ব্লগারের ডিফল্ট থিমগুলোতে অনেক ফিচার থাকেনা যার জন্য আমরা যার ব্লগিং করি সবাই কম বেশী কাস্টম থিম ব্যবহার করি। কাস্টম থিমে অনেক ফিচার থাকে এবং দেখতে বেশ সুন্দর ও গোছালো হয়। যারা জানেন না কিভাবে ব্লগে কাস্টম থিম আপলোড করতে হয় তাদের জন্যই মুলত এই পোস্ট।যাদের ব্লগ নেই তারা নিচের লিংকে গিয়ে ফ্রিতে ব্লগ তৈরি করতে পারবেন এবং নতুন ব্লগে পোস্ট শেয়ার করতে পারবেন।
ব্লগে কাস্টম থিম সেট আপ করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন
- প্রথমে Blogger.com এ প্রবেশ করুন।
- Blogger.com এ প্রবেশের পর সেখানে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
- এরপর উপরের ছবিতে চিহ্নিত করা “Theme” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
- এবার “CUSTOMIZE” বাটনের ডান দিকের অ্যারোতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মতো কিছু অপশন আসবে।
- তারপর “Restore” লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মতো অপশন আসবে।
- তারপর আপলোড বাটনে ক্লিক করে আপনার থিমটি আপলোড করে দিন। (নিচের ছবি)
- থিম আপলোড হয়ে গেলে নিচের ছবির মতো নোটিফিকেশন পাবেন। আপনি যদি সফলভাবে থিম আপলোড করতে পারেন তাহলে সেখানে “Restored theme” লেখা শো করবে।
- এবার সিম্পলি নিচের ছবির মতো “View blog” এ ক্লিক করে চেক করে নিন।
উপরের স্টেপগুলো নির্ভুলভাবে ফলো করতে পারলে আপনি থিম আপলোড করতে পারবেন।
কোন প্রকার সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাকে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করবো।