মোবাইলে দিয়ে ইউটিউবে কিভাবে লাইভ স্ট্রিম করবো?
মোবাইলের সাহায্যে ইউটিউবে লাইভস্ট্রিম করা যায়, তবে এই ফিচারটি লিমিট করা আছে। মানে যে কেউ চাইলেই মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপে লাইভ করতে পারবেনা। তবে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিয়ে লাইভ করতে পারবে।
ইউটিউব অফিশিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপে যদি আপনি লাইভ করতে চান তাহলে আপনার চ্যানেলকে কিছু টার্গেট ফিল আপ করাতে হবে। টার্গেট ফিল আপ হয়ে গেলে আপনি ইউটিউব অ্যাপ থেকে লাইভ স্ট্রিম করতে পারবেন। কি কি রিকোয়ারমেন্ট লাগবে তা আমি নিচে উল্লেখ করেছিঃ
মোবাইল দিয়ে ইউটিউবে লাইভ স্ট্রিম করতে কি কি প্রয়োজন?
- কমপক্ষে ৫০ জন সাবস্ক্রাইবার
- গত ৯০ দিনের লাইভস্ট্রিমে কোন ব্লক না থাকা
- চ্যানেল মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই
- একটি অ্যান্ড্রয়েড 5.0 ডিভাইস।
লাইভ স্ট্রিমিং সক্ষম করতে। আপনার প্রথম লাইভ স্ট্রিম শুরু করার আগে আপনাকে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে।
ইউটিউব অ্যাপ দিয়ে লাইভ করবো কিভাবে?
আপনার চ্যানেল যদি উপরের সব রিকোয়ারমেন্ট ফিল আপ করতে সক্ষম হয়, তাহলে আপনি নিচের স্টেপগুলো ফলো করে ইউটিউবে লাইভ করতে পারবেন।
ইউটিউবে যেভাবে লাইভ করবেন
একটি মোবাইল লাইভ স্ট্রিম তৈরি করুন এবং নির্ধারিত করুন
- আপনার ফোন বা ট্যাবলেটে, YouTube অ্যাপ খুলুন।
- এবার Plus আইকনে চাপ দিন।
- তারপর সেখানে সবার নীচে, Go Live বাটনে ট্যাপ করুন।
- এবার সকল প্রকার এক্সেস ও লাইভ স্ট্রিমের টাইটেল থাম্বনেইল দিয়ে লাইভ স্ট্রিম শুরু করুন।
আপনার প্রথম মোবাইল লাইভ স্ট্রীমের জন্য/ স্ট্রিম শুরু করতে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। একবার সক্ষম হয়ে গেলে, আপনি তাত্ক্ষণিকভাবে লাইভ স্ট্রিম করতে পারবেন।