ইসলামিক পোস্ট

এশার নামাজ কয় রাকাত ও কি কি? এশার নামাজের নিয়ম ও নিয়ত বাংলা ও আরবিতে

জানুন, এশার নামাজ কয় রাকাত? এশার নামাজের সময়, এশার নামাজের নিয়ম, এশার নামাজের বাংলা ও আরবি নিয়ত, বাংলা উচারণসহ এশার নামাজের নিয়ত।

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আজকে আপনাদের জন্য এই আর্টিকেলের মাধ্যমে নিয়ে আসলাম এশার নামাজ কয় রাকাত ও কি কি? এশার নামাজের নিয়ম ও নিয়ত বাংলায়। তাহলে চলুন জেনে নেই এশার নামাজ মোট কয় রাকাত ও কি কি

এশার নামাজের ওয়াক্ত – আজকের এশার নামাজের ওয়াক্ত

সূর্য অস্ত যাওয়ার পর যখন পশ্চিম আকাশে ঘন্টাখানেক লাল বর্ন থাকে কিন্তু এই লাল বর্ণ চলে গিয়ে কিছুক্ষন পর সাদা বর্ণ দেখা যাবে। এই লাল বর্ণ চলে গিয়ে সাদা বর্ণ দেখা যাওয়ার সময় থেকে এশার নামাজের ওয়াক্ত শুরু করে।

কিন্তু আমাদের ইমাম আযম হযরত আবু হানিফা (রাঃ) বলেন সাদা বর্ণ দেখা গেলেই এশার নামাজের ওয়াক্ত শুরু হয় না। সাদা বর্ণ গিয়ে কালা বর্ণ দেখা না গেলে এশার নামাজ আদায় করা উচিৎ না।

এই লাল বর্ণ দূর হওয়ার পর থেকে সারা রাত এশার নামাজের ওয়াক্ত। কিন্ত রাতের তিন ভাগের এক ভাগ পর্যন্ত মুস্তাহাব ওয়াক্ত।

রাত দ্বিপ্রহর পর্যন্ত মুবাহ ওয়াক্ত রাত দ্বিপ্রহরের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত এশার নামাজের মাকরূহ ওয়াক্ত। এশার নামাজ রাতের এক তৃতীয়াংশ অতীত হওয়ার পূর্বেই এশার নামাজ আদায় করা উচিৎ।

কোনো কারণবশত রাত দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত দেরী করার অনুমতি আছে, কিন্তু বিনা কারণে রাত দ্বিপ্রহরের পর এশার নামাজ আদায় করা মাকরূহ। ইশার নামাজ সামান্য বিলম্বে আদায় করা মুস্তাহাব।

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, মহানবী (সাঃ) ইরশাদ করেছেন, আমি যদি আমার উম্মতের কষ্টের আশংকা না করতাম তাহলে তাদেরকে এশার নামাজ রাতের এক তৃতীয়াংশ বা অর্ধরাত্রি পর্যন্ত পিছিয়ে নামাজ আদায় করার নির্দেশ দিতাম। (তিরমিযী)।

অবশ্য মুসল্লিদের উপস্থিতির দিকে লক্ষ্য রেখেই নামাজকে একটু আগে পিছে আদায় করতে হবে। বুখারী ও মুসলিম শরীফে হযরত জাবেব (রাঃ) হতে বর্ণিত,

মহানবী (সাঃ) লোক সমাগম হলে এশার নামজ একটূ আগে আদায় করে নিতেন, এবং তাদের সংখ্যা কম হলে একটু দেরী করে আদায় করতেন।

এশার নামাজের ফজিলত

হযরত উসমান (রাঃ) হতে বর্ণিত, মহানবী (সাঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করেছে সে যেনো অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করেছে। (মুসলিম)।

এশার নামাজ কয় রাকাত ও কি কি? এশার নামাজের নিয়ম ও নিয়ত বাংলা ও আরবিতে
এশার নামাজ কয় রাকাত ও কি কি? এশার নামাজের নিয়ম ও নিয়ত বাংলা ও আরবিতে

এশার নামাজ কয় রাকাত ও কি কি

এশার নামাজ মোট ১৫ রাকাত

  • চার রাকাত সুন্নত
  • চার রাকাত ফরজ
  • দুই রাকাত সুন্নত
  • দুই রাকাত নফল
  • তিন রাকাত বিতর

এশার চার রাকাত সুন্নত নামাজের আরবি নিয়ত

توی ان صلى الله تعالى اربع ركعات صلوة العشاء ته رسول الله تعالی متوجها الى جهة الكعبة الشريفة
الله أكبر

এশার চার রাকাত সুন্নত নামাজের আরবি নিয়তের বাংলা উচ্চারণ

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাক আতি ছালাতিল এশায়ে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

এশার চার রাকাত সুন্নত নামাজের বাংলা নিয়ত বা অর্থ

আমি আল্লাহর উদ্দেশে কেবলামুখী হয়ে এশার চার রাকাত সুন্নাত নামাজ আদায় করার নিয়ত করিলাম আল্লাহু আকবার।

এশার চার রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ম

এশার চার রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ম যোহর চার রাকাত সুন্নত নামাজের মতোই। শুধু নিয়তের সময় যোহরের চার রাকাত সুন্নত কথাটি বাদ দিয়ে এশার চার রাকাত সুন্নত কথা বলতে হবে।

চার রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়মের জন্য যোহরের চার রাকাত সুন্নত নিয়ম অনুসরণ করা যায়।

এশার চার রাকাত ফরয নামাজের আরবি নিয়ত

تويت أن أصلى لله تعالى اربع ركعات صلوة العشاء فرض الله تعالی متوجها الى جهة الكعبة الشريفة الله
اکبر

এশার চার রাকাত ফরয নামাজের আরবি নিয়তের বাংলা উচ্চারণ

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকআতি ছালাতিল ইশাই ফারদ্ধুল্লাহি তা আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

এশার চার রাকাত ফরয নামাজের বাংলা নিয়ত বা অর্থ

আমি আল্লাহর উদ্দেশে কেবলামুখী হয়ে এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত বাঁধিলাম আল্লাহু আকবার।

আপনি যদি ইমাম সাহেবের পিছুনে জামাতে নামাজ আদায় করেন তাহলে ফারদুল্লাহি তা আলার পর বলবেন ইকৃতাদাইতু বিহাযাল ইমাম বলে তারপর বাকী আংশ পাঠ করবেন।

এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ম

এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ম যোহর চার রাকাত ফরজ নামাজের মতোই। শুধু নিয়তের সময় যোহরের চার রাকাত ফরজ কথাটি বাদ দিয়ে এশার চার রাকাত ফরজ কথা বলতে হবে।

যোহর চার রাকাত ফরজ নামাজের সময় কিরাআত নিঃশব্দে পাঠ করতে হয় এবং এশার চার রাকাত নামজের সময় কিরাআত উচ্চস্বরে পাঠ করতে হয়। জামাতে নামাজ আদায় করার সময় ইমাম সাহেবের পিছনে কোনো সূরা বা কিরাআত পাঠ করতে হয় না।

ইমামের কিরাআত মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়। চার রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়মের জন্য যোহরের চার রাকাত ফরজ নিয়ম অনুসরণ করা যায়।

এশার দুই রাকাত সুন্নত নামাজের আরবি নিয়ত

تو آن اصلی لله تعالی رکعتی صلوة العشاء شتة رول الله تعالی متوجها الى جهة الكعبة الشريفة الله أكبر

এশার দুই রাকাত সুন্নত নামাজের আরবি নিয়তের বাংলা উচ্চারণ

নাওয়াইতুন আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই ছালাতিল এশায়ে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

এশার দুই রাকাত সুন্নত নামাজের বাংলা নিয়ত বা অর্থ

আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে এশার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত বাঁধিলাম আল্লাহু আকবার।

এশার দুই রাকাআত সুন্নত নামাজ আদায় করার নিয়ম

এশার দুই রাকাত সুন্নত নামাজের নিয়ম ফজরের দুই রাকাত সুন্নত নামাজের মতোই। শুধু ফজরের দুই রাকাত সুন্নত নামাজের জায়গায় এশারের দুই রাকাত সুন্নত কথাটি বলবেন।

এশার দুই রাকাত সুন্নত নামাজের নিয়মের জন্য ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ম অনুসরণ করুন।

এশার দুই রাকাত নফল নামাজের আরবি নিয়ত

تويت أن أصلى لله تعالی رکعتی صلوة العشاء فل متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر

এশার দুই রাকাত নফল নামাজের আরবি নিয়তের বাংলা উচ্চারণ

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকায়াতাই ছালাতিন নাফলি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

এশার দুই রাকাত নফল নামাজের বাংলা নিয়ত বা অর্থ

আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করিলাম, আল্লাহু আকবার।

এশার দুই রাকাআত নফল নামাজ আদায় করার নিয়ম

দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ম আর দুই রাকআত নফল নামাজ আদায় করার নিয়ম একই। শুধু নিয়তের সময় সুন্নতের জায়গায় নফল বলতে হবে।

এশার নামাজ কয় রাকাত ও কি কি নিয়ে শেষ কথাঃ

এই আর্টিকেলের মাধ্যমে আমরা এতোক্ষন জানলাম এশার নামাজ কয় রাকাত ও কি কি? এশার নামাজের বাংলা নিয়ম, আরবি নিয়ত ও বাংলা নিয়ত, এশার নামাজ পড়ার নিয়ম, এশার চার রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ত ও নিয়ম, এশার চার রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ত ও নিয়ম, এশার দুই রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ত ও নিয়ম, এশার দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত ও নিয়ম ও এশার নামাজের ওয়াক্ত।

আমাদের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর্টিকেল বিষয়ে যেকোন মতামত কমেন্টে জানিয়ে দিন। আপনারা যদি এই রকম নিত্য নতুন পোস্ট পেতে চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করে পাশেই থাকুন। ধন্যবাদ।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।