টেক জ্ঞান

গুগল অ্যাডসেন্স কি? গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে আয় করে? ২০২২

গুগল অ্যাডসেন্স নিয়ে জানার আগ্রহ প্রায় সকলেরই থাকে। সবার মনে গুগল অ্যাডসেন্সকে ঘিরে নানা প্রশ্ন থাকে যেমনঃ গুগল অ্যাডসেন্স কি? গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে আয় করে? গুগল অ্যাডসেন্সে আয় কিভাবে হয়? গুগল অ্যাডসেন্স কিভাবে টাকা দেয়? ইত্যাদি।

এসব প্রশ্নের উত্তর ও গুগল অ্যাডসেন্স এর বিষয়ে নানা তথ্য নিয়েই আজকের এই পোস্ট। সুতরাং পোস্টের সকল বিষয় বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। আশা করছি এই পোস্টে আপনার অজানা তথ্য ও প্রুশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। 

গুগল অ্যাডসেন্স কি?

গুগল অ্যাডসেন্স হলো গুগল দ্বারা নিয়ন্ত্রিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি মূলত একটি লাভ-অংশিদারী প্রকল্প যার দ্বারা ব্যবহারকারী তার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন ব্যবহার করে অর্থ উপার্জন করতে সক্ষম হন।

গুগল অ্যাডসেন্স কিভাবে আয় করে?

গুগল অ্যাডসেন্স মূলত বিজ্ঞাপন ব্যবহার করে আয় করে এবং সে আয়ের অংশ ব্যবহারকারীর সাথে ভাগ করে নেয়।

আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন মাঝেমধ্যে ভিডিও শুরুর আগে একধরনের ভিডিও বিজ্ঞাপন দেখতে পাই এবং অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ভিজিট করলে বিজ্ঞাপন দেখা যায়। গুগল অ্যাডসেন্স মূলত সেই বিজ্ঞাপন ব্যবহার করে আয় করে এবং এই আয় ব্যবহারকারীর সাথে ভাগ করে নেয়।

গুগল অ্যাডসেন্সে আয় কিভাবে হয়?

যেমনটা আগেই বলেছি, গুগল অ্যাডসেন্স মূলত বিজ্ঞাপন ব্যবহার করে আয় করে। আপনি যখন আপনার সাইট ও আপনার ইউটিউব চ্যানেল গুগল অ্যাডসেন্স এর দ্বারা অ্যাপ্রুভ করিয়ে সাইটে ও ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখাবেন তখন সে বিজ্ঞাপনে ক্লিক পরলে সেখান থেকে একটা পরিমাণ অর্থ উপার্জন হবে। এবং সেই আয় থেকে উপার্জিত অর্থের অংশ গুগল অ্যাডসেন্স ও আপনার মাঝে ভাগ হবে। এভাবেই গুগল অ্যাডসেন্স হতে আয় হয়।


অনেকে মনে করেন শুধুমাত্র বিজ্ঞাপন দেখালেই আয় হয়। কিন্তু এধারনা সম্পূর্ণ ভুল। চ্যানেলে ও সাইটে দেখানো বিজ্ঞাপনে ক্লিক করলেই আয় হবে নতুবা কোন আয় হবে না।

গুগল অ্যাডসেন্স কিভাবে টাকা দেয়?

গুগল অ্যাডসেন্স ক্লিক ও সিপিসি এর উপর ভিত্তি করে আপনাকে টাকা দিবে। ক্লিক আর সিপিসি গুনন করে যে পরিমাণ অর্থ আসবে সেটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়া হবে।

যখন আপনার অ্যাকাউন্টে ১০০ ডলার যোগ হবে তখন গুগল অ্যাডসেন্স আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে।

শেষ কথাঃ আশা করছি আমার এই পোস্ট থেকে গুগল অ্যাডসেন্স এর বিষয়ে কিছু হলেও জানতে পেরেছেন। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার কমেন্ট অধিক মূল্যয়নের সাথে দেখে থাকি।

ধন্যবাদ

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।