টিপস এন্ড ট্রিকস

ব্লগার সাইটে ফেসবুক পেজ প্লাগইন যুক্ত করার উপায় ২০২৩

ব্লগার সাইটে ফেসবুক পেজ প্লাগইন যুক্ত করার উপায় ২০২৩

আজকের এই আর্টিকেলে আমরা জানবো কিভাবে ব্লগার সাইটে সহজেই ফেসবুক পেজ প্লাগইন যুক্ত করবেন।

তবে তার আগে চলুন জেনে নেই ব্লগার সাইটে ফেসবুক পেজ প্লাগইন যুক্ত করার প্রয়োজনীয়তা কতটুকু ও এর উপকারিতা কি?

ফেসবুক পেজ প্লাগইন সাইটে কেন যুক্ত করবেন?

ওয়েবসাইটে ফেসবুক পেজ প্লাগইন যুক্ত করার বেশ কিছু কারণ রয়েছে, তবে তার মধ্যে অন্যতম হচ্ছে পেজে ফ্যান বৃদ্ধি করা। এছাড়াও ওয়েবসাইটে ফেসবুক পেজ প্লাগইন যুক্ত করার মাধ্যমে পেজে লাইক বাড়ানো, লাস্ট আপডেট ও বার্তা দর্শকের কাছে সহজেই পৌছানো যায়।

ফেসবুক পেজ প্লাগইন ওয়েবসাইটে যুক্ত করার সুবিধা

ফেসবুক পেজ প্লাগইন ওয়েবসাইটে যুক্ত করার ফলে আপনি অনেক সুবিধা পাবেন, যেমনঃ ফেসবুক পেজে লাইকের সংখ্যা বাড়ানো, পাঠকের কাছে সহজেই পোস্ট পৌঁছানো ইত্যাদি। তো চলুন জেনে নেই কিভাবে ব্লগার সাইটে ফেসবুক পেজ প্লাগইন যুক্ত করবেন।

আরও পড়ুনঃ  ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট ও এক্সটেনশন টুলস

ওয়েবসাইটে ফেসবুক পেজ প্লাগইন যুক্ত করার উপায়

  • প্রথমে blogger.com এ প্রবেশ করুন।
  • তারপর ব্লগার ডেশবোর্ড থেকে “Layout” অপশনে যান।
  • এবার আপনার থিমের সাইডিবার থেকে “Add a Gadget” এ ক্লিক করুন।
  • তারপর সেখান থেকে “HTML/JavaScript” এ ক্লিক করুন।
  • তারপর টাইটেল এর জায়গায় “ফেসবুক পেজ” লিখুন এবং Content এর জায়গায় নিচের কোড কপি করে পেস্ট করুন।

<iframe src="https://www.facebook.com/plugins/page.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2F YOUR_PAGE_USERNAME %2F&tabs=timeline&width=340&height=70&small_header=true&adapt_container_width=true&hide_cover=false&show_facepile=true&appId=955559568183370" width="340" height="70" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

  • এবার “Facebook.com এর পরে “YOUR_PAGE_USERNAME” এর জায়গায় আপনার ফেসবুক পেজের ইউজার আইডি বসিয়ে সেভ বাটনে ক্লিক করুন। 
  • সেভ করার পর আপনার সাইটে গিয়ে রিফ্রেশ করুন।
  • সবকিছু ঠিকঠাক থাকলে আপনার সাইটে ফেসবুক পেজ প্লাগইন যুক্ত হয়ে যাবে।
আরও পড়ুনঃ  ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে অনলাইনে আয় ২০২৩

আশা করছি আমাদের পোস্ট ফলো করে আপনি সফলভাবে আপনার সাইটে ফেসবুক পেজ প্লাগইন যুক্ত করতে সক্ষম হয়েছেন। কোন প্রকার সমস্যার সম্মূখীন হলে অবশ্যই কমেন্ট করুন।

ধন্যবাদ।

মোঃ আশিক মিয়া

মাতৃভাষায় প্রযুক্তি জ্ঞান ছড়ানোর ক্ষুদ্র প্রয়াস। ভালো লাগে প্রযুক্তির জ্ঞান বাংলা ভাষাভাষীদের সাথে ভাগ করে নিতে।

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।