অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম PDF
অভ্র কিবোর্ড দিয়ে কম্পিউটারে বাংলা লেখার সহজ নিয়ম, অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম PDF,অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম, অভ্র কিবোর্ড এ চন্দ্রবিন্দু লেখা, অভ্র কিবোর্ড ৎ লেখার নিয়ম।
আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী আছি, তারা কম বেশী সবাই অভ্র কিবোর্ডের সাথে পরিচিত। বিশেষ করে আমি বেশ পরিচিত, কারণ অভ্র ছাড়া আমি কখনোই কম্পিউটারে বাংলা লিখতে পারিনি। যদিও বিজয় কিবোর্ড বেশ জনপ্রিয়, তবে আমি অভ্র কিবোর্ডে অভ্যস্ত হয়ে গেছি।
যাই হোক অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে সহজে বাংলা লিখবেন, আজকে সেই বিষয়ে আপনাদের সহায়তা করবো। চলুন শুরু করি…
অভ্র কিবোর্ড কি?
অভ্র কিবোর্ড হচ্ছে কম্পিউতারে বাংলা লেখার একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি আপনার কম্পিউটারে ইনস্টল করে সহজেই বাংলা লিখতে পারবেন।
অভ্র কিবোর্ড বাংলাদেশের জন্য সেরা কিবোর্ডের মধ্যে একটি। কম্পিউটারে বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ডের বেশ চাহিদা রয়েছে। বিজয় কিবোর্ডের পর অভ্র কিবোর্ড বাংলা লেখার সেরা একটি কম্পিউটার কিবোর্ড।
অভ্র কিবোর্ড ও বিজয় কিবোর্ডের মধ্যে পার্থক্য কি?
অভ্র ও বিজয় কিবোর্ডের মধ্যে অনেক পার্থক্য। অভ্র ও বিজয় সম্পুর্ণ আলাদা, এদের কিবোর্ড লেআউট একে অন্যের সাথে কখনোই মিলে না।
অভ্র কিবোর্ড সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, অন্যদিকে বিজয় কিবোর্ড আপনাকে কিনে ব্যবহার করতে হবে।
আপনি যদি অভ্র দিয়ে ক লিখতে চান তাহলে আপনার কীবোর্ডের k বাটনটি প্রেস করলেই ক হয়ে যাবে। অন্য দিকে বিজয় কীবোর্ডে ক লিখতে চাইলে আপনার কীবোর্ডে থাকা ক বাটনেই প্রেস করতে হবে।
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার জন্য নির্দিষ্ট কিবোর্ড রয়েছে যেগুলোর বাটনে বাংলা লেখা থাকে, তবে অভ্র কিবোর্ড আপনি যেকোন কিবোর্ডের সাহায্যে ব্যবহার করতে পারবেন।
অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখা বিজয় কিবোর্ডের তুলনায় অনেক সহজ। তবে যারা বিজয় কিবোর্ডে বাংলা লেখা শিখে যায়, তাদের কাছে বিজয় একদম পানির মত স্বচ্ছ।
অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা কে?
মেহেদি হাসান নামক এক মেধাবী ছাত্র এই অভ্র কিবোর্ড তৈরি করেছিলেন। ২০০৩ সালে অভ্র কিবোর্ড তৈরির যাত্রা শুরু হয়েছিল, তখন মেহেদি হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন।
অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম
অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখা বেশ সহজ। তবে আপনি যদি না পারেন তাহলে তা কঠিন মনে হবেই। আমি নিচে অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখার সহজ কিছু উপায় শেয়ার করেছি। আশা করছি এগুলো ফলো করে আপনি সঠিকভাবে অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লিখতে পারবেন।
অভ্র কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ লেখার নিয়ম PDF
অভ্র কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ লিখা খুবই সহজ। আমি নিচে কিবোর্ডের যে বাটনগুলো সাজেস্ট করেছি, সেগুলোতে প্রেস করলেই আপনার কম্পিউটারে বাংলা স্বরবর্ণ ইনপুট হতে থাকবে। আমি নিচে অভ্র কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ লেখার একটি ছবিও দিয়েছি, চাইলে সেটি ডাউনলোড করেও সহজে অভ্র লিবোর্ড দিয়ে স্বরবর্ণ লিখতে পারবেন।
অভ্র কিবোর্ড দিয়ে স্বরবর্ণ লেখার নিয়ম
অভ্র কিবোর্ড দিয়ে স্বরবর্ণ লেখার সময় কম্পিউটারের আপারকেস ও লোয়ারকেস (ছোট হাতের ও বড় হাতের) বাটনের ব্যবহার করতে হবে। নিচের লিস্টটি ভালো করে লক্ষ করে চেষ্টা করুন, তাহলে আপনি সহজেই অভ্র কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ লিখতে পারবেন।
কম্পিউটারে সাধারণত সকল লেখাই ছোট হাতের ইনপুট হয়। তবে বড় হাতের লেখা ইনপিট করার জন্য আপনার কম্পিউটার কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে রেখে লিখতে হবে অথবা Caps Lock বাটনে একবার চাপ দেয়ার পর লিখলেও সব লেখা বড় হাতের ইনপুট হয়।
- অ লিখতে চাইলে কিবোর্ডের ছোট হাতের o বাটন প্রেস করুন।
- আ লিখতে চাইলে কিবোর্ডের ছোট হাতের a বাটন প্রেস করুন।
- ই লিখতে চাইলে কিবোর্ডের ছোট হাতের i বাটন প্রেস করুন।
- ঈ লিখতে চাইলে কিবোর্ডের বড় হাতের I বাটন প্রেস করুন।
- উ লিখতে চাইলে কিবোর্ডের ছোট হাতের u বাটন প্রেস করুন।
- ঊ লিখতে চাইলে কিবোর্ডের বড় হাতের U বাটন প্রেস করুন।
- ঋ লিখতে চাইলে কিবোর্ডের ছোট হাতের rri বাটন প্রেস করুন।
- এ লিখতে চাইলে কিবোর্ডের ছোট হাতের e বাটন প্রেস করুন।
- ঐ লিখতে চাইলে কিবোর্ডের বড় হাতের OI বাটন প্রেস করুন।
- ও লিখতে চাইলে কিবোর্ডের বড় হাতের O বাটন প্রেস করুন।
- ঔ লিখতে চাইলে কিবোর্ডের বড় হাতের OU বাটন প্রেস করুন।
আমি উপরে অভ্র কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ লেখার নিয়ম দিয়েছি। আপনি যদি না বুঝেন তাহলে নিচের ছকটি খেয়াল করুন।
আশা করছি উপরের দুইটি উপাআয় ফলো করে আপনি একটি হলেও বুঝতে পেরেছেন। এবার জানি অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে ব্যঞ্জনবর্ণ লিখতে হয়।
অভ্র কিবোর্ড দিয়ে বাংলা ব্যঞ্জনবর্ণ লেখার নিয়ম PDF
অভ্র কিবোর্ড দিয়ে ব্যঞ্জনবর্ণ লেখার বেলাতেও আপার কেস ও লোয়ারকেস (ছোটহাতের ও বড়হাতের) বাটনের ব্যবহার করতে হবে। স্বরবর্ণ লেখার বেলায় যেরকম নিয়ম ঠিক একই নিয়মে ব্যঞ্জনবর্ণ লিখতে হবে।
অভ্র কিবোর্ড দিয়ে ব্যঞ্জনবর্ণ লেখার নিয়ম
- ক লিখতে চাইলে কিবোর্ডের k বাটন প্রেস করুন।
- খ লিখতে চাইলে কিবোর্ডের kh বাটন প্রেস করুন।
- গ লিখতে চাইলে কিবোর্ডের g বাটন প্রেস করুন।
- ঘ লিখতে চাইলে কিবোর্ডের gh বাটন প্রেস করুন।
- ঙ লিখতে চাইলে কিবোর্ডের Ng বাটন প্রেস করুন।
- চ লিখতে চাইলে কিবোর্ডের c বাটন প্রেস করুন।
- ছ লিখতে চাইলে কিবোর্ডের ch বাটন প্রেস করুন।
- জ লিখতে চাইলে কিবোর্ডের j বাটন প্রেস করুন।
- ঝ লিখতে চাইলে কিবোর্ডের jh বাটন প্রেস করুন।
- ঞ লিখতে চাইলে কিবোর্ডের NG বাটন প্রেস করুন।
- ট লিখতে চাইলে কিবোর্ডের T বাটন প্রেস করুন।
- ঠ লিখতে চাইলে কিবোর্ডের Th বাটন প্রেস করুন।
- ড লিখতে চাইলে কিবোর্ডের D বাটন প্রেস করুন।
- ঢ লিখতে চাইলে কিবোর্ডের Dh বাটন প্রেস করুন।
- ণ লিখতে চাইলে কিবোর্ডের N বাটন প্রেস করুন।
- ত লিখতে চাইলে কিবোর্ডের t বাটন প্রেস করুন।
- থ লিখতে চাইলে কিবোর্ডের th বাটন প্রেস করুন।
- দ লিখতে চাইলে কিবোর্ডের d বাটন প্রেস করুন।
- ধ লিখতে চাইলে কিবোর্ডের dh বাটন প্রেস করুন।
- ন লিখতে চাইলে কিবোর্ডের n বাটন প্রেস করুন।
- প লিখতে চাইলে কিবোর্ডের p বাটন প্রেস করুন।
- ফ লিখতে চাইলে কিবোর্ডের f বাটন প্রেস করুন।
- ব লিখতে চাইলে কিবোর্ডের b বাটন প্রেস করুন।
- ভ লিখতে চাইলে কিবোর্ডের v বাটন প্রেস করুন।
- ম লিখতে চাইলে কিবোর্ডের m বাটন প্রেস করুন।
- য লিখতে চাইলে কিবোর্ডের z বাটন প্রেস করুন।
- র লিখতে চাইলে কিবোর্ডের r বাটন প্রেস করুন।
- ল লিখতে চাইলে কিবোর্ডের l বাটন প্রেস করুন।
- শ লিখতে চাইলে কিবোর্ডের sh বাটন প্রেস করুন।
- ষ লিখতে চাইলে কিবোর্ডের Sh বাটন প্রেস করুন।
- স লিখতে চাইলে কিবোর্ডের s বাটন প্রেস করুন।
- হ লিখতে চাইলে কিবোর্ডের h বাটন প্রেস করুন।
- ড় লিখতে চাইলে কিবোর্ডের R বাটন প্রেস করুন।
- ঢ় লিখতে চাইলে কিবোর্ডের Rh বাটন প্রেস করুন।
- য় লিখতে চাইলে কিবোর্ডের y বাটন প্রেস করুন।
- ৎ লিখতে চাইলে কিবোর্ডের t“ বাটন প্রেস করুন।
- ং লিখতে চাইলে কিবোর্ডের ng বাটন প্রেস করুন।
- ঃ লিখতে চাইলে কিবোর্ডের : বাটন প্রেস করুন।
- ঁ লিখতে চাইলে কিবোর্ডের ^ বাটন প্রেস করুন।
আমি উপরে অভ্র কিবোর্ড দিয়ে বাংলা ব্যঞ্জনবর্ণ লেখার নিয়ম দিয়েছি। আপনি যদি না বুঝেন তাহলে নিচের ছকটি খেয়াল করুন।
ব্যঞ্জনবর্ণ তালিকা | কিবোর্ড বাটন |
ক | k |
খ | kh |
গ | g |
ঘ | gh |
ঙ | Ng |
চ | c |
ছ | ch |
জ | j |
ঝ | jh |
ঞ | NG |
ট | T |
ঠ | Th |
ড | D |
ঢ | Dh |
ণ | N |
ত | t |
থ | th |
দ | d |
ধ | dh |
ন | n |
প | p |
ফ | f |
ব | b |
ভ | v |
ম | m |
য | z |
র | r |
ল | l |
ব | b |
শ | sh |
ষ | Sh |
স | s |
হ | h |
ড় | R |
ঢ় | Rh |
য় | y |
ৎ | t“ |
ঃ | : |
ং | ng |
ঁ | ^ |
অভ্র কিবোর্ড দিয়ে কার চিহ্ন লেখার নিয়ম
কার চিহ্ন | কিবোর্ড বাটন |
া | a |
ি | i |
ী | I |
ু | u |
ূ | U |
ৃ | rri |
ে | e |
ৈ | OI |
ো | O |
ৌ | OU |
অভ্র কিবোর্ড চন্দ্রবিন্দু লেখার নিয়ম
অভ্র কিবোর্ড দিয়ে চন্দ্রবিন্দু লেখা খুবই সহজ। চন্দ্রবিন্দু লেখার জন্য কিবোর্ডের Shift বাটন চেপে ধরে রেখে ^ চিহ্নতে ক্লিক করতে হবে। ^ চিহ্নটি আপনার কিবোর্ডের 6 বাটনটিতে পেয়ে যাবেন।
অভ্র কিবোর্ড ৎ লেখার নিয়ম
ৎ লেখা বেশ সহজ, তবে না পারলে সবই কঠিন। যাই হোক অভ্র কিবোর্ড দিয়ে ৎ লেখার জন্য আপনাকে কিবোর্ড থেকে t“ বাটন ক্লিক করতে হবে। Shift বাটন চেপে টাইপ করার প্রয়োজন নেই। নরমালি যেভাবে লিখেন সেভাবে লিখলেই হবে।
অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম
স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লেখা শিখা হয়ে গেলে, এবার আপনাকে যুক্তাক্ষর লেখা শিখতে হবে। আমরা যেভাবে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লেখার সময় বড় হাতের ও ছোট হাতের বাটনের ব্যবহার করেছিলাম।
যুক্তাক্ষর লেখার বেলাতেও একই পদ্ধতি অবল্মবন করতে হবে। কিভাবে অভ্র কিবর্ডে যুক্তবর্ণ লিখতে হয় তা আমি নিচে ছক আকারে দেখিয়ে দিয়েছি।
কিছু যুক্তবর্ণ | কিবোর্ড বাটন |
ক্ষ | kkh |
ঙ্ক | Ngk |
ঙ্গ | Ngg |
জ্ঞ | gg |
ঞ্চ | nc |
ঞ্ছ | NGch |
ঞ্জ | NGj |
ত্ত | tt |
ষ্ণ | SHN |
হ্ম | hm |
ণ্ড | ND |
শেষ কথাঃ এই আর্টিকেলে অভ্র কিবোর্ড দিয়ে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তাক্ষর ও কার চিহ্ন কিভাবে লিখবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই আর্টিকেল ফলো করে আপনি সহজেই অভ্র কিবোর্ড দিয়ে কম্পিউটারে বাংলা লিখতে পারবেন।
আর্টিকেলে দেয়া হয়নি এমন কোন বর্ণ বা যুক্তাক্ষর থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আর্টিকেলে সব শব্দ, কার চিহ্ন ও যুক্তাক্ষর উল্লেখ করার। ধন্যবাদ।