এরকম প্রশ্ন একসময় আমার মনেও ঘুরপাক খেতো। খাওয়াটাই স্বাভাবিক, আমরা যারা ব্লগারে ব্লগিং করি সবাই এ বিষয়ে জানার চেষ্টা করি। তাহলে মুল কথায় আশা যাক, ব্লগারে অতিরিক্ত কোন হোস্টিং কেনার ঝামেলা নেই। এর ফলে যারা ব্লগারে ব্লগিং করে তাদের টাকাও বেঁচে যায় অতিরিক্ত হোস্টিং এর ঝামেলাও বয়ে বেড়াতে হয় না।
- প্রশ্নঃ ব্লগারে কি হোস্টিং কিনে ব্যবহার করতে হয়?
- উত্তরঃ না ব্লগারে শুধুমাত্র ডোমেইন কিনে নিলেই হবে। ব্লগার ফ্রি হোস্টিং দিয়ে থাকে।
- প্রশ্নঃ ব্লগারে ডোমেইন এর সাথে হোস্টিং কিনার প্রয়োজন আছে কি?
- উত্তরঃ যেহেতু হোস্টিং ফ্রিতে পাওয়া যাচ্ছে সেহেতু হোস্টিং না কেনাটাই বেটার।
শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক কেননা অন্যান্য প্লাটফর্মে ওয়েবসাইট বিল্ড করার ক্ষেত্রে ডোমেইনের সাথে হোস্টিং কিনে নিতে হয়। কিন্তু ব্লগার গুগলের প্রোডাক্ট, তাই হয়তো ফ্রি হোস্টিং প্রোভাইড করে থাকে।