শুরুতেই বলে রাখছি, ডেভেলপার অপশন একটি অ্যাডভান্স সেটিং। এই সেটিংসে না জেনে না বুঝে উল্টা পাল্টা চাপাচাপি করবেন না। এতে আপনারই মঙ্গল হবে। তো যাই হোক আজাইরা বকবক বাদ দিয়ে চলুন জেনে নেই কিভাবে ডেভেলপার অপশন এনাবল ও ডিজেবল করবেন।
ডেভেলপার অপশন এনাবল করার প্রক্রিয়াঃ
- প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংস এ যান।
- সেটিংস এর একদম নিচের দিকে About Phone অপশন পাবেন। About Phone অপশনে চলে যান।
- About Phone অপশনে যাওয়ার পর Build Number অপশন পাবেন। Build Number অপশনে যত খুশি ক্লিক করতে পারেন, তবে সাধারণত ৭ বার ক্লিক করলেই ডেভেলপার অপশন এনাবল হয়ে যায়।
আপনি যদি সঠিকভাবে প্রক্রিয়াটি ফলো করতে পারেন। তাহলে আপনি ডেভেলপার অপশন এনাবল করতে সক্ষম হবেন।
আপনি যদি ডেভেলপার অপশন এনাবল করতে সক্ষম হন তাহলে পরবর্তী সময় ডিজেবল করার প্রয়োজন হতে পারে তাই চলুন জেনে নেই কিভাবে ডেভেলপার অপশন ডিজেবল করবেন।
ডেভেলপার অপশন ডিজেবল করার প্রক্রিয়াঃ
- প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংস এ যান।
- সেটিংস এ যাওয়ার পর Apps বা Application Manager অপশনে চলে যান।
- Apps বা Application Manager অপশনে যাওয়ার পর Setting নামের অ্যাপ্লিকেশন এ ক্লিক করুন।
- ক্লিক করার পর সেখানে Storage নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
- Storage এ ক্লিক করার পর Clear Data অপশন আসবে। সেখানে ক্লিক করে সব ডাটা ক্লিয়ার করে দিন।
আপনি যদি সঠিকভাবে প্রক্রিয়াটি ফলো করতে পারেন তাহলে আপনি সফলভাবে ডেভেলপার অপশন ডিজেবল করতেও সক্ষম হবেন।