের মধ্যে ছিল কোম্পানির নতুন শেয়ার তৈরির জন্য ৩০ কোটি মার্কিন ডলারের প্রাথমিক বিনিয়োগ করার।
বিটিআরসি ৪ জানুয়ারি ২০১০ তারিখে এই চুক্তিকে অনুমোদন করে। একই বছরের ২০ ডিসেম্বর তা এয়ারটেল নামে সেবা প্রদান শুরু করে।
মার্চ ২০১৩ সালে, ওয়ারিদ তার বাকী ৩০% শেয়ার ভারতী এয়ারটেলের মালিকানাধীন সিঙ্গাপুর ভিত্তিক ভারতি এয়ারটেল হোল্ডিংস পিটি লিমিটেডের কাছে ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে।
২০১৬-এর জানুয়ারিতে রবি এবং এয়ারটেল বাংলাদেশ ঘোষণা করে যে তারা তাদের অপারেটরকে এওত্রিত করতে চায়, এবং যৌথ সত্তাটি রবি নামে পরিচিত হবে। ১৬ নভেম্বর ২০১৬ সালে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা রবি যাত্রা শুরু করে।
এয়ার্টেল সিম এর বিশেষ কোড সমূহঃ
ব্যালেন্স চেক/বকেয়া বিল জানতে ডায়াল করুনঃ *1#
নিজ মোবাইল নাম্বার দেখা জানতে ডায়াল করুনঃ *2#
ডাটা এম্বি চেক করতে ডায়াল করুনঃ *3#
ইন্টারনেট প্যাক কেনার জন্য ডায়াল করুনঃ *4#
জনপ্রিয় ভ্যাস বন্ধ ও চালু করতে ডায়াল করুনঃ *5#
নিজ প্যাকেজ ও কল ট্যারিফ জানতে ডায়াল করুনঃ *6#
প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু করতে ডায়াল করুনঃ *7#
প্রিপেইড এয়ার ক্রেডিট এর জন্য ডায়াল করুনঃ *8#
সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধের রিকোয়েস্ট জানাতে ডায়াল করুনঃ *9#
মিনিট বান্ডেল নিতে ডায়াল করুনঃ *0#
এয়ার্টেল এর সকল অফার সম্পর্কে জানতে ও সার্ভিস পেতে ডায়াল করুনঃ *121#। এই নাম্বার এর মাধ্যমে সকল প্রকার সার্ভিস উপভোগ করতে পারেন অথবা উপরে দেয়া কোড সমূহর মাঝ থেকে আপনার প্রয়োজনীয় কোড ডায়াল করতে পারেন।