খেলাধুলা

আইসিসি টি২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪

ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সহ সব দেশের টি২০ বিশ্বকাপ ২০২৪ এর সম্পূর্ণ সময়সূচী জানুন।

৫ জানুয়ারি শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) টি২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ ঘোষণা করেছে। টি২০ বিশ্বকাপ ২০২৪ শুরু হবে ১ জুন, এবং শেষ হবে ২৯ জুন।

১ জুন থেকে টি২০ বিশ্বকাপ ২০২৪ শুরু হলেও বাংলাদেশের প্রথম খেলা ৭ জুন শুক্রবার। বাংলাদেশ গ্রুপ ডি তে আছে, বাংলাদেশের সাথে গ্রুপ ডি তে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা নেদারল্যান্ডস ও নেপাল।

ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ এই আর্টিকেলে টি২০ বিশ্বকাপ ২০২৪ এর সব দলের সম্পূর্ণ সময়সূচী দেয়া আছে। চলুন একে একে সব দেশের এবারের টি-২০ বিশ্বকাপ ২০২৪ এর সময়সূচী জেনে নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ দল এবং গ্রুপ

গ্রুপ A: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র

গ্রুপ B: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান

গ্রুপ C: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি

গ্রুপ D: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল

এবারের বিশ্বকাপে ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গ্রুপ বি-তে আছে। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ সি-তে নিউজিল্যান্ডের সঙ্গে।

এবারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশগ্রহণ করবে। ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বমোট ৫৫টি ম্যাচ হবে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইট পর্বে যাবে, যেখানে বাকি দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হবে। চার দলের গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। তারপর সেইমিফাইনাল শেষে ফাইনাল অনুষ্টিত হবে।

টি-২০ বিশ্বকাপ ২০২৪ গ্রুপ পর্ব ১ থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে, তারপর ১৯ থেকে ২৪ জুন সুপার এইট পর্ব অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল হবে যথাক্রমে ২৬ এবং ২৭ জুন গায়ানা এবং ত্রিনিদাদে। ফাইনাল হবে ২৯ জুন বার্বাডোসে।

টি২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪

টেক্সাসের ডালাসে ১ জুন উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা মুখোমুখি হবে। চলুন নিচের ছক থেকে সম্পূর্ণ টি২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ দেখে নিই।

তারিখম্যাচগ্রুপ/পর্যায়ভেন্যু
১ জুন, শনিবারমার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডাগ্রুপ এডালাস
২ জুন, রবিবারওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনিগ্রুপ সিগায়ানা
২ জুন, রবিবারনামিবিয়া বনাম ওমানগ্রুপ বিবার্বাডোজ
৩ জুন, সোমবারশ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকাগ্রুপ ডিনিউইয়র্ক
৩ জুন, সোমবারআফগানিস্তান বনাম উগান্ডাগ্রুপ সিগায়ানা
৪ জুন, মঙ্গলবারইংল্যান্ড বনাম স্কটল্যান্ডগ্রুপ বিবার্বাডোজ
৪ জুন, মঙ্গলবারনেদারল্যান্ড বনাম নেপালগ্রুপ ডিডালাস
৫ জুন, বুধবারভারত বনাম আয়ারল্যান্ডগ্রুপ এনিউইয়র্ক
৫ জুন, বুধবারপাপুয়া নিউ গিনি বনাম উগান্ডাগ্রুপ সিগায়ানা
৫ জুন, বুধবারঅস্ট্রেলিয়া বনাম ওমানগ্রুপ বিবার্বাডোজ
৬ জুন, বৃহস্পতিবারমার্কিন যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তানগ্রুপ এডালাস
৬ জুন, বৃহস্পতিবারনামিবিয়া বনাম স্কটল্যান্ডগ্রুপ বিবার্বাডোজ
৭ জুন, শুক্রবারকানাডা বনাম আয়ারল্যান্ডগ্রুপ এনিউইয়র্ক
৭ জুন, শুক্রবারনিউজিল্যান্ড বনাম আফগানিস্তানগ্রুপ সিগায়ানা
৭ জুন, শুক্রবারশ্রীলঙ্কা বনাম বাংলাদেশগ্রুপ ডিডালাস
৮ জুন, শনিবারনেদারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাগ্রুপ ডিনিউইয়র্ক
৮ জুন, শনিবারঅস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডগ্রুপ বিবার্বাডোজ
৮ জুন, শনিবারওয়েস্ট ইন্ডিজ বনাম উগান্ডাগ্রুপ সিগায়ানা
৯ জুন, রবিবারভারত বনাম পাকিস্তানগ্রুপ এনিউইয়র্ক
৯ জুন, রবিবারওমান বনাম স্কটল্যান্ডগ্রুপ বিঅ্যান্টিগুয়া ও বার্বুডা
১০ জুন, সোমবারদক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশগ্রুপ ডিনিউইয়র্ক
১১ জুন, মঙ্গলবারপাকিস্তান বনাম কানাডাগ্রুপ এনিউইয়র্ক
১১ জুন, মঙ্গলবারশ্রীলঙ্কা বনাম নেপালগ্রুপ ডিলডারহিল
১১ জুন, মঙ্গলবারঅস্ট্রেলিয়া বনাম নামিবিয়াগ্রুপ বিঅ্যান্টিগুয়া ও বার্বুডা
১২ জুন, বুধবারমার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারতগ্রুপ এনিউইয়র্ক
১২ জুন, বুধবারওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডগ্রুপ সিত্রিনিদাদ ও টোবাগো
১৩ জুন, বৃহস্পতিবারইংল্যান্ড বনাম ওমানগ্রুপ বিঅ্যান্টিগুয়া ও বার্বুডা
১৩ জুন, বৃহস্পতিবারবাংলাদেশ বনাম নেদারল্যান্ডসগ্রুপ ডিসেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
১৩ জুন, বৃহস্পতিবারআফগানিস্তান বনাম পাপুয়া নিউ গিনিগ্রুপ সিত্রিনিদাদ ও টোবাগো
১৪ জুন, শুক্রবারমার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডগ্রুপ এলডারহিল
১৪ জুন, শুক্রবারদক্ষিণ আফ্রিকা বনাম নেপালগ্রুপ ডিসেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
১৪ জুন, শুক্রবারনিউজিল্যান্ড বনাম উগান্ডাগ্রুপ সিত্রিনিদাদ ও টোবাগো
১৫ জুন, শনিবারভারত বনাম কানাডাগ্রুপ এলডারহিল
১৫ জুন, শনিবারনামিবিয়া বনাম ইংল্যান্ডগ্রুপ বিঅ্যান্টিগুয়া ও বার্বুডা
১৫ জুন, শনিবারঅস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ডগ্রুপ বিসেন্ট লুসিয়া
১৬ জুন, রবিবারপাকিস্তান বনাম আয়ারল্যান্ডগ্রুপ এলডারহিল
১৬ জুন, রবিবারবাংলাদেশ বনাম নেপালগ্রুপ ডিসেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
১৬ জুন, রবিবারশ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডসগ্রুপ ডিসেন্ট লুসিয়া
১৭ জুন, সোমবারনিউজিল্যান্ড বনাম পাপুয়া নিউ গিনিগ্রুপ সিত্রিনিদাদ ও টোবাগো
১৭ জুন, সোমবারওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তানগ্রুপ সিসেন্ট লুসিয়া
১৯ জুন, বুধবারA2 বনাম D1গ্রুপ ২অ্যান্টিগুয়া ও বার্বুডা
১৯ জুন, বুধবারB1 বনাম C2গ্রুপ ২সেন্ট লুসিয়া
২০ জুন, বৃহস্পতিবারC1 বনাম A1গ্রুপ ১বার্বাডোজ
২০ জুন, বৃহস্পতিবারB2 বনাম D2গ্রুপ ১অ্যান্টিগুয়া ও বার্বুডা
জুন ২১, শুক্রবারB1 বনাম D1গ্রুপ ২সেন্ট লুসিয়া
জুন ২১, শুক্রবারA2 বনাম C2গ্রুপ ২বার্বাডোজ
২২ জুন, শনিবারA1 বনাম D2গ্রুপ ১অ্যান্টিগুয়া ও বার্বুডা
২২ জুন, শনিবারC1 বনাম B2গ্রুপ ১সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
২৩ জুন, রবিবারA2 বনাম B1গ্রুপ ২বার্বাডোজ
২৩ জুন, রবিবারC2 বনাম D1গ্রুপ ২অ্যান্টিগুয়া ও বার্বুডা
২৪ জুন, সোমবারB2 বনাম A1গ্রুপ ১সেন্ট লুসিয়া
২৪ জুন, সোমবারC1 বনাম D1গ্রুপ ১সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
২৬ জুন, বুধবারটিবিডিসেমিফাইনাল ১গায়ানা
২৭ জুন, বৃহস্পতিবারটিবিডিসেমিফাইনাল ২ত্রিনিদাদ ও টোবাগো
২৯ জুন, শনিবারটিবিডিফাইনালবার্বাডোজ
আইসিসি টি২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪

টি২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ পিডিএফ ডাউনলোড

যারা মোবাইলে টি২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ পিডিএফ ডাউনলোড করতে চান, তারা প্রথমে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

তারপর টি২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ এর ছবি সামনে আসবে। সেখানে চাপ দিয়ে ধরে রাখলেই ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।

[button color=”primary” size=”small” link=”https://banglatechspot.com/wp-content/uploads/2024/01/416111896_337485559094952_6799877892596579318_n-819×1024.png” icon=”download” target=”false” center=”true” nofollow=”false” sponsored=”false”]টি২০ বিশ্বকাপের সময়সূচী ডাউনলোড[/button]

শেষ কথাঃ আশা করি সকলেই টি২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ সম্পর্কে জানতে পেরেছেন এবং পিডিএফ ডাউনলোড করতে পেরেছেন। আমরা পর্যায়ক্রমে এই টি২০ বিশ্বকাপের সময়সূচী ২০২৪ আপডেট করতে থাকবো। তাই নির্ভুল সময়সূচী জানতে এই আর্টিকেলটি ব্রাউজারে বুকমার্ক করে রাখুন।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।