গাড়ি চালানোর আগে করণীয় কাজ কি কি?
সড়ক দুর্ঘটনার হাত থেকে নিজে বাঁচতে এবং অপরকে বাঁচাতে অবশ্যই আমাদের গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত। এমনকি মানুষ হিসেবে ও একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য।
গাড়ি চালানোর আগে করনীয় কাজ কি কি: সড়ক দুর্ঘটনার হাত থেকে নিজে বাঁচতে এবং অপরকে বাঁচাতে অবশ্যই আমাদের গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত। এমনকি মানুষ হিসেবে ও একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য।
আমরা অনেকেই জানিনা, গাড়ি চালানোর আগে আমাদের করণীয় কাজ কি কি? মূলত গাড়ি চালানোর পূর্বে কোন কাজগুলো আমাদেরকে করতে হবে এবং কি কি বিষয় জানতে হবে। তাই আজ আমরা আজকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো– গাড়ি চালানোর আগে করনীয় কাজ কি কি সে সম্পর্কে।
গাড়ি চালানোর আগে করনীয় কাজ কি কি?
নিজের গাড়ি হোক অথবা অন্যের গাড়ি যেকোন গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার আগে আপনাকে কিছু বিষয় নজরে রাখতে হবে। তাই এ পর্যায়ে গাড়ি চালানোর আগে করণীয় কাজগুলো আমরা আপনাদেরকে জানাবো। যথা:
- জ্বালানি ভালোভাবে দেখে নেওয়া
- পানি চেক করে নেওয়া
- ব্যাটারি কানেকশন ঠিকঠাক রয়েছে কিনা তা যাচাই করা
- ব্রেক অয়েল এর দিকে নজর দেওয়া
- মবিলের লেবেল দেখা
- চাকা চেক করে নেওয়া
- বিপদের বন্ধুগুলোকে কাছে রাখা
- সকল প্রকার প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখা
- অগ্নি নির্বাপক যন্ত্র সঙ্গে রাখা
- গাড়িতে প্রয়োজনীয় কিছু টুল বক্স রাখা
- ফার্স্ট এইড বক্স সর্বদা গাড়িতে রাখা
- টেস্ট ড্রাইভ করা
- গাড়ির ইঞ্জিন,লাইটিং সিস্টেম চেক করে নেওয়া।
তাই আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন বা কোন কারনে গাড়ি নিয়ে রাস্তায় বের হন তাহলে অবশ্যই গাড়ি চালানোর পূর্বে এই বিষয়গুলো নজরে রাখুন এবং একটু সময় ধরে চেক করে নিন। কেননা, এতোটুকু সময় আপনার বা অন্য কারো জীবন বাঁচাতে পারে।
আরো দেখুন:
গাড়ির চাকা ফেটে গেলে করনীয় কি?
গাড়ির চাকা যদি ফেটে যায় তাহলে স্বাভাবিকভাবে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। যে কারণে বিপদজনক দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আপনি। আর তাই গাড়ির চাকা ফেটে গেলে গাড়ির চালককে স্টিয়ারিং জিরো ভাবে ধরে রাখতে হবে এবং এক্সিলারেটর থেকে পা সরিয়ে ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে গাড়িটাকে থামানোর চেষ্টা করতে হবে।
অবশ্যই মাথায় রাখবেন চলন্ত অবস্থায় যদি কখনো গাড়ির চাকা ফেটে যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্রেক করবেন না। কেননা চাকা ফেটে গেলে ব্রেক নিয়ন্ত্রণে থাকে না তাই ধীরে ধীরে সেটা নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন এবং গাড়ি চালানোর পূর্বে অবশ্যই চাকা ও যাবতীয় কিছু চেক করে নিন।
গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে?
আমরা অনেকেই এটা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারি না যে গাড়ি কোন পাশ দিয়ে চলবে বা আমরা হাঁটার সময় কোন পাশ দিয়ে হেটে যাব। মোটরগাড়ি চালক যতটুকু সম্ভব সর্বদা রাস্তার বামদিকে গাড়ি চালানোর চেষ্টা করবেন এবং আপনার সামনে অর্থাৎ বিপরীত দিক থেকে আসা সকল গাড়িকে ডান দিক দিয়ে যেতে দেবেন।
একজন মোটর গাড়ির চালক মূলত তখন অন্য একটি মোটর গাড়ির বাম দিক দিয়ে যেতে পারবে যখন গাড়িটির চালক ডানদিকে মোর নেওয়ার সময় যথাযথ সংকেত দিয়ে মাঝ বরাবর অবস্থান করবে। এই বিষয়গুলো জানতে অবশ্যই গাড়ি কেনার বা গাড়ি চালানোর পূর্বে সকল প্রকার কৌশল ও প্রাথমিক শিক্ষাগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করুন।
কেননা প্রশিক্ষণপ্রাপ্ত না হলে আপনি নিজে ড্রাইভিং করে যেমন রিস্ককে থাকবেন, ঠিক একইভাবে আপনার সঙ্গে থাকা বা রাস্তার আশেপাশে থাকা মানুষগুলো তাদের জীবনের নিশ্চয়তা হারাবে।
পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, আমাদের আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। আশা করছি আপনি যদি গাড়ি চালানোর আগে এই বিষয়গুলো নজরে রাখেন তাহলে ইনশাআল্লাহ দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাবেন। তাই সর্বদা সতর্কতা অবলম্বন করুন এবং নিজে ও আশেপাশের সকলকে সেভ রাখার চেষ্টা করুন। সবাইকে আল্লাহ হাফেজ।