টেক জ্ঞানটেলিকম

রবিতে মিনিট চেক করার কোড ২০২৪ – Robi Minute Check Code 2024

২০২৪ সালে এসেও যারা রবি সিমের মিনিট চেক কোডগুলো জানতে চান, তাদের জন্যে এই আর্টিকেলটি খুবই প্রয়োজনীয়। এই আর্টিকেলে রবি মিনিট চেক কোড সহ অন্যান্য ব্যালেন্স চেক কোডও পেয়ে যাবেন।

প্রিয় পাঠক, রবি মিনিট চেক কোড ২০২৪ – Robi Minute Check Code 2024 আর্টিকেলে আপনাকে স্বাগতম। আমাদের দেশের অনেকেই রবি সিম ব্যবহার করে থাকে। কিন্তু নিয়মিত ব্যবহার না করার ফলে রবি মিনিট চেক করতে পারেনা। তাই তাদের কথা চিন্তা করে, এই আর্টিকেলে রবি মিনিট চেক করার সকল উপায় শেয়ার করেছি।

রবি মিনিট চেক কোড - Robi Minute Check Code
রবি মিনিট চেক কোড – Robi Minute Check Code

রবিতে মিনিট চেক করার কোড ২০২৪

রবি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী। আমার এই আর্টিকেলটি একটু খেয়াল করলে, রবি মিনিট চেক করতে আপনার কোন সমস্যা হবে না।

আরও পড়ুনঃ  গ্রামীন নাম্বার দেখার কোড | গ্রামীণ সিমের নাম্বার কিভাবে বের করে?

রবি মিনিট চেক করার একাধিক পদ্ধতি আছে। যখনই আপনি একটি মিনিট অফার কিনবেন তখন আপনার ফোনে SMS এর মাধ্যমে রবি মিনিটের ব্যালেন্স চেক কোড পাঠিয়ে দেওয়া হবে। যদি আপনি এসএমএস পাওয়ার সময় কোডটি নোট করেন তাহলে আপনাকে পরবর্তী কোডটি খুঁজতে হবে না।

রবি মিনিট চেক কোড – Robi minute check code

আমরা এখন আপনার সাথে আলোচনা করব কিভাবে খুব সহজ উপায়ে রবি মিনিটের ব্যালেন্স চেক করবেন। এই পদ্ধতিটি আপনাকে দেওয়া হচ্ছে যাতে করে আপনি খুব দ্রুত রবি মিনিট ব্যালেন্স চেক করতে পারেন।

How to check Robi minute balance

USSD কোড ডায়াল করে রবি মিনিট চেক করুন

  1. প্রথমে আপনার মোবাইল ডায়াল অপশনে যান 
  2. তারপর ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *222*2#
  3. টাইপ করার পর রবি সিম দিয়ে কল করুন
  4. তারপর আপনি আপনার ফোনের স্ক্রিনে রবি সিমের মিনিট ব্যালেন্স দেখতে পাবেন।
আরও পড়ুনঃ  এয়ারটেল সিমের সকল কোড নাম্বার, এমবি, টাকা, মিনিট দেখার কোড

রবি মিনিট চেক করার অন্য উপায়

আপনি একটি বিকল্প পদ্ধতি ব্যবহার করে রবি মিনিটের ব্যালেন্স চেক করতে পারেন। রবি অ্যাপের মাধ্যমে সহজেই মিনিট চেকসহ সকল ব্যালেন্স চেক করা যায়। রবি মিনিট চেক করার জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি করতে হবেঃ
১. প্রথমে গুগল প্লে-স্টোরে যান।
২. তারপর অনুসন্ধান বাক্সে “My Robi” টাইপ করুন।
৩. “My Robi” অ্যাপটি ইনস্টল করুন।
৪. আপনার নাম্বার দিয়ে লগইন করুন।
৫. এবার আপনি অ্যাপে রবি মিনিটের ব্যালেন্স চেক করতে পারেন।

রবি সিমের প্রয়োজনীয় কিছু ব্যালেন্স চেক কোড

• রবি সিমের নাম্বার কোডঃ *140*2*4#
• রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক কোডঃ *8444*88# অথবা *222*81#
• রবি সিমের ব্যালেন্স চেক কোডঃ *222#
• রবি সিমের মিনিট চেক কোডঃ *222 *3# এবং *222*9#
• রবি এমএমএস চেকঃ *222 *13#
• রবি সিমের কাস্টমার কেয়ার নাম্বারঃ 121
• রবি সিমের প্যাকেজ চেক কোডঃ *140 *14#
• রবি সিমের এসএমএস চেক কোডঃ *222 *10#

আরও পড়ুনঃ  সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৪ - All Sim Code 2024

শেষ কথাঃ বন্ধুরা এই ছিলো রবি মিনিট চেক কোড সম্পর্কিত কিছু তথ্য। আশা করি আপনারা এই পোস্টটি থেকে কিছু হলেও জানতে ও শিখতে পেরেছেন। আর রবি মিনিট চেক কোড নিয়ে আমার এই আর্টিকেল  আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনার কমেন্টকে অধিক মূল্যয়ন করি।

সম্পর্কিত আর্টিকেল

২টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।