ফেসবুকে অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব করা এখন খুবই কমন বিষয়। যদিও এটা ফেসবুক থেকে নিষিদ্ধ, তবুও আমরা মানছি কই। ফেসবুকে বন্ধু যেমন বানানো যায়, বন্ধু তেমন হটানো যায়। তাই এ নিয়ে দুশ্চিন্তায় থাকার কিছু নেই।
তবে দুশ্চিন্তা তখন হয়, যখন অসাধু কোন ব্যক্তির সাথে পরিচিত হওয়ার পর তার হুমকি – ধামকি শুনতে হয়। এরকমটা মেয়েদের সাথে বেশী হয়। তবে এটা নিয়ে বেশী দুশ্চিন্তা না করে শুধু তাকে ব্লক করে থামিয়ে দেওয়া যাবে, যদি ব্যক্তিগত সেস্নেটিভ তথ্য তার কাছে না থাকে।
যদি অপরিচিত লোকের কাছে আপনার সেন্সেটিভ ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও থাকে তাহলে তা আইনি প্রক্রিয়ায় সমাধান করুন। আর যদি এমন কিছু তার কাছে না থাকে তাহলে নিচের স্টেপগুলো ফলো করে তাকে ব্লক করে দিন।
মেসেঞ্জারে কাউকে ব্লক করতে নিচের স্টেপগুলো ফলো করুন।
- প্রথমে মেসেঞ্জারে প্রবেশ করুন।
- তারপর যাকে ব্লক দিবেন তার প্রোফাইল খুজে বের করুন।
- তারপর প্রোফাইল ওপেন করুন।
- ওপেন করার পর উপরের ডান দিকে (i) বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
- তারপর নিচের দিকে যান, একদম নিচের দিকে “Block” লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
- তারপর “Block Messages and Calls” ও “Block on Facebook” লেখার পাশে মাইনাস বাটন ক্লিক করে ব্লক সম্পন্ন করুন।
আশা করি আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনি সামান্য হলেও উপকৃত হয়েছেন এবং যদি আপনি প্রযুক্তি সম্পর্কৃত আরো নতুন তথ্য পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ