ফরজ গোসলের নিয়ম! গোসলের ফরজ কয়টি ও কি কি?
জানুন, ফরজ গোসলের নিয়ম, গোসলের ফরজ কয়টি? ফরজ গোসলের দোয়া, ফরজ গোসলের নিয়ত।
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা প্রতিদিন গোসল করে থাকি। কিন্তু ফরজ গোসল কয়জনেই বা করে থাকি।
আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা কিনা গোসল কি, গোসল ফরজ হওয়ার কারণগুলো কি, এবং ফরজ গোসলের করনীয় ও সর্বোত্তম নিয়ম কি তা জানে না।
তাই আজকে এই আর্টিকেলের মাধ্যমে ফরজ গোসল করার সঠিক নিয়ম তুলে ধরা হলো। আশা করি সবাই এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ করবেন।
গোসল কি? ফরজ গোসলের নিয়ম
ইসলামের শরিয়তের পরিভাষায় পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা পুরো শরীর ধোয়াকে গোসল বলে।
গোসল হলো আরবি শব্দ। অঞ্চলভেদে এই গোসলের নাম অনেক কিছু বলে জানা যায়। কেউ বলে স্নান করা আবার কেউ বলে নাইতে যাওয়া। কিন্তু আরবি গোসল শব্দ অর্থ হলো পুরো শরীর ধোয়া।
গোসল ফরজ হওয়ার কারণ কি কি?
৩টি কাজ করার মাধ্যমে ফরজ গোসল করতে হয়। আবার ৪ ধরনের কাজ থেকে অব্যহতির পর ফরজ গোসল করতে হয়। যেমনঃ
১ঃ নারী-পুরুষের যৌন মিলনের পর ফরজ গোসল করতে হয়। স্বপ্নদোষ বা যে কোনো কারণে বীর্জপাত হলে ফরজ গোসল করতে হয়।
আল্লাহ তায়ালা নির্দেশ দেন, আর যদি তোমরা পবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও। ( সূরাঃ মায়েদা। আয়াতঃ৬)
২ঃ প্রত্যেক নারীদের মাসিক বন্ধ হওয়ার পর ফরজ গোসল করতে হয়।
৩ঃ সন্তান প্রসবের পর যখন রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে তখন পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ।
৪ঃ সর্বশেষ মৃত ব্যক্তিকে ফরজ গোসল দেওয়া ফরজ।
গোসলের ফরজ কয়টি ও কি কি?
গোসলের ফরজ হলো ৩টি। আশা করি জানতে পেরেছেন গোসলের ফরজ কয়টি, এবার চলুন জানি গোসলের ফরজ কি কি?
১ঃ কুলি করা। ( বুখারি, ইবনে মাজাহ)
২ঃ নাকে পানি দেওয়া। ( বুখারি, ইবনে মাজাহ)
৩ঃ সারা শরীর পানি দিয়ে এমন ভাবে ধোয়া যাতে দেহের চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। (আবু দাউদ)
ফরজ গোসলের সর্বোত্তম নিয়ম
১ঃ প্রথমে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে গোসল শুরু করা। কিন্তু গোসলখানার সাথে যদি টয়লেট থাকে তাহলে বিসমিল্লাহ মুখে উচ্চারণ করে বলা যাবে না।
২ঃ তারপর দুই হাত ভালো ভাবে কবজি পর্যন্ত ধোয়া।
৩ঃ বাম হাতে পানি দ্বারা লজ্জাস্থান ধোয়া। সম্ভব হলে গোসল করার আগে প্রসাব-পায়খানা করে নেওয়া। তাহলে সব নাপাকি বের হয়ে পাবে।
৪ঃ কাপড়ে বা শরীরে লেগে থাকা নাপাকি ভালো করে পানি দ্বারা পরিষ্কার করে নেওয়া।
৫ঃ পা ধোয়া ছাড়া নামাজের ন্যায় ওজু করে নেওয়া।
৬ঃ তারপর ফরজ গোসলের তিন কাজ- কুলি করা, নাকে পানি দেওয়া এবং পুরো শরীর ধোয়া। এমন ভাবে পানি দিয়ে গোসল করবেন যেনো শরীরে চুল পরিমাণ জায়গাও শুকনা না থাকে।
৭ঃ সব শেষে গোসলের স্থান থেকে একটু সরে গিয়ে দুই পা ভালোভাবে ধোয়া।
ফরজ গোসলের দোয়া
বাংলা উচ্চারণঃ “নাওয়াইতুয়ান গোছলা লিরাফিল জানাবা-তি।”
ফরজ গোসলের নিয়ত
বাংলা উচ্চারণঃ“নাওয়াইতুল গুছলা লিরাফইল জানাবাতি।”
অর্থঃ “আমি নাপাকি থেকে পাক হওয়ার জন্য গোসল করছি।”
ফরজ গোসলের দোয়া
শেষ কথাঃ আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি প্রত্যেক মুসলমান ভাই-বোনের কাজে আসবে। আল্লাহ তায়ালা সকল মুসলিম উম্মাহকে ফরজ গোসল করার সঠিক বিষয়গুলো খেয়াল রাখার ও ফরজ গোসল করার তাওফিক দান করুন। আমিন।