বিপিএল ২০২৪ সময়সূচী ও দল | ভেন্যু ও মোবাইলে লাইভ দেখার উপায়
জানুন, বিপিএল ২০২৪ সম্পূর্ণ সময়সূচী, ভেন্যু তালিকা, দল সংখ্যা, দলের নাম, খেলোয়াড়দের নাম ও লাইভ দেখার উপায়।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। বিপিএলে দেশি ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটাররাও খেলে থাকেন।
বিপিএল ২০২৪ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ তম আসর। সর্বপ্রথম বিপিএল আসর শুরু হয়েছিলো ২০১২ সালে এবং সর্বশেষ আসর ২০২৩ সালে অনুষ্ঠিত হয়।
২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের জন্য আবার ও বিপিএলের নতুন আসর নিয়ে আসছে ২০২৪ সালে।
আজকে এই আর্টিকেলের মাধ্যমে বিপিএল ২০২৪ সময়সূচী ও দল, ভেন্যু ও মোবাইলে লাইভ দেখার উপায় সম্পর্কে আলোচনা করা হবে। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি সম্পূর্ন শেষ করেন তাহলে বিপিএল ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
বিপিএল ২০২৪ সংক্ষিপ্ত পরিচিতি
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে ক্রিকেট অন্যতম জনপ্রিয় লাভ করেছে। বাংলাদেশে এমন মানুষ ও আছে যারা কিনা ফুটবলের থেকেও ক্রিকেট খেলাকে অনেক বেশি ভালোবাসে।
বিশেষ করে যুবক বয়স থেকে কম বেশি সবাই ক্রিকেট খেলাকে ভালোবাসে। তাই ২০২৩-২০২৪ অর্থ বছরেও বাংলাদেশ ক্রিকেট ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ এর ক্রিকেট টুর্নামেন্ট।
আসরের নাম | বিপিএল ২০২৪ |
নিয়ন্ত্রক সংস্থা | বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) |
ফরম্যাট | টি-২০ |
আয়োজক | বাংলাদেশ |
দল সংখ্যা | ৭টি |
ওয়েবসাইট | https://bplt20.com.bd |
বিপিএল ২০২৪ সম্পূর্ণ সময়সূচী – BPL Fixture 2024
বিপিএল ২০২৪ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) এর ১০ তম আসর। আগামী জানুয়ারি থেকে শুরু হবে BPL 2024 আসর এবং শেষ হবে মার্চের ১ তারিখে।
চলুন নিচের ছক থেকে বিপিএল ২০২৪ সম্পূর্ণ সময়সূচী জেনে নেই।
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
১৯ জানুয়ারি | কুমিল্লা-ঢাকা | ঢাকা | বেলা ২টা |
১৯ জানুয়ারি | সিলেট–চট্টগ্রাম | ঢাকা | সন্ধ্যা ৭টা |
২০ জানুয়ারি | রংপুর-বরিশাল | ঢাকা | বেলা ১টা ৩০ |
২০ জানুয়ারি | খুলনা-চট্টগ্রাম | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২২ জানুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | ঢাকা | বেলা ১টা ৩০ |
২২ জানুয়ারি | বরিশাল–খুলনা | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৩ জানুয়ারি | সিলেট-রংপুর | ঢাকা | বেলা ১টা ৩০ |
২৩ জানুয়ারি | কুমিল্লা-বরিশাল | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৬ জানুয়ারি | রংপুর-খুলনা | সিলেট | বেলা ২টা |
২৬ জানুয়ারি | কুমিল্লা-সিলেট | সিলেট | সন্ধ্যা ৭টা |
২৭ জানুয়ারি | বরিশাল-চট্টগ্রাম | সিলেট | বেলা ১টা ৩০ |
২৭ জানুয়ারি | রংপুর-ঢাকা | সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
২৯ জানুয়ারি | সিলেট-চট্টগ্রাম | সিলেট | বেলা ১টা ৩০ |
২৯ জানুয়ারি | খুলনা-ঢাকা | সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
৩০ জানুয়ারি | কুমিল্লা-রংপুর | সিলেট | বেলা ১টা ৩০ |
৩০ জানুয়ারি | সিলেট-বরিশাল | সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
০২ ফেব্রুয়ারি | সিলেট-ঢাকা | সিলেট | বেলা ২টা |
০২ ফেব্রুয়ারি | কুমিল্লা-চট্টগ্রাম | সিলেট | সন্ধ্যা ৭টা |
০৩ ফেব্রুয়ারি | বরিশাল-খুলনা | সিলেট | বেলা ১টা ৩০ |
০৩ ফেব্রুয়ারি | সিলেট-রংপুর | সিলেট | সন্ধ্যা ৬টা ৩০ |
০৬ ফেব্রুয়ারি | রংপুর-ঢাকা | ঢাকা | বেলা ১টা ৩০ |
০৬ ফেব্রুয়ারি | বরিশাল-চট্টগ্রাম | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
০৭ ফেব্রুয়ারি | কুমিল্লা-খুলনা | ঢাকা | বেলা ১টা ৩০ |
০৭ ফেব্রুয়ারি | সিলেট-ঢাকা | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
০৯ ফেব্রুয়ারি | সিলেট-খুলনা | ঢাকা | বেলা ২টা |
০৯ ফেব্রুয়ারি | কুমিল্লা-ঢাকা | ঢাকা | সন্ধ্যা ৭টা |
১০ ফেব্রুয়ারি | রংপুর-চট্টগ্রাম | ঢাকা | বেলা ১টা ৩০ |
১০ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
১৩ ফেব্রুয়ারি | কুমিল্লা-চট্টগ্রাম | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
১৩ ফেব্রুয়ারি | রংপুর-খুলনা | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
১৪ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
১৪ ফেব্রুয়ারি | কুমিল্লা-খুলনা | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
১৬ ফেব্রুয়ারি | খুলনা-ঢাকা | চট্টগ্রাম | বেলা ২টা |
১৬ ফেব্রুয়ারি | রংপুর-চট্টগ্রাম | চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা |
১৭ ফেব্রুয়ারি | সিলেট-বরিশাল | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
১৭ ফেব্রুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
১৯ ফেব্রুয়ারি | কুমিল্লা-সিলেট | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
১৯ ফেব্রুয়ারি | রংপুর-বরিশাল | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
২০ ফেব্রুয়ারি | খুলনা-চট্টগ্রাম | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ |
২০ ফেব্রুয়ারি | কুমিল্লা-রংপুর | চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ |
২৩ ফেব্রুয়ারি | কুমিল্লা-বরিশাল | ঢাকা | বেলা ২টা |
২৩ ফেব্রুয়ারি | সিলেট-খুলনা | ঢাকা | সন্ধ্যা ৭টা |
এলিমিনেটর ও কোয়ালিফায়ার | |||
২৫ ফেব্রুয়ারি | এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) | ঢাকা | বেলা ১টা ৩০ |
২৫ ফেব্রুয়ারি | ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
২৭ ফেব্রুয়ারি | দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) | ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ |
ফাইনাল | |||
০১ মার্চ | প্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল | সন্ধ্যা সাড়ে ৬টা, ঢাকা। |
বিপিএল ২০২৪ ভেন্যু তালিকা
বিপিএল ২০২৪ আসরকে সামনে রেখে তিনটি ভেন্যুকে প্রস্তুত করা হয়েছে। এই তিনটি ভেন্যুতে বিপিএল ২০২৪ এর সকল খেলা অনুষ্ঠিত হবে।
বিপিএলের ভেন্যু হিসেবে থাকছে ৩টি শহরের নাম। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। এই তিন শহরে বিপিএল ২০২৪ এর সকল ম্যাচ অনুষ্ঠিত হবে।
নিচে বিপিএল ২০২৪ এর তিনটি ভেন্যুর সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।
১ঃ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২ঃ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩ঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
এই ৩টি ভেন্যুতে বিপিএল ২০২৪ এর খেলা অনুষ্ঠিত হবে।
বিপিএল ২০২৪ দল সংখ্যা
বিপিএল ২০২৪ আসরে মোট ৭টি দল অংশপগ্রহণ করবে। এই ৭টি দলের নাম নিচে দেওয়া হলোঃ
১ঃ রংপুর রাইডার্স।
২ঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
৩ঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৪ঃ দুর্দান্ত ঢাকা।
৫ঃ খুলনা টাইগার্স।
৬ঃ সিলেট স্টাইকার্স
৭ঃ ফরচুন বরিশাল।
বিপিএল ২০২৪ কে কোন দলে? BPL 2024 Squad List
আসন্ন বিপিএল ২০২৪ কে সামনে রেখে দল গোছানো কাজ শুরু করেছে বিপিএল ২০২৪ এ অংশগ্রহণ করা দলগুলো। এভারে বিপিএল ২০২৪ এ সাকিব আল হাসান কে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
বিপিএল ২০২৪ কে সামনে রেখে দলগুলো তাদের পুরাতন প্লেয়াদের রিটেইন করছে আবার নতুন করে অনেক খেলোয়াড়কে সরাসরি সাইনিংয়ে দলে নিয়েছে।
নিচে বিপিএল ২০২৪ সব দলরে স্কোয়াড সম্পর্কে আলোচনা করা হলোঃ
রংপুর রাইডার্স দলের খেলোয়াড়দের নাম
রিটেইনঃ নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান
সরাসরি চুক্তিঃ সাকিব আল হাসান, বাবর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা, ইহসানউল্লাহ, ব্র্যান্ডন কিং
ড্রাফট থেকেঃ রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদ, মিচেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের খেলোয়াড়দের নাম
রিটেইনঃ শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান
সরাসরি চুক্তিঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন
ড্রাফট থেকেঃ তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের খেলোয়াড়দের নাম
রিটেইনঃ লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন।
সরাসরি চুক্তিঃ তাওহীদ হৃদয়, মইন আলি, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নুর আহমেদ, নাসিম শাহ, রাশিদ খান।
ড্রাফট থেকেঃ মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)।
দুর্দান্ত ঢাকা দলের খেলোয়াড়দের নাম
রিটেইনঃ তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম
সরাসরি চুক্তিঃ মোসাদ্দেক হোসেন সৈকত
ড্রাফট থেকেঃ সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।
খুলনা টাইগার্স দলের খেলোয়াড়দের নাম
রিটেইনঃ নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়
সরাসরি চুক্তিঃ এনামুল হক বিজয়, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জ
ড্রাফট থেকেঃ আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।
সিলেট স্ট্রাইকার্স দলের খেলোয়াড়দের নাম
রিটেইনঃ মাশরাফি বিন মর্তুজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব
সরাসরি চুক্তিঃ নাজমুল হোসেন শান্ত
ড্রাফট থেকেঃ মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন।
ফরচুন বরিশাল দলের খেলোয়াড়দের নাম
রিটেইনঃ মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান
সরাসরি চুক্তিঃ তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েল্লালাগে।
ড্রাফট থেকেঃ মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল।
বিপিএল ২০২৪ লাইভ দেখার উপায়
বিপিএল ২০২৪ এর ১০ তম আসর বিপিএল ২০২৪ এর সব খেলা সরাসরি টিভিতে দেখা যাবে। তাছাড়া আপনি ইন্টারনেট ব্যবহার করে মোবাইলে দেখতে পারবেন।
নিচে বিপিএল ২০২৪ লাইভ দেখার উপায় গুলো সম্পর্কে আলোচনা করা হলোঃ
দেশ | টিভি চ্যানেল |
বাংলাদেশ | GTV, Maasranga TV |
আফগানিস্তান | RTA Sports |
কানাডা | Hotstar Canada |
ক্যারেরিয়ান | Flow Sports |
ভারত | Fancode |
আয়ারল্যান্ড | BT Sports |
পাকিস্তান | Geo Super |
যুক্তরাজ্য | BT Sports |
যুক্তরাষ্ট্র | Hotstar US |
ইন্টারনেটে | Rabbitholebd |
বিপিএল ২০২৪ মোবাইলে লাইভ
বিপিএল ২০২৪ মোবাইলে লাইভ দেখা যাবে। মোবাইলে লাইভ দেখার জন্য টফি অ্যাপ ব্যবহার করতে পারেন। এই টফি অ্যাপ দিয়ে বিপিএল লাইভ দেখা যাবে। তবে এই অ্যাপে টাকা দিয়ে খেলা দেখতে হবে।
আবার Rabbithole নামে একটি অ্যাপ আছে যা আপনার মোবাইলে ডাউনলোড করে বিপিএল ২০২৪ এর সকল খেলার লাইভ দেখতে পারবেন। এটিতেও টাকা দিয়ে বিপিএল দেখতে হবে।
বিপিএল ২০২৪ মোবাইলে ফ্রি লাইভ দেখার উপায়
২০২৪ বিপিএল মোবাইলে ফ্রিতে লাইভ দেখতে পারবেন। এজন্য আপনাকে Sportzfy অ্যাপটি মোবাইলে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
শেষ কথাঃ আশা করি বিপিএল ২০২৪ সময়সূচী ও দল, ভেন্যু ও মোবাইলে লাইভ দেখার উপায় জানতে পেরেছেন। আর্টিকেল সমন্ধে কোন মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।