অনেকেই একটি ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে চায়। বর্তমানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, তার মধ্যে ডাউনলোড সাইট একটি।
ধরুন কোনো একজনের একটি মুভি দরকার। আপনি সেই মুভি আপনার ওয়েবসাইটে আগে থেকেই আপলোড দিছেন এখন সেখান থেকে সেই লোক মুভি ডাউনলোড করতে পারবে। এরকম ওয়েবসাইট গুলোকে ডাউনলোড ওয়েবসাইট বলে।
বর্তমানে মুভি ডাউনলোড ওয়েবসাইট অনেক জনপ্রিয় এবং ভিউয়ারস অনেক বেশি আসে। আবার অনেকের আশা থাকে গুগল এডসেন্স থেকে ইনকাম করার কিন্তু ডাউনলোড সাইটে আবার এডসেন্স এপ্রুভ দেয়না। তাই বলে কি ডাউনলোড সাইট থেকে ইনকাম করা যাবে না?
অবশ্যই যাবে। আপনি ডাউনলোড সাইটে থেকেও ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন আজ সে বিষয় নিয়েই আলোচনা করবো।
সেফলিংক
বর্তমানে ডাউনলোড সাইট থেকে ইনকাম করার সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো সেফলিংক। এই পদ্ধতিতে ভিজিটর যখন লিংকে ক্লিক করে তখন তাকে বিভিন্ন ধরনের পেজে নিয়ে যায়।
সেগুলো আপনার কাছ থেকে নির্ধারণ করা থাকবে। আপনি যে পেজ গুলো সেফলিংকের জন্য বাছাই করবেন শুধু সেই পেজ গুলোতে নিয়ে যাবে।এভাবে আপনি স্পন্সর নিয়ে ইনকাম করতে পারেন অথবা নিজের অন্য কোনো সাইট প্রমোট করতে পারেন। অনেক বড় বড় ডাউনলোড সাইট সেফলিংকের মাধ্যমে ইনকাম করে থাকে।
তারা সাধারণত স্পন্সর নিয়ে ইনকাম করে। আপনার সাইটে যদি ভিজিটর ভালো থাকে তাহলে সেফলিংকের মাধ্যমে ইনকাম করতে পারেন।
শর্টলিংক
সেফলিংকের মতো আরেকটি ইনকামের পদ্ধতি হলো শর্টলিংক। বিভিন্ন ধরনের সাইট আছে যেখানে বড় বড় লিংক গুলোকে একদম শর্ট করে দেয়। এগুলোর মধ্যে কিছু সাইট পেমেন্ট দেয়না আবার কিছু সাইট দেয়।
যেসব সাইট গুলো পেমেন্ট করে তাদের লিংকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখায়। এই বিজ্ঞাপন গুলোই সেই সাইটের ইনকাম। এখন আপনি যেহেতু তাদের লিংক প্রচার করে বেড়াচ্ছেন তাই তারা আপনাকে কিছু পেমেন্ট দেবে।
এভাবেই শর্টলিংক থেকে ইনকাম হয়। শুধু ডাউনলোড সাইটের ক্ষেত্রে নয় বিভিন্ন ইউটিউবার এইভাবে ইনকাম করে থাকে। এখন ডাউনলোড সাইটে যেহেতু কোনো কিছু ডাউনলোড করতে হলে লিংকে ক্লিক করা লাগে তাই আপনি সহজেই লিংকের শর্ট করে ইনকাম করতে পারবেন।
থার্ড পার্টি এড নেটওয়ার্ক
গুগল এডসেন্স ছাড়াও আরো এড নেটওয়ার্ক আছে যেগুলো ডাউনলোড সাইট এপ্রুভ দিয়ে থাকে। তাদের থেকে ইনকাম কম হলেও পেমেন্ট তাড়াতাড়ি পাওয়া যায়। আপনার সাইটে যদি ভালো পরিমাণ ভিজিটর থাকে তাহলে এইসব এড নেটওয়ার্ক ব্যবহার করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন।
প্রধান বিষয় হলো এইসব এড নেটওয়ার্কে কিছু 18+ কন্টেন্ট থাকে। এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। বিভিন্ন ধরনের এড নেটওয়ার্ক আছে তাই কিছু ফেক হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই সঠিক এড নেটওয়ার্ক বেছে বিজ্ঞাপন দেখান।
এই ছিলো আজকের আলোচনা আশাকরি ভালো লেগেছে। পরবর্তীতে আরো গুরুত্বপুর্ন এবং শিক্ষামূলক আলোচনা নিয়ে হাজির হবো। ততদিন সবাই ভালো থাকবেন।