ইসলামিক পোস্টশিক্ষা ও স্বাস্থ্য

মাখরাজ কাকে বলে? মাখরাজ ১৭টি কি কি?

আমরা অনেকেই জানি মাখরাজ ১৭ টি কিন্তু কি কি তা জানিনা অর্থাৎ ১৭টি মাখরাজের পরিচয় জানিনা তাছাড়া মাখরাজ অর্থ কি, মাখরাজ বলতে কি বুঝায় তাও জানিনা।

আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আজকের এই আর্টিকেলটি।

মাখরাজ অর্থ কি?

মাখরাজ একটি আরবি শব্দ। মাখরাজ শব্দের অর্থ হলো উচ্চারণের স্থান।

মাখরাজ কাকে বলে?

মুখের যে স্থান ও অংশ থেকে আরবি শব্দ উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে।

মাখরাজের উচ্চারণ স্থান কয়টি ও কি কি?

আরবি হরফ এর উচ্চারণ এর স্থান ৩টি

  1. ঠোট।
  2. মুখের ভিতর।
  3. কণ্ঠ নালী (হলক)।

মাখরাজ কয়টি? মাখরাজ ১৭টি কি কি?

মাখরাজ ১৭টি। ১৭ টি মাখরাজের পরিচয় নিচে বিস্তারিত ভাবে তুলে ধরা হলো।

১ঃ নাম্বার মাখরাজ,

হলকের(কন্ঠনালী) শুরু হ‌ইতে পড়তে হয় যেমনঃ হামযা, হা ه- ء

২ঃ নাম্বার মাখরাজ,

হলকের (কন্ঠনালী) মধ্য  হ‌ইতে পড়তে হয় যেমনঃ আইন , হা ع- ح

৩ঃ নাম্বার মাখরাজ,

হলকের(কন্ঠনালী)  শেষ ভাগ হ‌ইতে পড়তে হয় যেমনঃ গঈন-খ’ غ-خ

৪ঃ নাম্বার মাখরাজ,

জিহবার গোড়ার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয়। ক্বাফ-ق

৫ঃ নাম্বার মাখরাজ,

জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় যেমনঃ কাফ -ك

৬ঃ নাম্বার মাখরাজ,

জিহবার মাঝখান হতে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় যেমনঃ ইয়া, শিন, জিমঃ ي-ش-ج 

৭ঃ নাম্বার মাখরাজ,

জিহবার গোড়ার কোনার সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় যেমনঃ দোয়াদঃ ض

৮ঃ নাম্বার মাখরাজ,

জিহবার আগার কোনার সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় যেমনঃ লামঃ ل

৯ঃ নাম্বার মাখরাজ,

জিহবার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে পড়তে হয় যেমনঃ নূনঃ ن

১০ঃ নাম্বার মাখরাজ,

জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে পড়তে হয যেমনঃ রাঃ ر

১১ঃ নাম্বার মাখরাজ,

জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে পড়তে হয়  যেমনঃ তা, দাল, তোয়াঃ ت-د-ط

১২ঃ নাম্বার মাখরাজ,

জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয় যেমনঃ যা, ছিন, সোয়াদঃ ز-س-ص

১৩ঃ নাম্বার মাখরাজ,

জিহবার আগা সামনের উপরের দু্ই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয় যেমনঃ ছা, যাল, যোয়াঃ ث-ذ-ظ

১৪ঃ নাম্বার মাখরাজ,

নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয় যেমনঃ ফাঃ ف

১৫ঃ নাম্বার মাখরাজ,

দুই ঠোঁট হ‌ইতে-মীম, বা, ওয়াও পড়তে হয় যেমনঃ م-ب-و (ওয়াও উচ্চারণের সময় দুই ঠোঁট গোল হবে)

১৬ঃ নাম্বার মাখরাজ,

মুখের খালি জায়গা হ‌ইতে মদ্দের হরফ উচ্চারিত হয়। মাদ্দের হরফ তিনটি। ওয়াও, আলিফ ও ইয়া। যবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জযম ওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জযম ওয়ালা ইয়া।

মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হয় যেমনঃ  با-بُؤْ-بِئ

১৭ঃ নাম্বার মাখরাজ,

নাকের বাঁশী হতে গুন্নাহ উচ্চারিত হয় যেমনঃ আন্না, ইন্না, আম্মা ইত্যাদি। اِنَّ-اَنَّ-اَم

শেষ কথাঃ আশা করি, এই আর্টিকেলের মাধ্যমে মাখরাজ কাকে বলে? ১৭টি মাখরাজ এর পরিচয়, মাখরাজ কয়টি ও কি কি সে সম্পর্কে আপনাদের সঠিক ধারণা হয়েছে। আজকের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।