বাংলাদেশের মোবাইল ফোনভিত্তিক মানি ট্রান্সফার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে বিকাশের যথেষ্ট সুনাম রয়েছে। অনেকের এমন অবস্থা হয়ে যে বিকাশ ছাড়া যেনো চলেই না।
এমন পরিস্থিতিতে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জেনে আজ থেকেই বিকাশ ব্যবহার শুরু করা উচিত। পাশাপাশি জেনে রাখা উচিত বিকাশ অ্যাপ ব্যবহারের নিয়ম। চলুন বিস্তারিত জানি।
বিকাশ একাউন্ট পরিচিতি
বিকাশ কোম্পানিকে ব্যবহার করে অনলাইনে ঘরে বসে লেনদেন করতে হলে বিকাশ কোম্পানিতে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। সেই একাউন্টকেই মূলত বলা হচ্ছে বিকাশ একাউন্ট। এই একাউন্টের মাধ্যমে আপনি ঘরে বসে যেসব কাজ করতে পারবেন সেসব কাজ হলো:
- নগদ অর্থ জমা করা
- নগদ অর্থ উত্তোলন করা
- ঘরে বসে টাকা পাঠানো
- ঘরে বসে টাকা যোগ করা
- ঘরে বসেই রেমিট্যান্স পাওয়া
- মোবাইল রিচার্জ করা
- যেকোনো প্রোডাক্টের মূল্য প্রদান
- কারেন্টের বিল দেওয়া ইত্যাদি
গ্রাহককে পুর্ণাঙ্গ তথ্য দিয়ে একটি নির্ধারিত গ্রাহক নিবন্ধন ফর্ম করতে হয়। এরপরই বিকাশ কতৃপক্ষ আপনাকে তাদের সার্ভিস ব্যবহার করার সুযোগ করে দেবে
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
ঘরে বসে অনলাইনের সাহায্যে ঝামেলা ছাড়াই লেনদেন করতে বিকাশ একাউন্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে তো জানলেন!
এবার চলুন যাদের স্মার্টফোন নেই তাদের উদ্দেশ্যে আলোচনা করা যাক অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম হিসেবে নিচের টিপসগুলি ফলো করুন:
- *২৪৭# লিখে ডায়াল করুন
- Activate Mobile Menu অপশনে ক্লিক করুন
- বিকাশ একাউন্টের জন্যে মনে রাখার মতো ৫ ডিজিটের একটি কোড নাম্বার দিন
- কনফার্ম করার জন্য প্রথমে দেওয়া কোডটি আবার দিন
- এরপর কোনো একটি দোকানে গিয়ে কেওয়াইসি ফর্মটি পূরণ করুন
- ফর্মটি পূরণ করতে অবশ্যই নিজের সঠিক তথ্য এবং এনআইডি ব্যবহার করুন
- ৭২ ঘন্টার মতো অপেক্ষা করে ব্যবহার করুন বিকাশ সুবিধা
অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ফলো করে আপনাকে ফর্ম ফিলআপের জন্যে দোকানে যেতে হলেও আপনি চাইলে সহজে অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে জানতে হবে অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম। অর্থ্যাৎ:
- প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন
- মোবাইলে অ্যাপ ওপেন করে রেজিষ্ট্রেশন নামক অপশনটিতে ক্লিক করুন
- বিকাশ একাউন্ট খুলতে চাওয়া নাম্বারটি এবার টাইপ করুন
- তা সিলেক্ট করুনসিমে পাঠানো ৬ ডিজিটের ওটিপি বসিয়ে নিন
- এরপর বিকাশের শর্তাবলীগুলি পড়ে ওকে অপশন চাপুন
- এবার এনআইডি কার্ডের সামনের এবং পেছনে অংশটি স্ক্যান করুন
- এনআইডির তথ্য ঠিক আছে কিনা তা দেখুন
- এবার নিজের একটি সেলফি তুলুন বিকাশে
- সবশেষে সাবমিট করুন এবং কনফার্মেশন ম্যাসেজ পেলে বিকাশ আবারও ওপেন করুন
- ওটিপি দিয়ে এবার মনে রাখার মতো ৫ ডিজিটের একটি গোপন পাসকোড দিন
- পাসকোডটি কনফার্ম করে এবার বিকাশে লগইন করুন
মনে রাখবেন বিকাশ একাউন্ট অ্যাপে খোলাটা অনেক সোজা। আপনাকে খুব একটা প্যারা খেতে হবে। দোকানেও যেতে হবে না। বরং ঘরে বসেই কাজটা সারতে পারবেন।
তবে সেলফি নেওয়ার সময় যদি সমস্যা হয় সেক্ষেত্রে বারবার ট্রাই করবেন। ২ বারের মতো সেলফি তুলবেন। ১ বার চোখ বন্ধ করে আবার চোখ খুলে সেলফি তুলতে পারলে আশা করি বিকাশের সেলফির সমস্যাটা আর দেখা দেবে না।
বিকাশ পার্সোনাল রিটেইলিং একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি বিকাশ পার্সোনাল রিটেইলিং একাউন্ট খুলতে চান তাহলে এই একাউন্ট খোলার নিয়ম জেনে নিন এখনই।
বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম
বিকাশ মার্চেন্ট একাউন্টের মাধ্যমে আপনি সহজেই ঘরে বসে বিকাশের ব্যবসা করে আর্ন করতে পারবেন। এই ধরণের একাউন্ট ব্যবহারের সুবিধা হলো সবার কাছ থেকে আপনি ইজিলি যেকোনো কাজের পেমেন্ট ডিজিটালভাবে এবং সহজে পেমেন্ট সিস্টেমের আন্ডারে নিতে পারবেন। তাছাড়া এই ধরণের একাউন্ট খোলাটাও অনেক সোজা।
- সোজা বিকাশ মার্চেন্ট লিখে গুগলে সার্চ দেবেন
- প্রথম পোস্টে ক্লিক করবেন
- প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপের ফরমটি ফিলআপ করবেন
- জাতীয় পরিচয় পত্র এবং ট্রেড লাইসেন্স সম্পর্কিত তথ্য দেবেন
- ব্যাংক একাউন্ট আছে কিনা তা নিশ্চিত হবেন
- সবশেষে আমি রোবট নই অপশনটিতে ক্লিক করে প্রসেসিং শেষ করবেন
বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
মনে রাখবেন অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম আর বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম একেবারেই একই।
অ্যাপ ছাড়া বিকাশ কোড ব্যবহার করেই বাটন ফোনে বিকাশের একাউন্ট খুলতে হয়। তবে এক্ষেত্রে ফরম ফিলআপের জন্য বিকাশ মার্চেন্টকারীর সাথে যোগাযোগ করতে হবে।
বিকাশ অ্যাপ ব্যবহারের নিয়মশুরুতেই বলি অ্যাপ থেকে একাউন্ট খুলে লগ ইন করলেই আপনি২৫ টাকা
বোনাস পাবেন। তাছাড়া বিকাশ অ্যাপ ব্যবহারের নিয়ম একদম সোজা। শুধু তাই নয়! অ্যাপ থেকে ১ম বার মোবাইল রিচার্জেও পাবেন ২৫ টাকা
বোনাস। আরো অবাক করা বিষয় হলো বিকাশ এখন ২ মাস পর্যন্ত মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পে বিল ও অ্যাড মানি (কার্ড টু বিকাশ)-এ দিচ্ছে৭৫ টাকা
বোনাস। চলুন এক নজরে বিকাশ অ্যাপ ব্যবহারের নিয়ম জানি:
- যুক্তরাজ্য
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- সিঙ্গাপুর
- মালয়েশিয়া
- ইতালি
- কাতার
- ওমান
- দক্ষিণ কোরিয়া
- কুয়েত
- বাহরাইনদক্ষিণ আফ্রিকা