আসসালামু আলাইকুম, পোস্টের টাইটেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকের পোস্ট কোন বিষয়ের উপর। আর তাই অগোছালো কথা না বলে চলুন মুল কথায় আসি।
আমরা ফেইসবুক, ইউটিউব, ব্লগার, ওয়ার্ডপ্রেস বা ইন্টারনেটের যেকোন প্লাটফর্মে কাজ করি না কেন PNG আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। যেমন ইউটিউবের থাম্বনেইল, ফেইসবুকের থাম্বনেইল, ব্লগ পোস্টের থাম্বনেইল অথবা ছবি এডিটিং, ভিডিও এডিটিং এ যাবতীয় সকল কাজেই PNG এর ব্যবহার করা হয়।
এক কথায় PNG ছাড়া আমাদের ইন্টারনেট দুনিয়া প্রায় অচল। আর তাই এই পোস্টে আপনাদের সাথে কিছু ফ্রি PNG (পিএনজি) ডাউনলোড করার ওয়েবসাইট শেয়ার করেছি যেগুলো ব্যবহার করে আপনারা ফ্রিতে PNG (পিএনজি) ডাউনলোড করতে পারবেন।
বিঃদ্রঃ নিচের ওয়েবসাইটগুলোর মধ্যে কিছু ওয়েবসাইটে PNG (পিএনজি) ডাউনলোড করার সময় লগ ইন করা্র প্রয়োজন হতে পারে।
আরো নতুন নতুন প্রযুক্তি সম্পর্কৃত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।