শিক্ষা ও স্বাস্থ্য

মহাসাগর কাকে বলে? কয়টি ও কি কি?

আজকে আমরা জানবোঃ মহাসাগর কাকে বলে? মহাসাগর কয়টি ও কি কি? মহাসাগরের নাম, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?

মহাসাগর কাকে বলে?

অবস্থান, আয়তন ও গভীরতা অনুযায়ী বারিমণ্ডলের বৃহত্তম ও গভীরতম অর্থাৎ উন্মুক্ত বিস্তীর্ণ পানি রাশিকে মহাসাগর (Ocean) বলে।

মহাসাগর কাকে বলে কয়টি ও কি কি
মহাসাগর কাকে বলে কয়টি ও কি কি

মহাসাগর কয়টি ও কি কি?

পৃথিবিতে সর্বমোট ৫টি মহাসাগর রয়েছে।

মহাসাগরের নাম

১. প্রশান্ত মহাসগর

২. আটলান্টিক মহাসাগর

৩. ভারত মহাসাগর

৪. উত্তর মহাসাগর।

৫. দক্ষিণ মহাসাগর

পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি?

প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম মহাসাগর।

পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?

প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর।

প্রশান্ত মহাসাগর কোন দেশে অবস্থিত?

প্রশান্ত মহাসাগর কোন দেশে অবস্থিত নয়। তবে প্রশান্ত মহাসাগরের সীমান্তে বেশ কিছু মহাদেশের অবস্থান রয়েছে। এর পশ্চিম সীমান্তে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্তে রয়েছে উভয় আমেরিকা।

আরও পড়ুনঃ  ২১শে ফেব্রুয়ারি কি দিবস? ইতিহাস, শহীদদের নাম!

প্রশান্ত মহাসাগরের আয়তন কত?

প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। ইংরেজিতে একে বলে প্যাসিফিক ওশান (Pacific Ocean)।

প্রায় ২৫ হাজার দ্বীপসহ প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার, যা পৃথিবীপৃষ্ঠের প্রায় ৩২ শতাংশ, সমস্ত জলভাগের ৪৬ শতাংশ এবং পৃথিবীর সমস্ত ভূমিপৃষ্ঠের চেয়েও আয়তনে বেশি।

আটলান্টিক মহাসাগর কোন দেশে অবস্থিত?

আটলান্টিক মহাসাগর বর্তমানে ব্রাজিল ও লাইবেরিয়ার মাঝামাঝি এলাকায় ২ হাজার ৯০০ কিলোমিটার জুড়ে আছে। উত্তর আমেরিকা ও উত্তর আফ্রিকার মাঝের এলাকার জায়গা ৪ হাজার ৮০০ কিলোমিটার প্রশস্ত।

আরও পড়ুনঃ  পদ কাকে বলে? কত প্রকার ও কি কি?

আটলান্টিক মহাসাগরের গভীরতা কত?

আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা ৩,৬৪৬ মিটার(১১,৯৬২ ফুট) এবং সর্বাধিক গভীরতা “পুয়ের্তো রিকো ট্রেঞ্চ” ৮,৩৭৬ মিটার(২৭,৪৮০ ফুট)।

আটলান্টিক মহাসাগর কোথায় অবস্থিত?

আটলান্টিক মহাসাগরটি পূর্বদিকে ইউরোপ এবং আফ্রিকা এবং পশ্চিমে আমেরিকার অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে দীর্ঘায়িত, এস-আকৃতির অববাহিকা রূপে অবস্থিত।

বাংলা টেকস্পট

“বাংলা টেকস্পট” একটি প্রযুক্তি তথ্যের বাংলা প্লাটফর্ম। এখানে বিশ্বের প্রযুক্তি সম্পৃক্ত সকল জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। “বাংলা টেকস্পট” এর লক্ষ্য সবার মাঝে প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দেয়া। আপনি যদি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সকল তথ্য পেতে চান তাহলে নিয়মিত চোখ রাখুন বাংলা টেকস্পট ব্লগে।

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।