বিশ্বের সবচেয়ে সেরা কোম্পানি Samsung বিশ্ববাজারে নিয়ে আসতে চলেছে একটি নতুন দুর্দান্ত স্মার্টফোন। সাধারণত Samsung কোম্পানি প্রতিটি ফোনেই নতুন নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে ফোন নিয়ে আসে। এবার ও Samsung কোম্পানি বাজারে আনতে যাচ্ছে – সবচেয়ে জনপ্রিয় সিরিজের স্মার্টফোন Samsung Galaxy Z Fold 4 5G।
এই ফোনটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ আগস্ট ২০২২ এ। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে এন্ড্রোয়েড ১২ এল। তবে বাংলাদেশ বাজারে কবে আসবে এই Samsung Galaxy Z Fold 4 5G তার সমন্ধে কোনো তথ্য জানা যাই নি। তা জানার সাথে সাথে আমরা আপনাদের জানিয়ে দিব। তাই আপনারা আমাদের সাথেই থাকুন।
তো চলুন জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Fold 4 5G এই ফোনটির স্পেসিফিকেশন।
Samsung Galaxy Z Fold 4 5G ফোনটির বডি ডিটেইলসঃ
Samsung Galaxy Z Fold 4 5গ এই ফোনের আনফোল্ড সাইজ ১৫৫.১ × ১৩০.১ × ৬.৩ মিমি। আর ফোল্ড সাইজ ১৫৫.১ × ৬৭.১ × ১৪.২-১৫.৮ মিমি।
এই ফোনটি বডি মেটেরিয়াল হিসেবে আনফোল্ড প্লাস্টিক ফন্ট, গ্লাস ব্যাক (গরিলা গ্লাস ভিকটেস+) আর এলুমিনিয়াম ফ্রেম এবং ফোল্ড হিসেবে গ্লাস ফন্ট (গরিলা গ্লাস ভিকটেস+) গ্লাস ব্যাক (গরিলা গ্লাস ভিকটেস+) এলুমিনিয়াম ফ্রেম।
Samsung Galaxy Z Fold 4 5G এই ফোনটির ওজন হবে ২৬৩ গ্রাম।
Samsung Galaxy Z Fold 4 5Gফোনটির ডিসপ্লে ডিটেইলসঃ
Samsung Galaxy Z Fold 4 5G এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকবে ৭.৬ ইঞ্চি এর ডিসপ্লে। ফোনটির রেজুলেশন হিসেবে থাকবে ১৮১২ × ২১৭৬ পিক্সেল।
ফোনটির পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে ৩৭৩ পিপিআই। এছাড়াও ফোনটিতে মাল্টিটাচ রয়েছে। Samsung Galaxy Z Fold 4 5G ফোনটির অন্যতম আরেকটি ফিচার হচ্ছে সেকেন্ডারি ডিসপ্লে।
সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে এতে থাকবে ৬.২ ইঞ্চি এর ডিসপ্লে এবং তার রেজুলেশন হিসেবে থাকবে ৯০৪ × ২৩১৬ পিক্সেল। ফোনটির ডিসপ্লে ডেনসিটি হিসেবে রয়েছে ৪০১ পিপিআই।
Samsung Galaxy Z Fold 4 5G ফোনটির নেটওয়ার্কঃ
Samsung Galaxy Z Fold 4 5G এই ফোনে ব্যবহৃত হয়েছে ৫জি নেটওয়ার্ক টেকনোলজি। এই ফোনটিতে দুইটি নেনো-সিম এবং একটি ই-সিম ব্যবহার এর সুবিধা রয়েছে।
এছাড়া ফোনটিতে থাকছে ২জি, ৩জি, ৪জি নেটওয়ার্ক স্পীড।
Samsung Galaxy Z Fold 4 5G ফোনটির পারফরম্যান্সঃ
Samsung Galaxy Z Fold 4 5G এই ফোনটি তে ওএস হিসেবে থাকবে এন্ড্রোয়েড ১২এল। এছাড়া কাস্টম ইউআই হিসেবে ১ ইউআই ৪.১.১।
Samsung Galaxy Z Fold 4 5G এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে সর্বকালের সেরা প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ যা ৪ নেনোমিটার টেকনোলজির উপর তৈরি।
সিপিইউ হিসেবে ব্যবহৃত হয়েছে অক্টা-কোর (১×৩.১৯ গিগাহার্জ কোরটেক্স এক্স২ এবং ৩×২.৭৫ গিগাহার্জ কোরটেক্স এ৭১০ এবং ৪×১.৮০ গিগাহার্জ কোরটেক্স এ৫১০)।
এছাড়া জিপিইউ হিসেবে ব্যবহৃত হয়েছে এড্রেনো ৬৭০ ৬৪ বিট।
Samsung Galaxy Z Fold 4 5G এর ক্যামেরা ডিটেইলসঃ
Samsung Galaxy Z Fold 4 5G এই ফোনটি ৩টি প্রাইমারি ক্যামেরা। যার মধ্যে ৫০ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা, ১০ মেগাপিক্সেল এর টেলিফোটো ক্যামেরা আর ১২ মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড ক্যামেরা।
যার রেজুলেশন হচ্ছে ৪০০০×৩০০০ পিক্সেল। Samsung Galaxy Z Fold 4 5G এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে এতে আছে 4+১০ মেগাপিক্সেল এর ক্যামেরা।
Samsung Galaxy Z Fold 4 5G এর আন-অফিশিয়াল দামঃ
Samsung Galaxy Z Fold 4 5G এর ফোনটির বর্তমান আন০অফিশিয়াল বাজার দাম হলো- ১২জিবি+২৫৬ জিবি ১,৮০,০০০ টাকা
শেষ কথাঃ Samsung Galaxy Z Fold 4 5G মোবাইলটি আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের আর্টিকেল চান সেটিও আমাদের জানাতে পারেন।
প্রযুক্তির সকল প্রকার আপডেট পেতে বাংলা টেকস্পট এর সাথেই থাকুন। ধন্যবাদ।