আসসালামু আলাইকুম! কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
আজকে আমরা নিয়ে এসেছে পড়েছি আরেকটা নতুন আর্টিকেল। আজকের আর্টিকেল এর মূল বিষয় হচ্ছে- পৃথিবীর সবচেয়ে সেরা ৫টি গেমিং স্মার্টফোন এবং তার স্পেসিফিকেশন ২০২৩।
বর্তমান পৃথিবীর অনেক যুবক যুবতী ভাই-বোনেরা মোবাইল ফোনে গেমিং করতে ভালোবাসেন।
বর্তমানের এই যুগের সেরা দুইটি গেম হচ্ছে – পাবজি আর ফ্রী ফায়ার। আর গেম খেলার জন্য ভালো মানের প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি, চার্জার, ইত্যাদি একটি ফোনে বিদ্যমান না থাকলে আমরা সেই ফোন দিয়ে ভালো মতো গেমিং করতে পারিনা।
আজকে আমরা এই সব বিষয় মাথায় রেখে আজকে ৫ টি গেমিং স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন। তাহলে চলুন শুরু করি।
ভিভোর সেরা গেমিং ফোনঃ Vivo iQOO Z6 Pro 5G
Vivo iQOO Z6 Pro এই ফোনটিতে থাকছে ৫জি নেটওয়ার্ক টেকনোলজি। Vivo iQOO Z6 Pro এই ফোনের ডিসপ্লের রেজুলেশন ১০৮০ x ২০০৪ পিক্সেল ও ৪০৯ পিপিআই আছে।
ফোনটির প্রটেকশন হিসেবে ব্যবহৃত হয়েছে স্কট জেনসেশন। এছাড়া ফোনটিতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট।
এছাড়া এই ফোনে রিয়েল (৬৪+৮+২) মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে এতে আছে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা।
Vivo iQOO Z6 Pro এ চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি প্রসেসর। যা ৬ নেনোমিটারের প্রসেসর।
Vivo iQOO Z6 Pro এই ফোনটিতে র্যাম হিসেবে থাকছে ৬/৮/১২ জিবি আর ইন্টারনাল স্টোরেজ হিসেবে ১২৮/২৫৬ জিবি থাকবে।
Vivo iQOO Z6 Pro এই ফোনটিতে থাকছে ৪৭০০ mAh ব্যাটারি এবং ৬৬ ওয়াট এর ফ্রাস্ট চার্জিং প্রযুক্তি।
Vivo iQOO Z6 Pro এই ফোনটির ৬+১২৮ জিবি এর আনঅফিসিয়াল প্রাইজ ২৭,৯৯৯ টাকা
আমাদের আর্টিকেলের শুরুতেই Vivo iQOO Z6 Pro কে রেখেছি। এটি একটি দারূন গেমিং ফোন হতে পারে এই বাজেটে। Vivo iQOO Z6 Pro নিয়ে বিস্তারিত জানুন এখানে।
রিয়েলমির গেমিং কিংঃ Realme 9 5G Speed
Realme 9 5G Speed এই ফোনটি তে থাকছে ৫জি নেটওয়ার্ক টেকনোলজি।
Realme 9 5G Speed ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে ১০৮০×২৪১২ পিক্সেল। ফোনটির মধ্যে ১৪৪Hz রিফ্রেশ রেট থাকবে।
Realme 9 5G Speed ফোনে থাকবে কোয়ালকম স্নাপড্রাগন ৭৭৮জি ৫জি চিপসেট যা ৬ নেনো-মিটারের।
Realme 9 5G Speed এই ফোনটিতে রিয়েল (৪৮+২+২) মেগাপিক্সেল এর ক্যামেরা।
ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আছে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা।
Realme 9 5G Speed মোবাইলের মেইন ফিচার হচ্ছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং যা ৩০ ওয়াট।
ফোনটির আন-অফিসিয়াল প্রাইজ ৬/১২৮ জিবি ২৫০০০ হাজার টাকা।
২৫ হাজারে রিয়েলমির এই মোবাইলটি কতটা গেমিং ফ্রেন্ডলি জানুন এখান থেকে।
অপ্পোর গেমিং মোবাইলঃ Oppo Reno 8 Pro
Oppo Reno 8 Pro এর ফোনটির সাইজ হবে ৬.৭ ইঞ্চি আর স্কিন রেজুলেশন ১০৮০ × ২৪০০ পিক্সেল।
ফোনটির স্কিন এ ১২০ হার্জ রিফ্রেশ রেড। Oppo Reno 8 Pro ফোনের মেইন আকর্ষণ চিপসেট যা মিডিয়াটেক ডিমেন্সিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর যা ৫ নেনোমিটার টেকনোলজির।
Oppo Reno 8 Pro ফোনটিতে থাকছে (৫০+৮+২) মেগাপিক্সেল ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসেবে ৩২ মেগাপিক্সেল।
এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে ৪৫০০ mAh ব্যাটারি এবং সাথে থাকছে ৮০ওয়াট এর ফাস্ট চার্জিং এন্ড রিভার্স চার্জিং।
এই ফোনটির আনঅফিসিয়াল দামঃ
★৮জিবি/১২৮জিবিঃ ৫৮,০০০টাকা
★৮জিবি/২৫৬জিবিঃ ৬০,০০০
গেমিং ও অন্যান্য ফিচার সমন্ধে বিস্তারিত জানতে দেখেন নিন আমাদের Oppo Reno 8 Pro এর রিভিউ আর্টিকেলটি। এখানে ক্লিক করুন।
ভিভোর গেমিং মোবাইলঃ Vivo iQOO 9 pro
Vivo iQOO 9 pro এই ফোনটি তে থাকছে ৫জি নেটওয়ার্ক টেকনোলজি।
ফোনটির ডিসপ্লে রেজুলেশন ১৪৪০ × ৩২০০ পিক্সেল এবং ৫১৮ পিপিআই ডিনসিটি।
Vivo iQOO 9 pro এ রিফ্রেশ রেড হিসেবে ব্যবহৃত হয়েছে ১২০ হার্জ।
Vivo iQOO 9 pro এ ক্যামেরা হিসেবে (৫০+৫০+১৬) মেগাপিক্সেল এবং সেলফি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এতে।
Vivo iQOO 9 pro এ ব্যবহৃত হয়েছে সর্বকালের সেরা গেমিং প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ যা ৪ নেনোমিটার টেকনোলজির দ্বারা গঠিত।
ফোনটিতে ৪৭০০ mAh ব্যাটারির সাথে ১২০ ওয়াট ফ্রাস্ট চার্জিং রয়েছে।
এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইজ-
১২জিবি/৫১২জিবি এর দামঃ ৮৭,৪৯০
৮জিবি/২৫৬জিবি এর দামঃ ৮১,৪৯০
ভিভোর এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে দেখেন নিন আমাদের Vivo iQOO 9 pro এর রিভিউ আর্টিকেল। এখানে ক্লিক করুন।
আসুস এর গেমিং কিংঃ Asus ROG Phone 6 Pro
Asus ROG Phone 6 Pro এই ফোনটিতে ৫জি নেটওয়ার্ক স্পীড টেকনোলজি থাকছে।
Asus ROG Phone 6 Pro এর ডিসপ্লে রেজুলেশন হবে ১০৮০ × ২৪৪৮ পিক্সেল। তাছাড়া এই ফোনের ডিসপ্লেতে থাকছে ১৬৫ হার্জ।
Asus ROG Phone 6 Pro এই ফোনে (৫০+১৩+৫) মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহৃত হয়েছে সাথে সেলফি ক্যামেরা হিসেবে ১২ মেগাপিক্সেল।
Asus ROG Phone 6 Pro ফোনে চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১। যা ৪ নেনোমিটারের একটি দুর্দান্ত গেমিং চিপসেট। এই ফোনটি ৬০০০ mAh ব্যাটারি এবং সাথে থাকছে ৬৫ ওয়াট এর ফাস্ট চার্জিং।
এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইজঃ ১৮ জিবি/ ৫১২ জিবি এর দাম ১,৩০,০০০ টাকা
Asus ROG Phone 6 Pro সেরা একটি গেমিং ফোন। Asus ROG Phone 6 Pro সমন্ধে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বি.দ্রঃ আমাদের একটা ছোট খাটো গেমিং চ্যানেল আছে। আপনাদের সাপোর্ট আশা করছি- https://youtu.be/sgwx44G7JzY
শেষ কথাঃ পৃথিবীর সবচেয়ে সেরা ৫টি গেমিং স্মার্টফোন এবং তার স্পেসিফিকেশন ২০২৩। এই আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের আর্টিকেল চান সেটিও আমাদের জানাতে পারেন।
প্রযুক্তির সকল প্রকার আপডেট পেতে বাংলা টেকস্পট এর সাথেই থাকুন। ধন্যবাদ।
চমৎকার আর্টিকেল, ধন্যবাদ প্রিয় সাজিজুল ভাই।