গ্রামীণফোন সিমের সংক্ষিপ্ত পরিচিতি
বাংলাদেশের অন্যতম ও জনপ্রিয় সিম কোম্পানী হলো গ্রামীণফোন। দেশের টেলিকম যাত্রার শুরু থেকেই এই সিমের যাত্রা।
গ্রামীণফোন নরওয়েভিত্তিক কোম্পানি টেলিনর এর একটি জিএসএম ভিত্তিক একটি মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি যা বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।
১৯৯৭ সালের ২৬ মার্চ থেকে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। নরওয়ের কোম্পানি টেলিনর গ্রামীণফোনের ৫৫.৮ শতাংশ শেয়ারের মালিক। গ্রামীণফোন বাংলাদেশের অন্যতম মুঠোফোন সেবাদাতা কোম্পানি। (উইকিপিডিয়া)
Grameen number check code
অনেক সময় আমাদের ব্যবহার করা গ্রামীন সিমের নাম্বার জানার বা চেক করার প্রয়োজন হয়। যেমনঃ গ্রামীন সিমে টাকা রিচার্জ করার সময়, কাউকে নিজের নাম্বারটি দেয়ার সময় ও ইত্যাদি কারণে আমাদের নিজের নাম্বার জানতে হয়।
আপনি যদি গ্রামীনফোন সিমের ব্যবহার করে থাকেন, তাহলে গ্রামীন সিমের নাম্বার চেক করার কোড জানা আপনার জন্য বেশ জরুরি।
খুব সহজেই একটি কোড ডায়াল করে গ্রামীণ সিমের নাম্বার চেক করা যায়। কিভাবে চেক করে চলুন জেনে নেই।
গ্রামীন নাম্বার দেখার কোড
গ্রামীন সিমের নাম্বার চেক করার কোড হলো *2#। আপনি খুব সহজেই আপনার যেকোন মোবাইল থেকে *2# ডায়াল করলেই গ্রামীন সিমের নাম্বার দেখতে পারবেন।
গ্রামীন সিমের নাম্বার দেখার জন্য আপনাকে আপনার স্মার্টফোন বা বাটন ফোনে *2# ডায়াল করতে হবে।
যদি দুটি সিম ব্যবহার করেন, তাহলে অবশ্যই মনে করে যেই সিমের নাম্বার দেখতে চান সেটির মাধ্যমে নাম্বারটি ডায়াল করবেন।
যদি আপনার ফোনের নেটওয়ার্ক ভালো থাকে, তাহলে ৩ থেকে ১০ সেকেন্ডের মধ্যেই আপনার সামনে আপনার নাম্বারটি ভেসে উঠবে।
নিজের সিমের নাম্বার মুখস্ত রাখা বা কোথাও লিখে রাখা খুবই ভালো অভ্যাস। কারণ সব সময় সিম নিজের কাছে নাও থাকতে পারে।
আপনি যদি একটু ট্রিকি হোন, তাহলে গুগল প্লেস্টোর থেকে মাই জিপি অ্যাপটি নামিয়ে নিন, এবং আপনার গ্রামীন সিম দিয়ে লগইন করে রাখুন।
এতে করে আপনি যেকোন সময় অ্যাপে প্রবেশ করলেই আপনার সামনে নাম্বারটি চলে আসবে।
গ্রামীন সিমের সকল প্রয়োজনীয় কোড ২০২২
গ্রামীন নাম্বার দেখার কোড তো জানা হলো, এবার চলুন গ্রামীন সিমের কিছু অতি প্রয়োজনয় কোড জেনে নেই। এই কোডগুলো জানা থাকলে আপনি সহজেই আপনার সিমের ব্যালেন্স, মিনিট, এমবি চেকসহ মিনিট ও এমবি কিনতে পারবেন।
গ্রামীণফোন সিমের ব্যালেন্স দেখার কোড
আপনার গ্রামীন সিমে ব্যালেন্স দেখার জন্য *566# ডায়াল করুন। *566# হলো গ্রামীন সিমের ব্যালেন্স চেক করার প্রধান কোড।
গ্রামীন নাম্বার দেখার কোড
গ্রামীণফোনের নাম্বার দেখার কোড হলো *2#। এই নাম্বার ডায়াল করলে সহজেই আপনার নাম্বার চেক করতে পারবেন।
গ্রামীন সিমের মিনিট দেখার কোড
গ্রামীনফোন সিমের মিনিট দেখার কোড হলো *121*1*2#। আপনার যখন গ্রামীন মিনিট চেক করার প্রয়োজন পড়বে তখন এই *121*1*2# কোডটি ডায়াল করবেন।
গ্রামীন এমবি চেক কোড
গ্রামীন সিমের এমবি এর ব্যালেন্স দেখার জন্য *121*4# এই কোডটি ডায়াল করতে হবে। এই কোড ছাড়াও আরও বেশ কিছু কোড আছে। তবে এটিই বেশী কার্যকরী।
গ্রামীণ মিনিট ও এমবি কিনার কোড
গ্রামীণফোন সিমে এমবি ও মিনিট কিনার জন্য *121*1*6# এই কোডটি ডায়াল করতে হবে। এছাড়াও শুধুমাত্র *121# মেনুতে গিয়েও কেনার অপশন পাবেন।
গ্রামীণ সিমের রিকোয়েস্ট কল করার কোড
অন্যান্য সব সিমের মতো গ্রামীণ সিমেও রিকোয়েস্ট কল করা যায়। রিকোয়েস্ট কল করার জন্য কোন প্রকার টাকা লাগেনা।
রিকোয়েস্ট কল করতে হলে আপনাকে *123*নাম্বার# ডায়াল করতে হবে। এখানে নাম্বার এর জায়গায় তার নাম্বার দিবেন, যাকে আপনি রিকোয়েস্ট কল দিতে চান।
গ্রামীন সিমের কাস্টমার কেয়ার নাম্বার
সকল টেলিকম প্রতিষ্ঠান এর মতোই গ্রামীণফোনের নিজস্ব কাস্টমার কেয়ার রয়েছে। গ্রামীন সিমের কাস্টমার কেয়ারে সরাসরি কথা বলার জন্য 121 নাম্বারে কল করতে হবে।
শেষ কথাঃ আশা করছি এই আর্টিকেল পড়ার পর আপনার গ্রামীন সিমের নাম্বার চেক করার কোডটি জানতে পেরেছেন।
আমি এই আর্টিকেলে খুব সহজে গ্রামীণ সিমের নাম্বার চেক করার উপায় বলেছি, পাশাপাশি গ্রামীনফোন সিমের জন্য বেশ কিছু প্রয়োজনীয় কোড দিয়ে দিয়েছি।
আশা করছি কোডগুলো আপনার উপকারে আসবে, গ্রামীন নাম্বার দেখার কোড নিয়ে আপনার কোন মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।