মোবাইল রিভিউরিভিউ

ওপ্পো F21 প্রো 5G অফিসিয়াল বাংলাদেশ দাম ও স্পেসিফিকেশন

OPPO F21 Pro 5G Mobile Price in Bangladesh

সম্প্রতি বাংলাদেশে অফিসিয়ালি অপ্পো তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে। স্মার্টফোনটি একটি 5G ভ্যারিয়েন্টের ফোন যার নাম/ মডেল হলো OPPO F21 Pro 5G।

২রা জুন সন্ধ্যা ৭টায় লাইভ ইভেন্টের মাধ্যমে স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে অপ্পো বাংলাদেশ।

হাইলাইটেড ফিচার

OPPO F21 Pro 5G ফোনটিতে বেশ কিছু হাইলাইটেড ফিচার যুক্ত করেছে অপ্পো, যার মধ্যে অন্যতম হলো ফোনটির বডি কালার। ফোনটি সর্বমোট দুটি কালারে বাংলাদেশে পাওয়া যাবে বলে জানিয়েছে অপ্পো বাংলাদেশ।

দুটো কালারের মধ্যে একটি হলো রেইনবো স্প্যাকট্রাম এবং অন্যটি হলো কসমিক ব্ল্যাক। দুটি কালারের মধ্যে অবশ্যই রেইনবো স্প্যাক্ট্রাম এর দিকেই ব্যবহারকারীরা বেশী ঝুকবে।

আরও পড়ুনঃ  Infinix Hot 12 Pro কবে ভারতে লঞ্চ হচ্ছে এবং তার স্পেসিফিকেশন

এই রেইনবো স্প্যাকট্রাম কালারটি মূলত রংধনুর রঙ এর মতো। স্মার্টফোনটির নড়াচড়া করার ফলে ফোনের ব্যাকসাইডে রংধনুর রঙের মতো ইফেক্ট দেখা যায়, তাই অপ্পো এর নাম দিয়েছে রেইনবো স্প্যাকট্রাম।

ব্যাটারি সেকশন

OPPO F21 Pro 5G স্মার্টফোনটিতে অন্যসব ফোনগুলোর মতো ৪৫০০ এম্পিয়ারের একটি নন রিমোভাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যাতে ৩৩ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে।  ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ইউজাররা এই ফোনটিকে ৬৩ মিনিটে ফুল চার্জ করতে সক্ষম হবে বলে জানিয়েছে অপ্পো।

এছাড়াও এই ফোনটিতে রয়েছে ইউএসবি পাওয়ার ডেলিভারি ও রিভার্স চার্জিং প্রযুক্তি।

ক্যামেরা সেকশন

OPPO F21 Pro 5G ফোনের পেছনে সর্বমোট ৩টি ক্যামেরা সেটাপ দেয়া হয়েছে যার একটি ৬৪ মেগাপিক্সেলের মেইন শুটার, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ শুটার।

সামনের দিকে রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা দিয়ে সেল্ফি সহ ১০৮০ পিক্সেলের ভিডিও করা যাবে।

স্টোরেজ সেকশন

OPPO F21 Pro 5G ফোনের স্টোরেজে রয়েছে UFS2.2 এর ১২৮জিবি ইন্টারনাল মেমোরি এবং র‍্যাম হিসেবে আছে ৮জিবি যার টাইপ হলো LPDDR4x।

ডিসপ্লে সেকশন

ফোনটির ডিসপ্লে সেকশনে আছে ৬.৪৩ ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল যার রেজুলেশন হলো ১০৮০x২৪০০ পিক্সেল। ডিসপ্লে প্রটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে স্কট জেনসেশন গ্লাস।

আরও পড়ুনঃ  সেরা ৫টি গেমিং ফোন ২০২৩ - বাংলাদেশ ও বিশ্বের বেস্ট গেমিং মোবাইল

পারফরম্যান্স সেকশন

OPPO F21 Pro 5G ফোনটিতে এন্ড্রয়েড ১২ এর উপর ভিত্তি করা কালার ওএস ১২ ব্যবহার করা হয়েছে। ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে কুয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট যা ৬ ন্যানোমিটারের একটি চিপসেট।

ফোনটিতে সিপিইউ হিসেবে আছে অক্টা কোর ২.২ গিগাহার্জ এবং জিপিইউ হিসেবে আছে এড্রেনো ৬১৯।

অন্যান্য ফিচার

OPPO F21 Pro 5G ফোনটিতে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সহ বাদ বাকি সব সেন্সরি রয়েছে। ওয়াইফাই, ব্লুটুথসহ এতে এনএফসি পোর্ট ও ইউসবি টাইপ সিও রয়েছে। তবে এই ফোনে কোন প্রকার এফএম রেডিও থাকছেনা।

OPPO F21 Pro 5G বাংলাদেশ দাম

OPPO F21 Pro 5G ফোনটি বাংলাদেশে ২রা জুনে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশে OPPO F21 Pro 5G ফোনটির অফিসিয়াল দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।