চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন থেকে। আজ মঙ্গলবার এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা এবং লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর শুরু হবে ব্যাবহারিক পরীক্ষা।
বোর্ডের রুটিন অনুযায়ী ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারির ১৫ তারিখ। আর পরীক্ষা শেষ হবে একই বছরের ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, একই রুটিনে দেশের ৯ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ডগুলো হলো- ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ।
মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।