কুরবানির পশু জবাই করার নিয়ম, পদ্ধতি ও দোয়া
কিভাবে কোরবানী করবেন? কোরবানি করার সময় কোন দোয়া পড়তে হবে। নিজের কোরবানির জন্য কোন দোয়া ও অন্যের কোরবানি করার সময় কোন দোয়া পড়তে হয় ইত্যাদি সকল প্রশ্নের উত্তর জানুন।
কোরবানির পশু জবাই করার জন্য সঠিক নিয়ম এবং দোয়া
রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের কোরবানি নিজের হাতেই করতেন। হাদিসে এসেছে নিজের পশুকে নিজের হাত কোরবানি করার কথা। প্রায় মানুষেই কোরবানি করার নিয়ম, দোয়া এবং সঠিক পদ্ধতি না জানার কারণে নিজের হাতে কোরবানি করেন না।
কোরবানির নিয়ম এবং দোয়া খুব সহজ। যখন কোরবানি করবেন তখন সুন্নত অনুসারে করবেন কারণ সুন্নত অনুসারে জবাই করা উত্তম। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোরবানি করার নিয়ম এবং দোয়া।
কুরবানির পশু জবাই করার দোয়া
১. পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলে জবাই করবেন। বিসলিল্লাহ বলার সাথে সাথেই ছুরি চালানো শুরু করবেন। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জেনো পশু জবাই না করা হয় সে দিকে খেয়াল রাখবেন।
২. পশু জবাই করার সময় একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে, পশুর খাদ্যনালী ও শ্বাসনালীর দুই পাশে থাকা দুটি নালী জেনো কেটে যায়। যদি এই নালী গুলো কেটে যায় তাহলে পশু জবাই করা বিশুদ্ধ হয়ে যাবে।
৩. পশু জবাই করার জন্য ছুরি ভালো করে ধার দিয়ে নিতে হবে, যেনো জবাই করার সময় পশুর কোনো কষ্ট না হয়। অনেকেই একটি ছুরি দিয়ে অনেকগুলো পশু জবাই করে থাকেন তাই ছুরি ভালো ভাবে ধার করে নেওয়া উচিৎ।
হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পশু জবাই করার আগে ভালো করে ছুরি এবং চাকুতে ধার দিয়ে নেয়া। (মুসলিম)
৪. আপনারা যারা যে পশুকে কোরবানি করবেন, সেই পশুর সামনে ছুরি বা চাকু ধার দিবেন না। এক পশুর সামনে অন্য পশুকে জবাই করবেন না, তাতে পশু ভয় পেয়ে যাবে। এরকম করবেন না কারণ এটি পশুকে কষ্ট দেওয়ার ও শামিল।
৫. কোরবানির পশুকে যখন শোয়াবেন তখন বাম কাতে শোয়াবেন এবং পা গুলো পশ্চিম দিকে রাখবেন।
৬. পশু জবাই করার দোয়া পড়াঃ কোরবানির পশুকে শোয়ানোর পর জবাই করার জন্য দোয়া পড়া। দোয়াটি হাদিসে বিভিন্ন বর্ণনায় এসেছে। যদিও অনেকে দোয়াটি সনদের ব্যাপারে মতপার্থ্যক করেছেন। কিন্তু দোয়া গুলো পড়ে কোরবানি করা উত্তম। কিন্তু কেউ যদি বিসমিল্লাহ বলে নালীগুলো কেটে দেই তাহলে কোরবানি শুদ্ধ হয়ে যাবে।
কুরবানির পশু জবাই করার দোয়া
اَللَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
কোরবানীর পশু জবাই করার দোয়ার বাংলা উচ্চারণঃ ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ও লাকা।
৭. যদি কেউ এ দোয়াটি না পারে তাবে এই ছোট্ট অংশটুকু পরলে হবে-
بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।
৮. নিজের পশু নিজে কোরবানি করলে পশু জবাই করার পর এই দোয়া পড়বেন-
اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِّى كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইব্রাহিম।
৯. অন্য কেউ কোরবানি করলে বা আপনি অন্য কারো পশু জবাই করার সময় এই দোয়া পড়বেন-
اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِكَ-مِنْكُمْ كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা তাকাব্বালহু মিনকা-মিনকুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইব্রাহিম।
উল্লেখ্য, যদি কেউ একাকি কোরবানি দেয় বা নিজে জবাই করে তাহলে বলবেন মিন্নি; আর যদি অন্য কারো পশু জবাই করে তাহলে বলবেন “মিনকা-মিনকুম” বলে যারা কোরবানি আদায় করেছে তাদের নাম বলবেন।
আল্লাহ তায়ালা সকল মুসলিম উম্মাহকে উল্লেখিত নিয়মে কোরবানি পশু জবাই করার তাওফিক দান করুন এবং সবার কোরবানি কবুল করুন। আমিন।
শেষ কথাঃ আশা করছি উপরোক্ত আর্টিকেলটি পড়ে কোরবানির সকল দোয়া ও নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। কোরবানি বিষয়ক আরও প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন। আমি চেষ্টা করবো পরবর্তী আর্টিকেলে সে বিষয়ে আলোচনা করার। সবাইকে ধন্যবাদ।