টেলিটক সিমের নাম্বার দেখার কোড | টেলিটক সিমের সকল কোড ২০২৪
টেলিটক সিমের নাম্বার দেখার কোড। টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড। টেলিটক সিমের মিনিট চেক করার কোড। টেলিটক সিমের এমবি চেক করার কোড।
আজকের এই পোস্টে আমরা টেলিটক সিমের সকল কোড ২০২৪ নিয়ে আলোচনা করবো।
বর্তমানে টেলিটক সিমের ব্যবহারের পাশাপাশি চাহিদাও বেড়ে যাচ্ছে। যদিও টেলিটক সিম এখনো সবার কাছে পৌঁছায়নি তবুও অনেক গ্রাহকদের সেবা দিচ্ছে এই টেলিযোগাযোগ কোম্পানি।
যেহেতু এটি বহুল প্রচলিত সিম নয় তাই এই সিমের সমন্ধে আমাদের ধারণা অনেক কম। যেমন এই সিমের কল রেট, ব্যালেন্স দেখার কোড, নাম্বার দেখার কোড ইত্যাদি।
তাই আজকের আর্টিকেলে আমি আলোচনা করেছি টেলিটকের প্রয়োজনীয় সকল কোড নিয়ে। তাহলে চলুন জেনে নেই টেলিটকের সকল প্রয়োজনীয় কোডগুলো।
এই পোস্টে টেলিটক সিমের প্রায় সকল প্রয়োজনীয় কোড দেয়া আছে। আপনি সিম্পলি আপনার প্রয়োজনীয় কোড এখান থেকে সংগ্রহ করে বা জেনে ব্যবহার করতে পারেন।
নিচে লিস্ট আকারে টেলিটক সিমের বেশ কিছু কোড উল্ল্যেখ করা হয়েছে
টেলিটক সিমের নাম্বার দেখার কোড
টেলিটক সিমের নাম্বার দেখাতে ডায়াল করুনঃ *551#
টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড
টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুনঃ *152#
টেলিটক সিমের মিনিট চেক করার কোড
টেলিটক সিমের মিনিট প্যাক চেক করতে ডায়াল করুনঃ *152#
টেলিটক সিমের ইন্টারনেট বা এমবি চেক করার কোড
টেলিটক সিমের এমবি চেক করতে ডায়াল করুনঃ *152#
টেলিটক সিমের এসএমএস চেক করার কোড
টেলিটক সিমের এসএমএস চেক করতে ডায়াল করুনঃ *152#
টেলিটক সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার কোড
টেলিটক সিমের টাকা কাটার সার্ভিসগুলো বন্ধ করতে আপনার মোবাইল থেকে STOP ALL লিখে 335 নাম্বারে পাঠিয়ে দিন।
টেলিটক সিমের কোন কোড যদি লিস্টে খুজে না পান অবশ্যই কমেন্টে জানান। আমরা আপনাকে জানিয়ে দিবো। ধন্যবাদ।