শিক্ষা ও স্বাস্থ্য

(১৬৫টি) বাংলা ইসলামিক স্ট্যাটাস – Islamic Status Bangla

ইসলামিক স্ট্যাটাস, ইসলামিক ক্যাপশন, ইসলামিক স্ট্যাটাস বাংলা, ইসলামিক স্ট্যাটাস ফেসবুক, ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস, ইসলামিক ছোট স্ট্যাটাস।

সূচিপত্র দেখুন

আসসালামু আলাইকুম, আমাদের মাঝে অনেকেই ইসলামিক স্ট্যাটাস (Islamic Status) খুঁজে থাকেন। তাদের জন্যেই আজকের আর্টিকেল।

আজকের আর্টিকেলে আমরা সর্বমোট ১৬৫টি ইসলামিক স্ট্যাটাস (Islamic Status) শেয়ার করেছি। এসব ইসলামিক স্ট্যাটাস ও ক্যাপশনগুলো আপনি আপনার ফেসবুকে ও অন্যান্যসব সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারবেন ইসলামিক স্ট্যাটাস।

ইসলামিক স্ট্যাটাস - Islamic Status
ইসলামিক স্ট্যাটাস – Islamic Status

ইসলামিক স্ট্যাটাস – Islamic Status

এখানে ৪০টি ইসলামিক স্ট্যাটাস (Islamic Status) রয়েছে। আপনাদের পছন্দের স্ট্যাটাসটি এখান থেকে কপি করে আপনার বন্ধুদের সাথে অথবা যেকোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।

  1. I Love You – আল্লাহ কে বলো । I Miss You – নামাজ কে বলো। I Believe You – কোরআন কে বলো। I Trust You – রাসুল কে বলো। I Like Must – ইসলাম কে বলো । I Hate You – শয়তান কে বলো । I Don’t Care – দুনিয়া কে বলো।
  2. Successful তো সেই দিন হবো। যেদিন পুলসিরাত পাড় করে জান্নাতে যাবো।
  3. Timeline রাখার মত শ্রেষ্ঠ কথা – সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র – আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর – লা – ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। – আল্লাহু আকবর – আল্লাহ মহান।
  4. আজকে হল জুমার দিন। লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো।
  5. একজন মুমিন-ই জানে। – মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের।
  6. শীতের অজু। গরমের রোজা। যৌবনের ইবাদত । -আল্লাহর কাছে খুব পছন্দনীয়।
  7. শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। -শুক্রবার মানে গুনাহ মাফের আর একটা সুযোগ।
  8. সবচেয়ে খুশির সংবাদ হলো- আল্লাহর, রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি। -আলহামদুলিল্লাহ
  9. সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে। -আল্লাহ তা’য়ালা একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন।
  10. হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রী কিংবা বাদামবিক্রি।
  11. একদিন আমার ইনশাআল্লাহ গুলো। – আলহামদুলিল্লাহ তে পরিণত হবে।
  12. কবর কারো জন্য জান্নাতের বাগান হবে। -আর কারো জন্য জাহান্নামের গর্ত। আল-হাদিস
  13. কাউকে বারবার ডাকলে সে রাগ হয়। -কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।
  14. আল-কুরআনের হরফ গুলো। কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো।
  15. আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারতো। – আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
  16. আস্তে- আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো। – হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা কর দেন।
  17. কিসের GF, -কিসের BF, -ভালোবাসার অপর নাম হযরত মোহাম্মদ (সাঃ)
  18. কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। – মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতেই হবে!
  19. খেজুর ও দুধ দিয়ে সকালের নাস্তা করতেন। – হযরত মুহাম্মাদ (সাঃ)
  20. চক্ষু নিয়ন্ত্রণ ব্যতীত , পাপ নিয়ন্ত্রণ অসম্ভব। – ইমাম গাজ্জালী (রহ.)
  21. চলুন সবাই খতমে ইউনুস পড়ি। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জুয়ালিমিন।
  22. চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ। ঠিক তেমনি। নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ।
  23. চোখের পানি তাহাজ্জুত নামাজের মুনাজাতে ফেলো। -দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ।
  24. জান্নাতে প্রথম প্রবেশ করবেন। -হযরত মুহাম্মাদ (সাঃ)
  25. তওবা করতে লজ্জিত হয়ো না। -মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহ্’র ক্ষমা অনেক বড়।
  26. তিনটি প্রেমে কোন কষ্ট নাই। – আল্লাহর সাথে। – রাসুল (সঃ) এর সাথে। – মা-বাবার সাথে।
  27. দিন শেষে আযানের মধুর ধ্বনিতে। এক গ্লাস পানিই বলে দেয়। -ইসলাম কতটা শান্তির।
  28. নামায পড়তেই থাকুন। হতাশ হবেন নাহ। বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট দূর করবেন।
  29. নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না। কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।
  30. পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে । -কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই।
  31. দিওনা যে মৃত্যুতে – গোসল হয়না । -যে মৃত্যুতে জানাজাও হয়না।
  32. বর্তমানে আমরা যেটাকে ক্রাশ বলি। – রাসূল (সাঃ) সেটাকে চোখের জিনা বলেছেন।
  33. পৃথিবীর Best Sound আজান। – পৃথিবীর Best Book আল-কোরআন। – পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম।
  34. পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও এতিম হয়ে জিবন কাটিয়েছেন। – হযরত মোহাম্মদ (সঃ)
  35. পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান। -মক্কা -মদিনা -মাশাআল্লাহ।
  36. প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, কিন্তু শুকরিয়া যে আল্লাহ্ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ্।
  37. ফজরের নামাজ পড়লে দেহে ও আত্মার শান্তি মিলে। – আলহামদুলিল্লাহ
  38. বন্ধুত্ব হলো পবিত্র সম্পর্ক । – যেমন আল্লাহ এবং রাসূল (সাঃ) এর সম্পর্ক!
  39. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)
  40. ঘুমানোর আগে আল্লাহ’র কাছে মাপ চেয়ে নিবেন। – হতেও তো পারে আজ আপনার শেষ রাত।
আরও পড়ুনঃ  মাহে রমজানের শুভেচ্ছা বার্তা - রমজান নিয়ে স্ট্যাটাস, ছন্দ, পোস্ট ও উক্তি

ইসলামিক ক্যাপশন

নিচে ৩৫টি ইসলামিক ক্যাপশন দেয়া আছে। এখান থেকে আপনার পছন্দের ইসলামিক ক্যাপশনটি আপনার বন্ধু বা আত্বীয়স্বজনদের সাথে শেয়ার করতে পারবেন। চাইলে কপি করে ফেসবুক টুইটারসহ অন্যান্য স্মাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।

  1. যারা নীরবে কষ্ট পাচ্ছেন, যারা হাসছেন তবুও মোকাবেলা করার জন্য সংগ্রাম করছেন তাদের জন্য একটি বিশেষ প্রার্থনা। সর্বশক্তিমান আপনাকে আশীর্বাদ করতে পারে!
  2. কেউ, কোথাও, এই মুহূর্তে তার জীবনের জন্য লড়াই করছে। আপনার কাছে এখনও আপনার আছে, তাই কৃতজ্ঞ হন এবং আল্লাহর আনুগত্যে ব্যয় করুন।
  3. আমাদের প্রভু! যেদিন হিসাব কায়েম হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং (সকল) মুমিনদেরকে ক্ষমা করুন।
  4. ধার্মিকতা ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না।
  5. আপনি যখন আল্লাহর উপর ভরসা রাখেন যা সফল হওয়ার জন্য যথেষ্ট এবং আল্লাহ অবশ্যই আপনার প্রয়োজনে আপনাকে সাহায্য করবেন, শুধু তার উপর ভরসা রাখুন।
  6. আমাদের সাফল্য-ব্যর্থতা আল্লাহর হাতে, মানুষের নয়। তিনি আপনার সাথে থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না।
  7. সারা দুনিয়াই একটা রিজিক, আর দুনিয়ার সর্বোত্তম কল্যাণের বস্তু হল ধার্মিক নারী!
  8. কোন পরিমাণ অপরাধবোধ অতীতকে পরিবর্তন করতে পারে না এবং কোন পরিমাণ উদ্বেগ ভবিষ্যতকে পরিবর্তন করতে পারে না।
  9. আল্লাহ তোমাকে রক্ষা করতে চাইলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আল্লাহ তোমাকে শাস্তি দিতে চাইলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন এবং কারো কাছ থেকে নিরাপত্তা নিন।
  10. আল্লাহ ন্যায়বিচার, দয়া ও সদাচরণ আদেশ করেন। তিনি অন্যায়, অনৈতিকতা, অত্যাচার নিষেধ করেন।
  11. শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ, ভালো আছি – আলহামদুলিল্লাহ, বেঁচে আছি – আলহামদুলিল্লাহ।
  12. যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে। আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।
  13. কুরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে এবং জ্ঞান বাড়ে। -[সুবাহানাল্লাহ]
  14. শুক্রবার মানেই– গরিবের হজ্বের দিন। জুম্মা মোবারাক
  15. বুকে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা। আল্লাহ’র প্রতি অগাধ বিশ্বাসের নমুনা।
  16. ১০টাকার নামাজ শিক্ষার বইয়ে যা আছে, পৃথিবীর দামী বইয়েও তা নেই !
  17. যদি তুমি মানো কুরআন, আল্লাহ বাড়িয়ে দিবে তোমার সম্মান।
  18. ঘুম নেই, নামাজ পরো! মনে শান্তি নেই, কোরআন পড়ো।
  19. মুসলিম আমার নাম! কুরআন আমার জান! নামাজ আমার গাড়ি! জান্নাত আমার বাড়ী! আল্লাহ্ আমার রব! নবী আমার সব! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম!
  20. এমন এক সময় আসবে, যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।
  21. পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান মক্কা মদিনা।
  22. সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশী অধিকারী হচ্ছেন মা। সে মাকে কখনো কস্ট দিওনা। হযরত মুহাম্মদ (সাঃ)
  23. মায়ের সাথে উচ্চস্বরে কথা বলোনা, কারন ‘ মা ‘ তোমাকে কথা বলা শিখিয়েছেন !
  24. শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। শুক্রবার মানে গুনাহ মাফের আরও একটা সুযোগ।
  25. সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ যার বেতন হচ্ছে জান্নাত।
  26. মাবুদ গো -মৃত্যুর সময় কালেমা নসিব করিও।
  27. ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)’
  28. মানুষ আল্লাহর কাছে লক্ষ, কোটি টাকা আশা করে অথচ আল্লাহর নামে কিছু দান করারসময় খুচরা টাকা খোঁজে!
  29. বাড়ির কাছে মসজিদে যায় না। স্ট্যাটাস দেয় একদিন মক্কা যাবো।
  30. আমরা শ্রেষ্ঠ নবি পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, আমরা সত্যিই ভাগ্যবান -আলহামদুলিল্লাহ।
  31. দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে – সুখী ও স্বাস্থ্যবান করে তুলে। সুবহানআল্লাহ।
  32. যারা শুধু আল্লাহ তাআলার প্রতি। বিশ্বাস স্থাপন করেন।আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন।
  33. নামাজ পড়ো, আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবে। ইনশাআল্লাহ..
  34. গান শুনে- শুনে ঘুমানো নয়। আল কুরআন শুনে ঘুমানো অধিকতর ভালো।
  35. কখনো হতাশ হলে, দুই রাকাত নফল নামাজ পড়ে নিও। হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ।

ইসলামিক স্ট্যাটাস বাংলা

এখানে ২০টি ইসলামিক স্ট্যাটাস বাংলাইয় দেয়া আছে। এসব স্ট্যাটাস ফেসবুকে টুইটারে ও হোয়াটসঅ্যাপেও সবার সাথে শেয়ার করতে পারবেন।

  1. সুখী সেই তো যে পাঁচ ওয়াক্ত নামাজে পরো আর কোরআন তেলোয়াত করে।
  2. ফজরের নামাজ বিহীন। একটি সকাল কখনোই শুভ হতে পারে না।
  3. ইসলাম একমাত্র ধর্ম। যেখানে হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ্ মাফ।
  4. হযরত মুহাম্মদ (সাঃ) শেষ বিচারের দিন। আমাদের জন্য একমাত্র সুপারিশকারি।
  5. যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তালা প্রসংশা করে ছিলেন। তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)
  6. কিউট তো সেই ছেলে মেয়ে গুলো। যারা নিয়মিত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।
  7. সর্বশ্রেষ্ঠ ধর্ম পাইছি, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী পাইছি । সৌভাগ্য প্রকাশের জন্য আর কি চাই।
  8. নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে। আলহামদুলিল্লাহ
  9. আযান দিলে মসজিদে যাও। হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে।
  10. কোরআন বুঝে পড়লেও সওয়াব। কোরআন না বুঝে পড়লেও সওয়াব। কোরআন পড়া শুনলেও সওয়াব। সুবাহানাল্লাহ
  11. আমার জন্য আমার আল্লাহ্‘ই যথেষ্ট ।
  12. দৈনিক পাচঁ ওয়াক্ত। নামাজ পড়া মানুষগুলোর উপর আল্লাহর রহমত থাকে।
  13. একজন মুমিন-ই জানে। মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের।
  14. নামায পড়তেই থাকুন। হতাশ হবেন নাহ। বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট দূর করবেন।
  15. বর্তমানে আমরা যেটাকে ক্রাশ বলি। রাসূল (সাঃ) সেটাকে চোখের জিনা বলেছেন।
  16. ফজরের নামাজ পড়লে দেহে ও আত্মার শান্তি মিলে। আলহামদুলিল্লাহ
  17. শীতের অজু। গরমের রোজা। যৌবনের ইবাদত । আল্লাহর কাছে খুব পছন্দনীয়।
  18. ভালোবাসার অপর নাম হযরত মোহাম্মদ (সাঃ)
  19. সবচেয়ে সুখী মানুষ সেই যাকে। আল্লাহ তা’য়ালা,,,, ১ জন পূণ্যবতী স্ত্রী দান করেছেন।
  20. তিনটি প্রেমে কোন কষ্ট নাই (১) আল্লাহর সাথে,,, (২) রাসুল (সঃ) এর সাথে,,,, (৩) বাবা মার সাথে।
আরও পড়ুনঃ  সময় নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও বাণী

ইসলামিক স্ট্যাটাস ফেসবুক

নিচে ২০টি ইসলামিক স্ট্যাটাস ফেসবুক ও টুইটারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্যে দেয়া আছে। তবে আপনি চাইলে মেসেজের মাধ্যমেও এসব স্ট্যাটাস পরিচিতদেরকে পাঠাটে পারবেন।

  1. দুনিয়ার বুকে যে ধর্মটা সবচাইতে বেশি খাঁটি। সেটাই হলো ইসলাম ধর্ম,,,,, সুবাহানাল্লাহ ।
  2. ১ম উপহার হলো আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি। ২য় উপহার হলো আমরা হযরত মুহাম্মদ (সাঃ) উম্মত হতে পেরেছি।
  3. অত্যন্ত মধুর একটি বাক্য হলো – লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
  4. ঐ সব নারী জাহান্নামী,,,,, কাপড় পরেও যারা উলঙ্গ থাকে।।
  5. জীবনের যাত্রায়, আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখুন। কারণ, তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।
  6. বিশ্বাস হল সেই চাবিকাঠি যা দুনিয়া ও আখিরাতে আশীর্বাদের দরজা খুলে দেয়।
  7. অন্য একটি মেয়ের সম্পর্কে ঠিক ততটাই বলুন….. যতটা নিজের বোনের সম্পর্কে শুনতে পারবেন।
  8. যাকে ভয় করি,,,, তার নাম হাশর। যাকে বিশ্বাস করি,,,, তার নাম কুরআন। যার কাছে আমি ঋণী,,,, তার নাম মা। যাঁকে নেতা মানি,,,,,তিনি হলেন হযরত মুহাম্মদ (সাঃ) । যার কাছে মাথা নত করি,,,,, তিনি হলেন মহান আল্লাহ।
  9. চার্জ ব্যাতিত যেরকম মোবাইল বন্ধ। ঠিক সেরকম নামাজ ব্যাতিত জান্নাতের দরজা বন্ধ।
  10. জান্নাতের network হলো “ইসলাম”। Sim হলো “ঈমান”। বোনাস হলো “রমযান”। রিচার্জ হল “নামাজ”। আর হেল্প লাইন হলো “কোরআন”।
  11. দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো,,,,, নিজে সংশোধন হওয়া আর সবচেয়ে…. সহজ কাজ হলো অন্যের সমলোচনা করা।
  12. নিয়ত শুদ্ধ হোক, কেননা নিয়তের দ্বারা কর্মের বিচার হয়।
  13. ভালোবাসাটা যদি হয়ে থাকে মসজিদের সাথে । তাহলে ফলাফলটা হবে জান্নাত।
  14. মোবাইলে কথা বলার সময়,,,, হ্যালো না বলে বলুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহ।
  15. ভালো রাখার মালিক একমাত্র উপরওয়ালা, যেমন আছি আলহামদুলিল্লাহ!
  16. ক্ষমা হলো মহত্ত্বের মুকুট! আপরকে ক্ষমা করুন,,,, মহান আল্লাহ তা’য়ালা আপনাকে ক্ষমা করবে।
  17. বচেয়ে বড় জিহাদ হল… নিজের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করা।
  18. প্রতিকূলতা আপনার ঈমানের পরীক্ষা; রাস্তা কঠিন হলেও আল্লাহর উপর ভরসা রাখুন।
  19. ভবিষ্যতে সবকিছু অনিশ্চিতহলেও, নিজের মৃত্যু নিশ্চিত।
  20. মধ্য রাতের নামাজ শ্রেষ্ঠতর নামাজ, কিন্তু কমসংখ্যক লোকই তা আদায় করে থাকে।

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

যারা ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস খুঁজছেন তারা এখানে দেয়া ২০টি ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস দেখতে পারেন। আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে।

  1. “পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।”
  2. “মক্কার বাগানে ফুটিল এক ফুল নাম রাখিল তার মোহাম্মাদ রাসুল (সাঃ) সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে ।”
  3. “যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতিবছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায় ।”
  4. “রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় , কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ।”
  5. “রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় , কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ।”
  6. “মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই, দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই , যাকে তুমি আপন ভাবো সে ভাবে পর , আপন হবে নামাজ-রোজা অন্ধকার কবর ।”
  7. “আয় ছেলেরা, আয় মেয়েরা, নামাজ পড়তে যাই, রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন, এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন”
  8. মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তূ জাহান্নাম থেকে নয়, অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় ।
  9. অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।
  10. দেখতে চাই স্বপ্ন , থাকতে চাই মগ্ন। হতে চাই কবি, লিখব আমি সবি। বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো।
  11. সোনার গাছে হিরার পাতা।।। ভুলিও না আল্লাহর কথা।।। টাকা পয়সা কতকাল।।। জান্নাতে রবে চিরকাল।।। সাগরের মাঝখানে এক বুক পানি।।।আমার রব আল্লাহ এটাই জানি।।।।।
  12. কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!
  13. পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।।
  14. হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।
  15. যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবেন।
  16. যাকে ভয় করি তার নাম হাশর। যাকে বিশ্বাস করি তার নাম কুরআন। যার কাছে আমি ঋণী তার নাম মা। যাঁকে নেতা মানি তিনি হলেন রাসূল(স)। যার কাছে মাথা নতকরি। তিনি হলেন আল্লাহ!
  17. যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।
  18. অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।
  19. জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে!
  20. নামাজ পড় মুসলিম বোন ও ভাই, নামাজ ছাড়া দুনিয়াতে শান্তি নাই। নামাজের কথা রেখো স্মরন, নামাজ দিয়ে সাজাও জীবন। নামাজ ছেরে করোনা ভুল, নামাজ হল ইবাদতের মূল।
আরও পড়ুনঃ  বাংলা কষ্টের স্ট্যাটাস - Bangla Sad Status

ইসলামিক ছোট স্ট্যাটাস

এখানে আমরা ৩০টি ইসলামিক ছোট স্ট্যাটাস শেয়ার করেছি। এসব ইসলামিক ছোট স্ট্যাটাস সহজেই কপি করে আপনার প্রিয়জন ও নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারবেন।

  1. ভালোবাসা কাকে বলে জানো? আল্লাহকে না দেখে প্রতিটি সিজদাহতে অনুভব করি আমরা। হ্যাঁ এটাই ভালোবাসা।
  2. যদি অন্ধকারে ভয় পাও তাহলে কুরআন পড়। একদিন অন্ধকার কবরে কুরআন তোমাকে আলো দেবে।
  3. I wish! একদিন আমার অনেক টাকা হবে, সেদিন আমি অনাথ পথ শিশুদের সাহায্য করবো ইনশাআল্লাহ!
  4. সেই মেয়েটি সত্যি অনেক ভাগ্যবতী, যার স্বামীর রোজগার কম হলেও চরিত্র এবং ভালোবাসাটা একদম খাঁটি।
  5. সত্যি হলো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কাহিনী কেউ শুনতে চাইবে না।
  6. যৌবনের প্রথম প্রেম হল আল কুরআন, আর প্রথম ভালবাসা হচ্ছে নামাজ।
  7. রাত যখন গভীর হয় কেউ ডুবে থাকে পাপে। আর কেউবা তাহাজ্জুতে অশ্রু ঝরায় পূর্বের গুনাহ মাফে।
  8. আস্তাগফিরুল্লাহ! আমি আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করছি আমিন!
  9. সেই নারী সবচেয়ে সর্বোত্তম, যে নারী যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য।
  10. ইসলাম ধর্ম সহজ। কিন্তু এতটা সহজ নয় যে, কোন মেসেজ ২০ জনকে পাঠিয়ে দিলে জান্নাত পাওয়া যাবে।
  11. নামাজ শুধু পরকালে মুক্তি দেয় না। নামাজ ইহকালেও ভরপুর করে দেয়। নামাজে শরীর সুস্থ থাকে, রিজিক বেড়ে যায় এবং বিপদ-আপদ দূরীভূত হয়।
  12. গোটা পৃথিবীর পানি দিয়ে জাহান্নামের আগমন নেভানো যাবে না। কিন্তু মোনাজাতে আপনার দুফোঁটা জল জাহান্নামের আগুন নিভিয়ে দিবে।
  13. আল্লাহর কাছে সব সময় সেজদায় মাথা নত করুন। আল্লাহ আপনাকে পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দেবেন না।
  14. I wish! সবার মনের নেক ইচ্ছাগুলো আল্লাহ তায়ালা জানেন। সবার মনের নেক ইচ্ছাগুলো যেন আল্লাহ পূরণ করে দেন। আমিন!
  15. হে আল্লাহ আমরা যারা ইসলামিক পোস্ট দেখি ও পড়ি, তাদের সবাইকে দেখা ও পড়ার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন!
  16. দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত।
  17. দামি পোশাক পরে কি হবে, নামাজের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাক তো এখন নাপাক।
  18. হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে, হালাল টাকায় সীমিত খাবারের মজাটাই আলাদা থাকে।
  19. কাউকে অতীতের গুনাহ নিয়ে খোটা দিও না। কারণ সে হয়তো আল্লাহর কাছে তওবা করে তোমার থেকে উত্তম হয়ে গেছে।
  20. দোয়া করতে থাকুন একদিন না একদিন আল্লাহ আপনাকে সফলতা উপহার দেবে। ইনশাল্লাহ।
  21. ধৈর্য রাখুন! সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ তায়ালা কোনদিন আপনাকে ঠকাবে না।
  22. সত্যিকারের হ্যান্ডসাম পুরুষ তো সেই যে অসভ্য বেপর্দা নারী দেখলেও মহান আল্লাহর ভয়ে চক্ষুণত করে।
  23. মানুষ মাত্রই পাপী, আর পাপীদের মধ্যে তওবাকারীরাই সর্বত্তম।
  24. যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে।
  25. আপনার রব কখনো তার বান্দার উপর জুলুম করে না।
  26. জান্নাতে সব আছে কিন্তু মৃত্যু নেই , কোরআনে সব আছে কিন্তু মিথ্যা নেই।
  27. জীবনের শেষ মেকাপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে। তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা শুরু করুন।
  28. কি হবে জিমে গিয়ে বহুল দেহ বানিয়ে, যদি সকালে ফজরের নামাজ পড়ার জন্য ওঠার মতো শক্তি না থাকে।
  29. আল্লাহর দেওয়া প্রতিটি ভাল বা খারাপ সময়কে তার নেয়ামত হিসেবে দেখুন। ইনশাআল্লাহ তিনি আপনার পথ অনেক সহজ করে দিবেন।
  30. চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়েঘরে থাকা অনেক সুখের।

শেষ কথাঃ আমরা উপরে ১৬৫টি ইসলামিক স্ট্যাটাস (Islamic Status) দিয়েছি। আশা করি সেসব ইসলামিক ক্যাপশন আপনাদের ভালো লাগবে।

আপনাদের যদি আরও ইসলামিক স্ট্যাটাস (Islamic Status) এর প্রয়োজন হয়, তাহলে কমেন্ট করুন। আমরা চেষ্টা করবো আরও বেশকিছু ইসলামিক ক্যাপশন ও ইসলামিক পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আল্লাহ হাফেজ।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।