বিভাগ বহির্ভূত

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৪

যেসব ডকুমেন্ট লাগবে

  • ১.পাসপোর্ট
  • ২.অনলাইন ভিসা এপ্লিকেশন ফর্ম(অনলাইন থেকে
  • ৩.অনলাইন পেমেন্ট স্লিপ
  • ৪.২/২ ছবি(সাদা ব্যাকগ্রাউন্ড)
  • ৫.পাসপোর্ট এর ফটোকপি
  • ৬.নেশনাল আইডি কার্ডের ফটোকপি/জন্মনিবন্ধন
  • ৭.ব্যাংক স্টেটমেন্ট/ডলার ইনভেস্ট
  • ৮.পেশাগত প্রমানপত্র (অনাপত্তি সনদ)/স্টুডেন্ট কার্ড
  • ৯.অফিস আইডি কার্ড/ভিজিটিং কার্ড
  • ১০.কোভিড ১৯ এর ফটোকপি
  • ১১.ইউটিলিটি বিলের কপি(বিদ্যুৎ /গ্যাস)

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে কতদিন লাগে?

উপরের আলোচনা থেকে আমরা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা সম্পর্কে বিভিন্ন বিষয় জানলাম। তো এবার আমাদের জানতে হবে যে, ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে কতদিন লাগে।

সাধারনত একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার টুরিস্ট ভিসা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবেনা। কেননা, আপনি যদি ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন করার সময় সকল ডকুমেন্টস সঠিক ভাবে প্রদান করেন। তাহলে আপনি ভিসার আবেদন করার পরবর্তী ৩ থেকে ৭ দিনের মধ্যেই আপনার ভিসা সংগ্রহ করতে পারবেন।

ভিসা ফি

বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতীয় ভিসার জন্য আবেদন করতে কোন ভিসা ফি লাগবে না। তবে ভিসা প্রসেসিং ফি (ভিপিএফ) হিসেবে ৮০০ টাকা প্রদান করতে হবে।

যারা বাংলাদেশ থেকে ভ্রমন করার জন্য ইন্ডিয়ান যেতে যাচ্ছেন এবং যাদের পুরনো ভিসা রয়েছে যার মেয়াদ এখনো রয়েছে তাদেরকে আবার নতুন করে ভিসা করতে হবে

অর্থ্যাৎ পুরনো ভিসায় ইন্ডিয়া ভ্রমন করা যাবে না। তাছাড়া, ইন্ডিয়ান ভিসা অফিস জানিয়েছে নতুন টুরিস্ট ভিসার মেয়াদ ৬ মাস করা হয়েছে।

অর্থ্যাৎ আপনারা যারা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করবেন তাদের মেয়াদ হবে ৬ মাস।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।