শিক্ষা ও স্বাস্থ্য

পদ কাকে বলে? কত প্রকার ও কি কি?

আজকে আমরা জানবোঃ পদ কাকে বলে? পদ কত প্রকার? সব্যয় পদ কয় প্রকার? সাধারণ ভাবে পদ কয় প্রকার? পদ প্রকরণ, পদ কি? পদ প্রধানত কত প্রকার?

আসসালামু আলাইকুম, আমাদের মধ্যে অনেকেই পদ সম্পর্কে জানতে চায়, তাদের জন্য আজকের আর্টিকেল। এই আর্টিকেলে পদ কি? কাকে বলে? কত প্রকার ও কি কি? উল্লেখ করা হয়েছে।

পদ কাকে বলে? কত প্রকার ও কি কি?
পদ কাকে বলে? কত প্রকার ও কি কি?

পদ কাকে বলে?

শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে।

পদ কত প্রকার?

বাংলা ব্যাকরণে পদ মূলত ২ প্রকার।

পদ মুলত ২ প্রকার:

  • সব্যয় পদ
  • অব্যয় পদ
আরও পড়ুনঃ  মাখরাজ কাকে বলে? মাখরাজ ১৭টি কি কি?

সব্যয় পদ কয় প্রকার?

সব্যয় পদ চার প্রকার:

  • বিশেষ্য
  • বিশেষণ
  • সর্বনাম
  • ক্রিয়াপদ

সাধারণ ভাবে পদ কয় প্রকার?

বাংলা ব্যাকরণে পদ মূলত ২ প্রকার হলেও সাধারণ ভাবে পদ ৫ প্রকার।

সব্যয় ও অব্যয় উভয় মূল মিলিয়ে পদ মুলত ৫ প্রকার। যথা:

  • বিশেষ্য
  • বিশেষণ
  • সর্বনাম
  • ক্রিয়াপদ
  • অব্যয়
আরও পড়ুনঃ  মহাসাগর কাকে বলে? কয়টি ও কি কি?

কিন্তু সাধারণ ব্যাকরণিক শ্রেণিবিভাগ অনুযায়ী অব্যয় পদটি একাধিক ভুমিকা পালন করে।

পদ প্রকরণ

বাক্যে ব্যাবহৃত বিভক্তিযুক্ত যেকোনো শব্দেই পদ বলে।

পদ কি?

বাক্যে ব্যাবহৃত বিভক্তিযুক্ত যেকোনো শব্দেই পদ বলে।

পদ প্রধানত কত প্রকার?

বাংলা ব্যাকরণে পদ মূলত ২ প্রকার। সব্যয় ও অব্যয় উভয় মূল মিলিয়ে পদ মুলত ৫ প্রকার।

শেষ কথাঃ এই ছিলো পদ নিয়ে আজকের আর্টিকেল। আপনি পদ বিষয়ে আরও জানতে চাইলে কমেন্টে জানান। আমরা আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে চেষ্টা করবো।

আরও পড়ুনঃ  ২১শে ফেব্রুয়ারি কি দিবস? ইতিহাস, শহীদদের নাম!

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।