আমরা যারা গুগল মেইল ব্যবহার করি তারা প্রাপক অর্থাৎ To এর জায়গায় যার কাছে মেইল পাঠাবো তার মেইল অ্যাকাউন্ট অ্যাড্রেস দিয়ে থাকি।
কিন্তু To এর জায়গায় যে Cc ও Bcc দেখতে পাই তার অর্থ বা মানে কি আমরা জানি? যদি জেনে থাকেন তাহলে গুড লাক আর যদি না জানেন তাহলে চলুন জেনে নেই Cc ও Bcc এর অর্থ কি ও Cc ও Bcc এর কাজ কি।
Cc ও Bcc এর অর্থ কি?
Cc এর পূর্ণরূপ হলো Carbon copy যার বাংলা অর্থ হচ্ছে অনুলিপি। আর Bcc এর পূর্ণরূপ হলো Blind carbon copy যার বাংলা অর্থ অবিকল অনুলিপি।
বাংলা অর্থ জানার পর নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন এদুটো অপশনের কাজ কি। যদি আপনার আন্দাজের বাইরে হয় তাহলে নো টেনশন আমি বিষয়টি এক্সপ্লেইন করে দিচ্ছি।
Cc ও Bcc অপশন দুটির কাজ কি?
যে কোন বার্তা পাঠানোর সময় Cc বক্সে যাদের মেইল অ্যাড্রেস দিবেন তারা সবাই দেখতে পারবে বার্তাটি তাকে ছাড়া আর কাকে পাঠানো হয়েছে।
কিন্তু একই বার্তা পাঠানোর সময় Bcc বক্সে যাদের মেইল অ্যাড্রেস দিবেন তারা কখনো দেখতে পারবে না আপনি তাকে ছাড়া আর কাকে বার্তাটি পাঠিয়েছেন।