ব্লগার এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়
Add Google News Widget in Blogger and WordPress Website
ব্লগার এবং ওয়ার্ডপ্রেস কিভাবে গুগল নিউজ উইজেট যুক্ত করে?
ব্লগার এবং ওয়ার্ডপ্রেস গুগল নিউজ উইজেট যুক্ত করা খুবই সহজ। যারা ব্লগার এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করতে পারেন না তাদের জন্যেই আজকের এই আর্টিকেল।
এই আর্টিকেল ফলো করে আপনি সহজেই আপনার ব্লগার এবং ওয়ার্ডপ্রেস সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করে নিতে পারবেন। আপনাকে শুধুমাত্র আমার দেখানো স্টেপগুলো ফলো করতে হবে।
ব্লগারে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়!
- ব্লগারে গুগল নিউজ উইজেট যুক্ত করার জন্য আপনাকে সর্বপ্রথম Blogger.com এ লগইন করতে হবে।
- তারপর আপনার ব্লগটি সিলেক্ট করতে হবে, যে ব্লগে গুগল নিউজ উইজেট যুক্ত করতে চান।
- এবার ব্লগার ডেশবোর্ড থেকে Layout অপশনে যান, এবং সেখান থেকে আপনার থিমের Sidebar/ Side Widget খুজে বের করুন।
- এবার Sidebar/ Side Widget এ HTML/JavaScript প্লাগইন সিলেক্ট করুন।
- HTML/JavaScript প্লাগইন সিলেক্ট করার পর সেখানে আপনার পছন্দের টাইটেল দিন (যেমনঃ গুগল নিউজ)।
- টাইটেল দেয়ার পর কন্টেন্ট এর জায়গায় নিচের কোড পেস্ট করে দিন।
<style>.rss-name { color: #212529; color: var(--text-black);}.rss-img { display: block; flex-shrink: 0; height: 4rem; margin: 1rem; width: 4rem; border-radius: 4px; overflow: hidden; position: relative; transition: box-shadow .2s cubic-bezier(0.4,0,0.2,1) 0s; -webkit-box-shadow: 0 1px 5px 0 rgba(0,0,0,0.16), 0 1px 2px 0 rgba(0,0,0,0.26); box-shadow: 0 1px 5px 0 rgba(0,0,0,0.16), 0 1px 2px 0 rgba(0,0,0,0.26);}.rss-follow { margin-top: 5px; color: #137333; font-size: 14px;}.rss-a { border: 1px solid #dadce0; border-radius: .5rem; margin-bottom: 10px;}.flex-align1{display:-webkit-flex;display:-ms-flexbox;display:flex;-webkit-align-items:center;-ms-flex-align:center;align-items:center}</style>
<h3><span>Google News</span></h3><div class='rss-a'><a aria-label='BANGLA TECHSPOT' class='flex-align1' href='https://news.google.com/publications/CAAqBwgKMJ7jpQsw9u29Aw' rel='noopener' title='BANGLA TECHSPOT'><div class='rss-img'><img alt='BANGLA TECHSPOT' class=' lazyloaded' data-src='https://1.bp.blogspot.com/-FnHtUEguvcw/XuL8lJZttgI/AAAAAAAAD30/1iaFkA5CKLYhCbl7R1wjboMOYIIrhmluACK4BGAsYHg/d/google-news.png' height='64' loading='lazy' src='https://1.bp.blogspot.com/-FnHtUEguvcw/XuL8lJZttgI/AAAAAAAAD30/1iaFkA5CKLYhCbl7R1wjboMOYIIrhmluACK4BGAsYHg/d/google-news.png' width='64'/></div><div><div class='rss-name'><span>BANGLA TECHSPOT</span></div><div class='rss-follow'><span>লাইভ</span><span>৫২১ ফলোয়ার</span></div></div></a></div>
- এবার এই কোড গুলোর মধ্যে যতগুলো “BANGLA TECHSPOT” লেখা রয়েছে সেগুলোর জায়গায় আপনার সাইটের নাম দিন।
- নাম দেয়ার পর আপনার গুগল নিউজ পাব্লিকেশনের লিংক আমার পাবপ্লিকেশনের জায়গায় বসিয়ে দিন।
- এবার সবার নিচের দিকে আপনার গুগল নিউজের সঠিক ফলোয়ার লিখে Save করে দিন।
- Save করার পর আপনার ব্লগ ভিজিট করে দেখুন, আপনার ব্লগে গুগল নিউজ উইজেট যুক্ত হয়ে গেছে।
যদি আর্টিকেল পড়ে ব্লগারে গুগল নিউজ উইজেট যুক্ত করতে না পারেন তাহলে নিচের ভিডিও ফলো করুন।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়!
আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করতে চান, তাহলে নিচের ভিডিও ফলো করে সহজেই করতে পারেন। যদি কোন প্রকার সমস্যার সম্মূখীন হোন, তাহলে ভিডিও অথবা এই আর্টিকেলের কমেন্ট সেকশনে তা জানিয়ে দিন।
Nice Information.
thanks