শিক্ষা ও স্বাস্থ্য

পদ কাকে বলে? কত প্রকার ও কি কি?

আজকে আমরা জানবোঃ পদ কাকে বলে? পদ কত প্রকার? সব্যয় পদ কয় প্রকার? সাধারণ ভাবে পদ কয় প্রকার? পদ প্রকরণ, পদ কি? পদ প্রধানত কত প্রকার?

আসসালামু আলাইকুম, আমাদের মধ্যে অনেকেই পদ সম্পর্কে জানতে চায়, তাদের জন্য আজকের আর্টিকেল। এই আর্টিকেলে পদ কি? কাকে বলে? কত প্রকার ও কি কি? উল্লেখ করা হয়েছে।

পদ কাকে বলে? কত প্রকার ও কি কি?
পদ কাকে বলে? কত প্রকার ও কি কি?

পদ কাকে বলে?

শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে।

পদ কত প্রকার?

বাংলা ব্যাকরণে পদ মূলত ২ প্রকার।

পদ মুলত ২ প্রকার:

  • সব্যয় পদ
  • অব্যয় পদ
আরও পড়ুনঃ  ২১শে ফেব্রুয়ারি কি দিবস? ইতিহাস, শহীদদের নাম!

সব্যয় পদ কয় প্রকার?

সব্যয় পদ চার প্রকার:

  • বিশেষ্য
  • বিশেষণ
  • সর্বনাম
  • ক্রিয়াপদ

সাধারণ ভাবে পদ কয় প্রকার?

বাংলা ব্যাকরণে পদ মূলত ২ প্রকার হলেও সাধারণ ভাবে পদ ৫ প্রকার।

সব্যয় ও অব্যয় উভয় মূল মিলিয়ে পদ মুলত ৫ প্রকার। যথা:

  • বিশেষ্য
  • বিশেষণ
  • সর্বনাম
  • ক্রিয়াপদ
  • অব্যয়

কিন্তু সাধারণ ব্যাকরণিক শ্রেণিবিভাগ অনুযায়ী অব্যয় পদটি একাধিক ভুমিকা পালন করে।

আরও পড়ুনঃ  মহান মে দিবস কি? কেন পালন করা হয়? মে দিবস কত সাল থেকে পালিত হয়?

পদ প্রকরণ

বাক্যে ব্যাবহৃত বিভক্তিযুক্ত যেকোনো শব্দেই পদ বলে।

পদ কি?

বাক্যে ব্যাবহৃত বিভক্তিযুক্ত যেকোনো শব্দেই পদ বলে।

পদ প্রধানত কত প্রকার?

বাংলা ব্যাকরণে পদ মূলত ২ প্রকার। সব্যয় ও অব্যয় উভয় মূল মিলিয়ে পদ মুলত ৫ প্রকার।

শেষ কথাঃ এই ছিলো পদ নিয়ে আজকের আর্টিকেল। আপনি পদ বিষয়ে আরও জানতে চাইলে কমেন্টে জানান। আমরা আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে চেষ্টা করবো।

আরও পড়ুনঃ  মহান মে দিবস কি? কেন পালন করা হয়? মে দিবস কত সাল থেকে পালিত হয়?

বাংলা টেকস্পট

“বাংলা টেকস্পট” একটি প্রযুক্তি তথ্যের বাংলা প্লাটফর্ম। এখানে বিশ্বের প্রযুক্তি সম্পৃক্ত সকল জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। “বাংলা টেকস্পট” এর লক্ষ্য সবার মাঝে প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দেয়া। আপনি যদি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সকল তথ্য পেতে চান তাহলে নিয়মিত চোখ রাখুন বাংলা টেকস্পট ব্লগে।

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।