টেলিকম

বাংলালিংক নাম্বার চেক | বাংলালিংক নাম্বার দেখার কোড | Banglalink Number Check

বাংলালিংক নাম্বার চেক, বাংলালিংক সিমের নাম্বার দেখা, বাংলালিংক ফোন নাম্বার দেখার উপায়।

Banglalink Number Check

বাংলালিংক নাম্বার চেক করার উপায়

মোবাইল ব্যবহার করে আর সিম ব্যবহার করেনা এমন লোক বাংলাদেশে খুবই কম আছে। মোবাইল থাকলে সিম ব্যবহার করাটা স্বাভাবিক বিষয়।

প্রায় সব ফোনেই সিম ব্যবহার করা হয়। স্পেশালি ফিচার বা বাটন মোবাইল গুলোতে সিম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিম ছাড়া বাটন মোবাইলের মাধ্যমে কারো সাথে যোগাযোগ করা যায়না।

ই-সিম হোক বা সাধারন সিম, মোবাইল কলের মাধ্যমে মানুষদের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আপনাকে সিম ব্যবহার করতেই হবে।

আরও পড়ুনঃ  এয়ারটেল সিমের সকল কোড নাম্বার, এমবি, টাকা, মিনিট দেখার কোড

মোবাইল নাম্বার কেন জানতে হবে?

মানুষ হিসেবে আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমাদের মোবাইল নাম্বারটি অন্যদের সাথে শেয়ার করতে হয়। যেমন আপনি যদি আপনার সিমে রিচার্জ করতে চান তাহলে আপনাকে রিচার্জের দোকানে সিমের নাম্বার দিতে হবে।

কারো সাথে যোগাযোগ করার জন্যেও তাকে আপনার কন্টাক্ট নাম্বার দেয়ার সময় আপনার সিমের নাম্বার জানতে হবে। আবার ধরুন আপনার সিমে রকেট, নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রেও আপনাকে আপনার সিমের নাম্বার জানতে হবে।

নিজের সিমের নাম্বার জানার এই কারণগুলো ছাড়া আরও অনেক কারণ রয়েছে যা আমাদের এই আর্টিকেলের মূল বিষয় নয়। তাই চলুন মূল আলোচনার ফিরি।

বাংলালিংক নাম্বার চেক – বাংলালিংক নাম্বার দেখার নিয়ম

আরও পড়ুনঃ  সকল সিমের নাম্বার দেখার কোড - সব সিমের নাম্বার চেক কোড

বাংলাদেশের প্রথম দিকের সিম কোম্পানী হলো বাংলালিংক। দেশের প্রথম দিকের নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে বাংলালিংক একটি। দেশে বাংলালিংকের অনেক গ্রাহক রয়েছে।

সকল বাংলালিংক গ্রাহককেই তাদের নিজস্ব সিম নাম্বারটি জানতে হবে। বাংলালিংক নাম্বার চেক করা খুবই সহজ। যেকোন ফোন থেকে ইউএসসডি কোডের সাহায্যে বাংলালিংক নাম্বার চেক করা যায়।

বাংলালিংক নাম্বার চেক কোড

সব সিমের মতো বাংলালিংক নাম্বার চেক করার জন্য নির্দিষ্ট কোড রয়েছে। বাংলালিংক নাম্বার চেক করার জন্যে স্মার্টফোন হোক বা বাটন ফোন হোক, আপনি *511# কোডটি ডায়াল করলেই আপনার বাংলালিংক নাম্বার চেক করতে পারবেন।

কিভাবে সহজেই যেকোন মোবাইল থেকে বাংলালিংক নাম্বার চেক করা যায় সে বিষয়ে নিচে আরও বিস্তারিত দেয়া আছে।

আরও পড়ুনঃ  গ্রামীন নাম্বার দেখার কোড | গ্রামীণ সিমের নাম্বার কিভাবে বের করে?

বাংলালিংক নাম্বার চেক

আগেই বলেছি বাংলালিংক নাম্বার চেক করার জন্য আপনাকে আপনার ফোন থেকে *511# ডায়াল করতে হবে। তাহলেই আপনি আপনার বাংলালিংক নাম্বার চেক পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের পদক্ষেপগুলো ফলো করুন।

স্মার্টফোন থেকে বাংলালিংক নাম্বার চেক করার উপায়

  • প্রথমে আপনার ফোনের ডায়ালারে যান। (যে সফটওয়্যার দিয়ে কল করে)
  • তারপর সেখানে *511# কোডটি টাইপ করুন।
  • এবার আপনার বাংলালিংক সিমের মাধ্যমে কল করুন।
  • সব ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই আপনার বাংলালিংক নাম্বার শো করবে।

বাটন ফোন থেকে বাংলালিংক নাম্বার চেক

  • প্রথমে আপনার মোবাইলে *511# কোডটি টাইপ করুন।
  • এবার আপনার বাংলালিংক সিমের মাধ্যমে কল করুন।
  • সব ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই আপনার বাংলালিংক নাম্বার শো করবে।

আশা করি আর্টিকেল ফলো করে আপনার বাংলালিংক নাম্বার চেক করতে পেরেছেন। আর্টিকেল সমন্ধে কোন মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

মোঃ আশিক মিয়া

মাতৃভাষায় প্রযুক্তি জ্ঞান ছড়ানোর ক্ষুদ্র প্রয়াস। ভালো লাগে প্রযুক্তির জ্ঞান বাংলা ভাষাভাষীদের সাথে ভাগ করে নিতে।

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।