টেক জ্ঞান

আইফোনের দাম ২০২৩ – আইফোন বাংলাদেশ দাম কত?

আইফোন ৫ থেকে শুরু করে আইফোনের সর্বশেষ মডেলের সকল ভ্যারিয়েন্টের বাংলাদেশ দাম এই আর্টিকেলে পেয়ে যাবেন।

সূচিপত্র দেখুন

বাংলাদেশে আইফোন ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশে অ্যাপল নিজে স্টোর সেটাআপ করে সরাসরি কার্যক্রম না চালালেও দেশে তাদের অথরাইজড স্টোর রয়েছে। তাছাড়া বিভিন্ন আনঅফিসিয়াল বিক্রেতা রয়েছে।

এই আর্টিকেলের মাধ্যমে আমরা প্রতিটি ফোনের মূল মডেলের দাম উল্লেখ করবো। মডেল, সময় ও স্থান ভেদে আইফোনের দাম কম বেশি হতে পারে। স্টক থাকা, ডলারের দাম এই গুলোর জন্য আইফোনের দাম কম বেশি হতে পারে। আজকে এই পোস্টে আপনারা জানতে পারবেন কোন মডেলের দাম কী রকম হতে পারে।

আইফোন ৫ এর দাম

দশ বছর আগে মুক্তি পাওয়া আইফোন ৫ এখন পানির দামে পাওয়া যাচ্ছে। কিন্তু আইফোন ৫ কম দামে হলেও এখন প্রায় ব্যবহারের অযোগ্য বলা যায় চলে। আইফোন ৫ বেশ ছোট স্ক্রিন ও স্বল্প ব্যাটারির কারণের জন্য এই ফোন কেনার কোনো কারণ নেই।

আইফোন ৫ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ৬
  • র‍্যামঃ ১ জিবি
  • স্টোরেজঃ ১৬ জিবি
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ১.২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৪৪০ মিলিএম্প

আইফোন ৫ বাংলাদেশ প্রাইসঃ ৫,০০০ টাকা।

আইফোন ৬ এর দাম

কম দামের মাঝে ব্যবহার যোগ্য আইফোন হলো আইফোন ৬। অ্যাপলের স্মার্টফোনগুলোর মাঝে সবচেয়ে জনপ্রিয় মডেল হলো আইফোন ৬। আইফোন ৬ বেশ ছোটখাটো হওয়ার পাশাপাশি বর্তমানে সময়ের বিচারে মোটামুটি মানের ব্যাটারি ব্যাকাপ প্রধান করে। দেশের বাজারে ফোনটির রিফার্বিশড বা পুরনো মডেল পেয়ে যাবেন খুব কম দামের মাধ্যে।

আইফোন ৬ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ৮
  • র‍্যামঃ ১ জিবি
  • স্টোরেজঃ ১৬ জিবি, ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি
  • মেইন ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ১.২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৮১০ মিলিএম্প

আইফোন ৬ এর দামঃ ১০,০০০ টাকা।

আইফোন ৬ এস দাম

আইফোন ৬ এর আপগ্রেডেড ভার্সন হলো ৬ এস। আইফোন ৬ এর চেয়ে বেশি র‍্যাম ও অপেক্ষাকৃত উন্নত প্রসেসর রয়েছে, যার ফলে এটির পারফরম্যান্স আইফোন ৬ এর চেয়ে কিছুটা ভালো। তাছাড়া আইফোন ৬ এর চেয়ে আইফোন ৬ এস ক্যামেরা অনেক উন্নত।

আইফোন ৬ এস এর স্পিসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ৯
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ১৬ জিবি, ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৭১৫ মিলিএম্প

আইফোন 6s প্রাইস এর মূল্যঃ ১২,০০০ টাকা।

আইফোন ৬ এস প্লাস বাংলাদেশ প্রাইস

আইফোন ৬ সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ৬ এস প্লাস ফোনে। এই ফোনের ব্যাটারি বড় হওয়ার পাশাপাশি রয়েছে ৫.৫ ইঞ্চি স্ক্রিন যা আইফোন হিসেবে বেশ বড়। আইফোন ৬ এস এর মতো একই ক্যামেরা আছে আইফোন ৬ এস প্লাস ফোনটিতে।

আইফোন ৬ এস প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ৯
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ১৬ জিবি, ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৭৫০ মিলিএম্প
আরও পড়ুনঃ  ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ - 15000 সেরা স্মার্টফোন বাংলাদেশে

আইফোন ৬এস প্লাস বাংলাদেশ প্রাইসঃ ১৫,০০০ টাকা।

আইফোন ৭

আইফোনের তালিকায় জনপ্রিয় মডেল হলো আইফোন ৭। আইফোন ৭ খুব ছোট একটি মোবাইল কিন্তু এই ফোনটিতে অসাধারণ এ ১০ ফিউশান প্রসেসর আছে। কিন্তু মোবাইলটির বযাটারি খুব ছোট হওয়ার কারনে ব্যাটারি ব্যাকাপ নিয়ে প্রায় অধিকাংশ ব্যবহারকারীকে ভোগান্তি পোহাতে হয়।

আইফোন ৭ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১০ ফিউশান
  • স্টোরেজঃ ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৯৬০ মিলিএম্প

আইফোন ৭ এর দাম বাংলাদেশঃ ১৮,০০০ টাকা।

আইফোন ৭ প্লাস বাংলাদেশ দাম

আইফোন৭ এর ব্যাটারি ব্যাকাপের সমস্যা দূর করার পাশাপাশি ক্যামেরা সেকশন বাড়তি চমক আছে আইফোন ৭ প্লাস মোবাইলে। ফোনটির বড়সড় ৫.৫ ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি দুইটি ১২ মেগাপিক্সেল রিয়াল ক্যামেরা আছে যার সাহায্যে মোবাইলটিতে অসাধারণ পোর্ট্রেইট ছবি তোলা যায়।

আইফোন ৭ প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১০ ফিউশান
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি,৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৯০০ মিলিএম্প

আইফোন ৭ প্লাস বাংলাদেশ প্রাইসঃ ২৫,০০০ টাকা।

আইফোন ৮ বাংলাদেশ প্রাইস

আইফোন ৮ ও আইফোন ৭ এর মাধ্যে পার্থক্য হলো প্রসেসরের মাঝে। আইফোন ৮ অ্যাপল এ ১১ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। আইফোন ৮ এ ছোট ব্যাটারি ব্যবহার করা হলেও তার এনার্জি এফিসিয়েন্ট প্রসেসরের কল্যাণে আইফোন ৭ ও আইফোন ৮ থেকে প্রায় একই ধরনের ব্যটারি ব্যাকাপ পাওয়া যায়। আইফোন ৮ থেকে শুরু করে পরবর্তী ভার্সন গুলোতে ওয়্যারলেস চার্জিং ফিচার যুক্ত আছে।

আইফোন ৮ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১১ বায়োনিক
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৮২১ মিলিএম্প

আইফোন ৮ এর বাংলাদেশ দামঃ ২০,০০০ টাকা।

আইফোন ৮ প্লাস এর দাম

আইফোন ৮ প্লাস মোবাইলটিতে বড় ব্যাটারি ও বড় স্ক্রিনের পাশাপাশি ডুয়াল ক্যামেরা সেন্সর আছে যার দ্বারা আইফোন ৭ এর মতো পোর্ট্রেইট ছবি তোলা যাবে। অ্যাপল এ ১১ বায়োনিকের কল্যাণে আইফোন ৮ প্লাসের পোর্ট্রেইট ছবি আইফোন ৭ প্লাসের চেয়ে অনেক ভালো।

আইফোন ৮ প্লাসের স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১১ বায়োনিক
  • স্টোরেজঃ ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি,
  • মেউন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরা ৭ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৬৯১ মিলিএম্প
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন ৮ প্লাস প্রাইস ইন বাংলাদেশঃ ২৭,০০০ টাকা।

আইফোন ১০ এর দাম

আইফোন ৮ সিরিজের সাথে একই বছরে অ্যাপল নিয়ে আসে আইফোন ১০। আইফোন ১০ জনপ্রিয় ফোন গুলোর মাঝে একটি মোবাইল। এই ফোনটিতে ভালো ব্যাটারি ব্যাকাপ পাওয়া যায়। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট ও টাচ আইডি বাদ দেওয়া হয়েছে। এই ফোনটিতে ফিচার ফেইস আইডি, ফেইস আনলক ও ওয়্যারলেস চার্জিং আছে।

আইফোন ১০ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৮ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১১ বায়োনিক
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি, ২৫৬ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৭১৬ মিলিএম্প
  • ফেইস আইডি
  • ওয়্যারলেস আইডি

আইফোন ১০ এর দাম বাংলাদেশঃ ৩০,০০০ টাকা।

আইফোন ১০ আর দাম

আইফোন ১০ অ্যাপলের একটি জনপ্রিয় মোবাইল ডিভাইস। এই ফোনটিতে আইফোন ১০ এর চেয়ে ভালো প্রসেসর ও ব্যাটারি রয়েছে।এই ফোনটি বাদ পরেছে ডুয়াল ক্যামেরা সেটাপ। তবে মজার ব্যাপার হলো এই ফোনটিতে লো রেজ্যুলেশনের স্ক্রিন ব্যবহার করায় আইফোন ১০ এর চেয়ে অনেক বেশি ব্যাটারি ব্যাকাপ প্রধান করে।

আইফোন ১০ আর এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১২ বায়োনিক
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি,১২৮ জিবি,২৫৬ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৯৪২ মিলিএম্প
  • ফেইস আইডি
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন ১০ আর এর বাংলাদেশ দামঃ ৩৫,০০০ টাকা।

আইফোন ১০ এস এর দাম

প্রায় একই স্পেসিফিকেশের ফোন এই আইফোন ১০ ও আইফোন ১০ এস। কিন্তু আইফোন ১০ এসে আছে বেটার অ্যাপল এ ১২ বায়োনিক প্রসেসর যার ফলে পারফরম্যান্স এই ফোনটিতে কিছুটা ভালো।

আরও পড়ুনঃ  কম দামে ভালো মোবাইল ফোন ২০২৩ বাংলাদেশ। ১২টি স্মার্টফোন

আইফোন ১০ এস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৮ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১২ বায়োনিক
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৬৫৮ মিলিএম্প
  • ফেইস আইডি
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন ১০ এসের বাংলাদেশী মূল্যঃ ৪৫,০০০ টাকা।

আইফোন ১০ এস ম্যাক্স

আইফোন ১০ এস ম্যাক্স ফোনটি এখনো অনেক পরিমাণে বিক্রি হয় ফোনটির বড় স্ক্রিন ও অসাধারণ ব্যাটারি ব্যাকাপের জন্য। আইফোন ১২ এসের সকল ফিচারের পাশাপাশি ১০ এস ম্যাক্সে আছে বড় ব্যাটারি ও স্ক্রিন যা ফোনুটিকে অনেকের কাছে গ্রহনযোগ্য করে তুলেছে।

আইফোন ১০ এস ম্যাক্সের স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১২ বায়োনিক
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৭ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩১৭৪ মিলিএম্প
  • ফেইস আইডি
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন ১০ এস ম্যাক্সের মূল্যঃ ৫০,০০০ টাকা।

আইফোন ১১ দাম বাংলাদেশ

আইফোন ১১ এর নাম প্রায় মানুষেই জানে। অ্যাপল এ ১৩ বায়োনিক প্রসেসর দ্বারা চালিত ফোনটিতে প্রথমঅবারের মতো আলট্রাওয়াইড ক্যামেরা যোগ করে অ্যাপল। আইফোন ১১ ফোনটি এখনো বিশ্বব্যাপী তুমুল্ভাবে জনপ্রিয়।

আইফোন ১১ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৩ বায়োনিক
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি,১২৮ জিবি, ২৫৬ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩১১০ মিলিএম্প
  • ফেইস আইডি
  • ওয়্যারলেস চার্জিং

আইফোন ১১ দাম বাংলাদেশঃ ৫৫,০০০ টাকা।

আইফোন ১১ প্রো এর বাংলাদেশ দাম

আইফোন ১১ এর আপগ্রেডেড মডেল হলো আইফোন ১১ প্রো। বাড়তি ক্যামেরার পাশাপাশি স্ক্রিন সাইজ আইফোন ১১ এর চেয়ে ছোট হওয়ার ব্যাটারি ব্যাকাপের কিছুটা উন্নতি এসেছে এই ফোনটিতে। এই ফোনটির দ্বারা প্রথমবারের মতো ফ্ল্যাগশিপ আইফোন প্রো নিইয়ে আসে অ্যাপল।

আইফোন ১১ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৮ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৩ বায়োনিক
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরালঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারি৩০৪৬ মিলিএম্প

আইফোন ১১প্রো এর মূ্বাংলাদেশ দামঃ ৬০,০০০ টাকা।

আইফোন ১১ প্রো ম্যাক্স বাংলাদেশ দাম

২০১৯ সালে মুক্তি পাওয়া আইফোন ১১ প্রো ম্যাক্স ছিলো অ্যাপলের টপ অফ দ্যা লাইন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আইফোন ১১ প্রো এর ফিচারের পাশাপাশি বড় স্ক্রিন ও ব্যাটারি আছে।

আইফোন ১১ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৩ বায়োনিক
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৯৬৯ মিলিএম্প

আইফোন ১১ প্রো ম্যাক্স এর ্বাংলাদেশ দামঃ ৭০,০০০ টাকা।

আইফোন ১২ দাম বাংলাদেশ

আইফোন ১২ এর মাধ্যমে আইফোনের আইকনিক বক্সি টাইপের ডিজাইনে ফিরে আসে অ্যাপল এ ১৪ বায়োনিক চিপসেট দ্বারা চলিত আইফোন ১২ মোবাইলে ১২ মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরার পাশাপাশি ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

আইফোন ১২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৪ বায়োনিক
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি,১২৮ জিবি, ২৫৬ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৮১৫ মিলিএম্প

আইফোন ১২ দাম বাংলাদেশঃ ৭০,০০০ টাকা।

আইফোন ১২ মিনি বাংলাদেশ দাম

আইফোন ১২মিনির সাথে প্রথম বারের মতো মিনি লাইন-অ্যাপ নিয়া আসে অ্যাপল।সাইজে কিছুটা ছোট এই আইফোন বেশ গ্রহণযোগ্যতা পায় এর কম্প্যাক্ট সাইজের পাশাপাশি অসাধারণ ক্যামেরা ও পারফরম্যান্স প্রধান করার কারণ।

আইফোন ১২ মিনির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৪ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১৪ বায়োনিক
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২২২৭ মিলিএম্প

আইফোন ১২ মিনির দামঃ ৬৫,০০০ টাকা।

আইফোন ১২ প্রো প্রাইস ইন বাংলাদেশ

আইফোন ১২ এর একেই সাইজের ফোন আইফোন ১২ প্রো। কিন্তু আইফোন ১২ প্রো ফোনটির র‍্যাম ৬ জিবি ও ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে ফোনটিতে।

আইফোন ১২ প্রো এর স্পেসিফিকেশন।

  • ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৪ বায়োনিক
  • র‍্যাম ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি,২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৮১৫ মিলিএম্প

আইফোন ১২ প্রো প্রাইস ইন বাংলাদেশঃ ৯০,০০০ টাকা।

আইফোন ১২ প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ

আইফোন ১২ প্রো ম্যাক্স ফোনটি কিছুটা ১২ প্রো ফোনটির মতোই।

আরও পড়ুনঃ  সামসং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা - ফুল স্পেসিফিকেশন ও বাংলাদেশ দাম

আইফোন ১২ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৪ বায়োনিক
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৬৮৭ মিলিএম্প

আইফোন ১২ প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশঃ ১,০০,০০০ টাকা।

আইফোন ১৩ এর দাম

আইফোন ১৩ ফোনটিতে অ্যাপল এ ১৫ বায়োনিক প্রসেসর আছে। এই ফোনটিতে ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার পাশাপাশি ৩২৪০ মিলিএম্প ব্যাটারি আছে। সবঅদিক থেকে বিবেচনায় আইফোন ১৩ ফোনটিকে অলরোউন্ডার ফোন বলা যায়।

আইফোন ১৩ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলসি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩২৪০ মিলিএম্প

আইফোন ১৩ প্রাইস ইন বাংলাদেশঃ ৮৫,০০০ টাকা।

আইফোন ১৩ মিনি দাম

আইফোন ১৩ এর থেকে কিছুটা ছোট স্ক্রিনের সাইজ ও ব্যাটারি নিয়ে আইফোন ১৩ মিনি নিয়ে আসে অ্যাপল। আইফোন ১৩ মিনি ফোনটি অনেকের পছন্দ ছোট সাইজের জন্য।

আইফোন ১৩ মিনি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৪ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৪৩৮ মিলিএম্প

আইফোন ১৩ মিনি এর দামঃ ৭৫,০০০ টাকা।

আইফোন ১৩ প্রো দাম বাংলাদেশ

আইফোন ১৩ প্রো সিরিজের আইফোন ১৩ প্রো ফোনটিতে ৬ জিবি র‍্যাম ও অ্যাপল এ ১৫ বাইয়োনিক প্রসেসর রয়েছে।

আইফোন ১৩ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি,২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০৯৫ মিলিএম্প

আইফোন ১৩ প্রো দাম বাংলাদেশঃ ১,১০,০০০ টাকা।

আইফোন ১৩ প্রো ম্যাক্স বাংলাদেশ প্রাইস

২০২১ সালে আইফোন ১৩ প্রো ম্যাক্স নিয়ে আসে অপ্যাল.১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ফোনটি দামি হলেও স্পেসিফিকেশন বিচারে ফোনটিকে ভ্যালু ফর মানি ফোন বলা হয়ে থাকে।

আইফোন ১৩ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ট্রিপল কযামেরা
  • সেওলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩৫২ মিলিএম্প

আইফোন ১৩ প্রো ম্যাক্স বাংলাদেশ প্রাইসঃ ১,২৫,০০০ টাকা।

আইফোন ১৪ প্রাইস ইন বাংলাদেশ

আইফোন ১৩ এর সাথে আইফোন ১৪ এর অনেক মিল রয়েছে। একই প্রসেসর ও স্পেসিফিকেশনের দিক দিয়ে প্রায় একই ধরনের ফোন আইফোন ১৪। ক্যামেরা ও গ্রাফিক্স কোর ছাড়া ফোন দুইটির মাঝে তেমন কোনো পার্থক্য নেই। তাছাড়া আগের বছরের ন্যায় ডিসপ্লে নচ পর্যন্ত একই থেকে গিয়েছে।

আইফোন ১৪ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩২৭৯ মিলিএম্প

আইফোন ১৪ প্রাইস ইন বাংলাদেশঃ ৮৫,০০০ টাকা।

আইফোন ১৪ প্লাস এর দাম

আইফোন ১৪ মিনইকে বাদ দিয়ে আইফোন প্লাস নিয়ে আসে অ্যাপল। আইফোন ১৪ প্লাস হলো মূলত আইফোন ১৪ এর বড় ভার্সন। দামে অল্প বেশি এই আইফোন ১৪ প্লাস বড় ডিসপ্লে লাভার ও হেভি ইউজারদের বেশ পছন্দ হবে। আইফোন ১৪ প্লাস ফোনটি অনেকটা আইফোন ১৪ এর মতো।

আইফোন ১৪ প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩২৩ মিলিএম্প

আইফোন ১৪ প্লাস এর মূল্যঃ ৮৭,০০০ টাকা।

আইফোন ১৪ প্রো প্রাইস

আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রো এর মাঝে বেশ পার্থক্য আছে। প্রথম পার্থক্য আছে ডিসপ্লেতে যেখানে ডায়নামিক আইল্যান্ড নামের পিল শেপ কাটআউট আছে। তাছাড়া অ্যাপল এ ১৬ বায়োনিক প্রসেসরের কল্যাণে অনেক বেশি শক্তিশালী আইফোন ১৪ প্রো। অ্যাপল এর এই প্রথম ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে আইফোন ১৪ প্রো সিরিজে। দেখতে অনেকটা আইফোন ১৪ এর মতো হলেও পারফরম্যান্স ও ক্যামেরার দিক দিয়ে অনেক এগিয়ে আইফোন ১৪ প্রো।

আইফোন ১৪ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৬ বায়োনিক
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩২০০ মিলিএম্প

আইফোন ১৪ প্রো প্রাইসঃ ১,৩৪,০০ টাকা।

আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ

আইফোন ১৪ প্রো ম্যাক্সে আছে বিশাল ব্যাটারির পাশাপাশি বড় ডিসপ্লে। আইফোন ১৪ প্রো এর মতো একই ডিজাইন ও ক্যামেরা এক্সপেরিয়েন্স প্রদান করে আইফোন ১৪ প্রো ম্যাক্স। অ্যাপলের সবচেয়ে দামি এই আইফোন মডেলের দামেই শুরু বাংলাদেশী টাকায় দেড় লাখ টাকার চেয়েও বেশি। এই আইফোন ১৪ প্রো ম্যাক্সে রয়েছে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনার সুযোগ। কিন্তু এই ফোনটির দামো হবে দেখার মতো।

আইফোন ১৪ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসর অ্যাপ্ল এ ১৬ বায়োনিক
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি
  • মেইন ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩২৩ মিলিএম্প

আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশঃ ১,৫৫,০০০ টাকা।

আইফোন এসই ২০২২ বাংলাদেশ দাম

আইফোন ৮ এর বডিতে ২০২১ সালের লেটেস্ট এ ১৫ বায়োনিক অ্যাপল প্রসেসর যোগ করে আইফোন এসই ২০২২ নিয়ে আসে অ্যাপল। এই আইফোনের ডিসপ্লে খুব ছোট। কিন্তু আইফোন ৮ এর মতো এই ফোনটিতে ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকলেও এ ১৫ বায়োনিক প্রসেসরের কল্যাণে এই ফোন দিয়ে অসাধারণ ছবি তুলা যায়।

আইফোন এসই ২০২২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ ১৫ বায়োনিক
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২০১৮ মিলিএম্প

আইফোন এসই ২০২২ এর ্বাংলাদেশ দামঃ ৪৫,০০০ টাকা।

আজকের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো আর্টিকেল এর মাধ্যমে। আল্লাহ হাফেজ।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।